জলসাঘর (চলচ্চিত্র)

১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালত বাংলা চলচ্চিত্র

জলসাঘর তারাশংকর বন্দোপাধ্যায়ের কাহিনী নিয়ে ১৯৫৮ সালে নির্মিত বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের চতুর্থ চলচ্চিত্র।[] ছবির শুটিং হয় মুর্শিদাবাদ থেকে ১০ কিমি দূরে নিমতাতা গ্রামের নিমতিতা রাজবাড়ীতে। এতে অভিনয় করেছেন ছবি বিশ্বাস, পদ্মা দেবী, পিনাকী সেনগুপ্ত, গঙ্গাপদ বসু, কালী সরকার, এবং উস্তাদ বিসমিল্লাহ খান। চলচ্চিত্রটি ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বভারতীয় মেধার সনদশ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেধার সনদ অর্জন করে।[]

জলসাঘর
জলসাঘর (চলচ্চিত্র) এর পোস্টার.jpeg
জলসাঘর এর পোস্টার
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকসত্যজিৎ রায়
চিত্রনাট্যকারসত্যজিৎ রায়
উৎসতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
জলসাঘর
শ্রেষ্ঠাংশেছবি বিশ্বাস
পদ্মা দেবী
পিনাকি সেনগুপ্ত
গঙ্গাপদ বসু
তুলসী লাহিড়ী
কালি শঙ্কর
ওস্তাদ ওহিদ খান
রোশন কুমারী
বেগম আখতার
সুরকারবিলায়েত খাঁ
চিত্রগ্রাহকসুব্রত মিত্র
সম্পাদকদুলাল দত্ত
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১০ অক্টোবর ১৯৫৮ (1958-10-10) (ভারত)
স্থিতিকাল১০০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

কাহিনীর পুরোটাজুড়েই আছে জমিদার বিশ্বম্ভর বাবুর পতন। অতীত জমিদারির প্রচন্ড দাপট আর নেই। কিন্তু জমিদার বাবুর দম্ভ ও অহংকার আছে। ছবিতে জামিদারের অহংকারকে একটু নমনীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। জমিদারের সংগীতের প্রতি অনুরাগ আছে। গল্পের শেষে বিশ্বম্ভর বাবুর করুন পরিনতি দেখান হয়।

অভিনয়

সম্পাদনা
  • ছবি বিশ্বাস – বিশ্বম্ভর রায়
  • পদ্মা দেবী – মহামায়া, রায়ের স্ত্রী
  • পিনাকি সেন গুপ্ত – খোকা, রায়ের ছেলে
  • গঙ্গাপদ বসু – মাহিম গাঙ্গুলি, প্রতিবেশী
  • তুলসী লাহিড়ী – রায়ের স্টেট ম্যানেজার
  • কালি শঙ্কর – অনন্ত, রায়ের চাকর
  • ওস্তাদ ওয়াহেদ খান – ওস্তাদ উজির খান, গায়ক
  • রোশন কুমারী – কৃষ্ণা বাঈ, নর্তকী
  • বেগম আখতার – দুর্গা বাঈ, গায়িকা

পুরস্কার

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র.
১৯৫৯ ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বভারতীয় মেধার সনদ সত্যজিৎ রায় বিজয়ী []
শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেধার সনদ সত্যজিৎ রায় বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪ 
  2. "6th National Film Awards"। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা