জাহিদ ফারুক
জাহিদ ফারুক (জন্ম: ২৬ নভেম্বর ১৯৫০) বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল ও রাজনীতিবিদ। তিনি বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।[১][২][৩]
কর্নেল (অব.) জাহিদ ফারুক | |
---|---|
বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারি ২০১৯ – ৬ আগস্ট ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আনিসুল ইসলাম মাহমুদ (মন্ত্রী) |
উত্তরসূরী | সৈয়দা রিজওয়ানা হাসান (উপদেষ্টা) |
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | জেবুন্নেসা আফরোজ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জাহিদ ফারুক শামীম ২৬ নভেম্বর ১৯৫০ নবগ্রাম রোড, বরিশাল |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | লায়লা শামীম |
সন্তান | ১ |
পিতামাতা | খন্দকার মজিবুর রহমান (পিতা) আম্বিয়া বেগম (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | পেশাওয়ার বিশ্ববিদ্যালয় বরিশাল জিলা স্কুল |
পেশা | রাজনীতিবিদ |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী |
পদ | কর্নেল |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাজাহিদ ফারুক শামীমের জন্ম ২৬ নভেম্বর ১৯৫০ সালে বরিশালের নবগ্রাম রোডে। বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন তিনি। পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রীধারী অর্জন করেন। তার পিতা খন্দকার মজিবুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী। মা আম্বিয়া বেগম ছিলেন গৃহিণী।[৩]
কর্মজীবন
সম্পাদনাজাহিদ ফারুক ছাত্রজীবনই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেন। ২০০৪ সালে তিনি কর্নেল পদে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।[১][৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনাজাহিদ ফারুক ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে হয়ে বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।[১][৩]
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[২][৩]
তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বরিশাল-৫ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।[২] তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "জাহিদ ফারুক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গ "জাহিদ ফারুক শামীম"। প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ "প্রথমবার এমপি হয়ে প্রতিমন্ত্রী"। জাগোনিউজ২৪.কম। ৬ জানুয়ারি ২০১৯। ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।