জাহ্নু বরুয়া
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
জাহ্নু বরুয়া (অসমীয়া: জাহ্নু বৰুৱা) একাধিক দেশী-বিদেশী পুরস্কার তথা সন্মানে বিভূষিত অসমের একজন চলচ্চিত্র পরিচালক।[২][৩] তিনি অসমীয়া ও হিন্দী ভাষার চলচ্চিত্র পরিচালনা করেছেন।
জাহ্নু বরুয়া | |
---|---|
জন্ম | ১৭ অক্টোবর ১৯৫২ |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
দাম্পত্য সঙ্গী | গায়ত্রী বরুয়া[১] |
সন্তান | অজু বরুয়া (পুত্র) |
পিতা-মাতা | দেবেশ্বর বরুয়া (পিতৃ) গুণবতী বরুয়া (মাতৃ) |
পুরস্কার | ইন্টারনেসনেল ফিপরস্কি এয়ার্ড (২০০৫) ইন্টারনেসনেল ফিপরেস্কি এয়ার্ড (১৯৯৬) কোডাক ভিজন এয়ার্ড পদ্মশ্রী বঁটা (২০০৩) কমল কুমারী রাষ্ট্রীয় পুরস্কার (সংস্কৃতি বিষয়ত, ২০০৪) ভূপেন হাজরিকা পুরস্কার (২০১২) |
ওয়েবসাইট | www.jahnubarua.com |
জন্ম
সম্পাদনা১৯৫২ সনের ১৭ অক্টোবর তারিখে অসমের শিবসাগর জেলার বটকা নামক স্থানে জাহ্নু বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম দেবেশ্বর বরুয়া ও মাতার নাম গুণবতী বরুয়া। তার মাতা-পিতার ৭টি পুত্র ও ৩টি কন্যা।[৪]
শিক্ষা
সম্পাদনাজাহ্নু বরুয়া গুয়াহাটির বি.বরুয়া মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন।[৪]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | ভাষা | পরিচালক | প্রযোজক | লেখক | সম্পাদক |
---|---|---|---|---|---|---|
১৯৮২ | অপরূপা | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
১৯৮৬ | পাপড়ি | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৮৭ | হালধীয়া চরায়ে বাওধান খায় | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৯০ | বনানী | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৯২ | ফিরিঙতি | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৯৫ | সাগরলৈ বহুদূর | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
১৯৯৮ | কুশল | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০০০ | কুশল | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০০৩ | কণিকার রামধেনু | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০০৪ | তরা | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | ||
২০০৫ | মেনে গান্ধী কো নেহি মারা | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১০ | মুম্বাই কাটিং (আঞ্জানে দোস্ত সেগমেন্ট) | হিন্দি | হ্যাঁ | |||
২০১২ | বান্ধোন | অসমীয়া | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৪ | অজেয়[৫] | অসমীয়া | হ্যাঁ | |||
অপ্রকাশিত | হার পাল | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ |
টেলিভিশন
সম্পাদনা- অধিকার (১৯৮৮)
- এক কাহানি (১৯৮৬)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bipuljyoti Saikia। "Bipuljyoti Saikia's Home Page : Cinema & Stage - Jahnu Barua"। Bipuljyoti.in। ২০১২-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০।
- ↑ Fare, Eastern (১৯৫২-১০-১৭)। "North-East India | NE Blog: Jahnu Barua - an Assamese film-maker"। Neblog.in। ২০১৩-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০।
- ↑ "Jahnu Barua: The Man Behind the Films"। Theinduslink.com। ২০১১-০৯-১৫। ২০১২-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০।
- ↑ ক খ "Jahnu Barua - Well know film director from Assam"। Onlinesivasagar.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১০।
- ↑ "An Eternal Optimist"। The Pioneer। ১১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জাহ্নু বরুয়া (ইংরেজি)
- rediff.com interview
- Gandhism is Serious Business ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ নভেম্বর ২০০৬ তারিখে