২৩ জানুয়ারি

তারিখ
(জানুয়ারি ২৩ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

২৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩তম দিন। বছর শেষ হতে আরো ৩৪২ (অধিবর্ষে ৩৪৩) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

সম্পাদনা

মৃত্যু

সম্পাদনা
  • ১০০২ - রোমান সম্রাট তৃতীয় অটো।
  • ১৮০৬ - ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিট(ছোট পিট)।
  • ১৮৫৯ - কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।(জ.০৬/০৩/১৮১২)
  • ১৯০৯ - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।(জ.১০/০২/১৮৪৭)
  • ১৯৪৪ - রাশিয়ান কবি ভিক্টর গুসেভ।
  • ১৯৫৬ - হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও প্রযোজক আলেকজান্ডার কোর্ডা।
  • ১৯৭৬ - আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন
  • ১৯৮৩ - ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক।
  • ১৯৮৯ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।
  • ২০০৩ - আমেরিকান অভিনেত্রী ও গায়ক নিল কার্টার।
  • ২০১২ - অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।
  • ২০১৫ - সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা