জাহানাবাদ এক্সপ্রেস
বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা
জাহানাবাদ এক্সপ্রেস (ট্রেন নং ৮২৫/৮২৬) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।[১][২] ট্রেনটিতে মোট ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী। ১১টি বগিতে ৭৬৮টি আসন সংখ্যা রয়েছে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করে।[৩][৪]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ২৪ ডিসেম্বর ২০২৪ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা |
বিরতি | |
শেষ | ঢাকা |
ভ্রমণ দূরত্ব | ২১২ কিলোমিটার (১৩২ মা) |
যাত্রার গড় সময় | ৩ ঘন্টা ৪৫ মিনিট |
পরিষেবার হার | ২ |
রেল নং | ৮২৫/৮২৬ |
কারিগরি | |
গাড়িসম্ভার | ১২/১৪ |
রেক ভাগকরণ | রূপসী বাংলা এক্সপ্রেস |
সময়সূচী
সম্পাদনাট্রেন
নং |
প্রান্তিক
স্টেশন |
ছাড়ার
সময় |
গন্তব্য
স্টেশন |
পৌছার
সময় |
সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৮২৫ | খুলনা | ০৬:০০ | ঢাকা | ০৯:৪৫ | সোমবার |
৮২৬ | ঢাকা | ২০:০০ | খুলনা | ২৩:৪০ |
সময়সূচী পরিবর্তনশীল বিধায় বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী জানা যেতে পারে
যাত্রাবিরতি
সম্পাদনাঅনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকর। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্যাদি জানা যেতে পারে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন ছুটবে ২৪ ডিসেম্বর"। দৈনিক ইত্তেফাক। ২০২৪-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
- ↑ "পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে খুলনা ও বেনাপোলে আরও ২ জোড়া ট্রেন"। ডেইলি স্টার (বাংলা)। ২০২৪-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
- ↑ "খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন 'জাহানাবাদ এক্সপ্রেস' চলাচল শুরু"। সমকাল। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন 'জাহানাবাদ এক্সপ্রেস' চলাচল শুরু"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।