অরোরা ফিল্ম করপোরেশন

অরোরা ফিল্ম করপোরেশন হল ভারতের কলকাতা ভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি। এই কোম্পানিটি মূলত বাংলা ভাষার চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত। অরোরা প্রযোজিত ও পরিবেশিত একাধিক বাংলা ভাষার চলচ্চিত্র মাইলফলক অর্জন করেছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল পথের পাঁচালী (১৯৫৫) ও অপরাজিত (১৯৫৬)।[]

অরোরা ফিল্ম করপোরেশন
ধরনব্যক্তি মালিকানাধীন কোম্পানি
শিল্পচলচ্চিত্র প্রযোজনা
প্রতিষ্ঠাকাল১৯০৬
সদরদপ্তরলেলিন সরণি, কলকাতা, ভারত

ইতিহাস

সম্পাদনা

অনাদিনাথ বসু ১৯০৬ সালে অরোরা ফিল্ম করপোরেশন প্রতিষ্ঠা করেন।[] কোম্পানিটি সে সময়ে বাংলার বিভিন্ন স্থানে চলচ্চিত্র, জাদু ও নাটক দেখাতো।[][] কোম্পানিটি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্রও নির্মাণ করেছিল, সেগুলোতে নারী নৃত্যশিল্পীরা অভিনয় করেছিল এবং হস্ত-ক্যামেরা দিয়ে চিত্রধারণ করা হয়েছিল। এছাড়া কোম্পানিটি নিউজরিল তৈরি শুরু করে এবং বিদেশ থেকে চলচ্চিত্র আমদানি শুরু করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সেনগুপ্ত, চন্দক (১৬ নভেম্বর ২০০৯)। "Apu-In-The-Word"আউটলুক। পৃষ্ঠা ২-৫। ২৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০ 
  2. গুপ্তু, শর্মিষ্ঠা (২৯ অক্টোবর ২০১০)। Bengali Cinema: 'An Other Nation'। রুটলেজ। পৃষ্ঠা 18। আইএসবিএন 978-0-203-84334-5 
  3. ভট্টাচার্য, সি. এস. (৮ জুলাই ২০১২)। "Aurora's aura"দ্য সানডে ইন্ডিয়ান। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০