জাহ্নু বরুয়া

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

জাহ্নু বরুয়া (অসমীয়া: জাহ্নু বৰুৱা) একাধিক দেশী-বিদেশী পুরস্কার তথা সন্মানে বিভূষিত অসমের একজন চলচ্চিত্র পরিচালক।[][] তিনি অসমীয়াহিন্দী ভাষার চলচ্চিত্র পরিচালনা করেছেন।

জাহ্নু বরুয়া
জন্ম১৭ অক্টোবর ১৯৫২
নাগরিকত্বভারত ভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক
দাম্পত্য সঙ্গীগায়ত্রী বরুয়া[]
সন্তানঅজু বরুয়া (পুত্র)
পিতা-মাতাদেবেশ্বর বরুয়া (পিতৃ)
গুণবতী বরুয়া (মাতৃ)
পুরস্কারইন্টারনেসনেল ফিপরস্কি এয়ার্ড (২০০৫)
ইন্টারনেসনেল ফিপরেস্কি এয়ার্ড (১৯৯৬)
কোডাক ভিজন এয়ার্ড
পদ্মশ্রী বঁটা (২০০৩)
কমল কুমারী রাষ্ট্রীয় পুরস্কার (সংস্কৃতি বিষয়ত, ২০০৪)
ভূপেন হাজরিকা পুরস্কার (২০১২)
ওয়েবসাইটwww.jahnubarua.com

১৯৫২ সনের ১৭ অক্টোবর তারিখে অসমের শিবসাগর জেলার বটকা নামক স্থানে জাহ্নু বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম দেবেশ্বর বরুয়া ও মাতার নাম গুণবতী বরুয়া। তার মাতা-পিতার ৭টি পুত্র ও ৩টি কন্যা।[]

শিক্ষা

সম্পাদনা

জাহ্নু বরুয়া গুয়াহাটির বি.বরুয়া মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর শিরোনাম ভাষা পরিচালক প্রযোজক লেখক সম্পাদক
১৯৮২ অপরূপা অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৮৬ পাপড়ি অসমীয়া হ্যাঁ হ্যাঁ
১৯৮৭ হালধীয়া চরায়ে বাওধান খায় অসমীয়া হ্যাঁ হ্যাঁ
১৯৯০ বনানী অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৯২ ফিরিঙতি অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৯৫ সাগরলৈ বহুদূর অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৯৮ কুশল অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০০ কুশল অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৩ কণিকার রামধেনু অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৪ তরা অসমীয়া হ্যাঁ হ্যাঁ
২০০৫ মেনে গান্ধী কো নেহি মারা হিন্দি হ্যাঁ হ্যাঁ
২০১০ মুম্বাই কাটিং (আঞ্জানে দোস্ত সেগমেন্ট) হিন্দি হ্যাঁ
২০১২ বান্ধোন অসমীয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০১৪ অজেয়[] অসমীয়া হ্যাঁ
অপ্রকাশিত হার পাল হিন্দি হ্যাঁ হ্যাঁ

টেলিভিশন

সম্পাদনা
  • অধিকার (১৯৮৮)
  • এক কাহানি (১৯৮৬)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bipuljyoti Saikia। "Bipuljyoti Saikia's Home Page : Cinema & Stage - Jahnu Barua"। Bipuljyoti.in। ২০১২-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০ 
  2. Fare, Eastern (১৯৫২-১০-১৭)। "North-East India | NE Blog: Jahnu Barua - an Assamese film-maker"। Neblog.in। ২০১৩-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০ 
  3. "Jahnu Barua: The Man Behind the Films"। Theinduslink.com। ২০১১-০৯-১৫। ২০১২-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০ 
  4. "Jahnu Barua - Well know film director from Assam"। Onlinesivasagar.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০ 
  5. "An Eternal Optimist"The Pioneer। ১১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা