জাভাই ভাষা

অস্ট্রোনেশীয় ভাষা
(জাভানীয় ভাষা থেকে পুনর্নির্দেশিত)

জাভাই ভাষা (জাভানীয়: basa Jawa, আকসারা জাউয়া: ꦧꦱꦗꦮ, পেগন লিপিতে: بَاسَا جَاوَا) একটি অস্ট্রোনেশীয় ভাষা। এটি মূলত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও এর আশেপাশের দ্বীপগুলিতে প্রায় ৮ থেকে ১০ কোটি লোকের মুখের ভাষা। মালয়েশিয়াতেও এর প্রচলন আছে। এটি সর্বাধিক সংখ্যক বক্তাবিশিষ্ট অস্ট্রোনেশীয় ভাষা।

জাভাই
Basa Jawa
ꦧꦱꦗꦮ
بَاسَا جَاوَا
বাসা জাউয়া
অঞ্চলজাভা (ইন্দোনেশিয়া), সুরিনাম, নুভেল কালেদোনি
মাতৃভাষী
৮-১০ কোটি (দ্বিতীয় ভাষাভাষীদের গণনায় ধরে)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১jv
আইএসও ৬৩৯-২jav
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
jav – জাভাই
jvn – ক্যারিবীয় জাভাই
jas – নুভেল কালেদোনীয় জাভাই
osi – ওসিং
tes – তেঙ্গার
কালো সবুজ হচ্ছে অধিক ভাষাভাষী এবং উজ্জ্বল সবুজ হচ্ছে অল্প ভাষাভাষী অঞ্চল
ভাষা শুনুন

ভাষাটি ঐতিহ্যবাহী জাভাই লিপিতে লেখা হয়। লিপিটি দক্ষিণ ভারতে ভাষাটির উৎপত্তি। বর্তমানে অবশ্য ভাষাটি লিখতে রোমান লিপির প্রচলন বেড়েছে। ভাষাটি এক সময় জাউই-ভিত্তিক পেগোন লিপিতেও লিখা হতো। জাভাই ভাষার সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। ৮ম শতক থেকে এর প্রাচীন সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে।

বর্তমানে ইন্দোনেশিয়ার মালয়-ভিত্তিক বাহাসা ইন্দোনেশিয়া ভাষার কারণে ভাষাটির গুরুত্ব হ্রাস পেয়েছে।