জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (অ্যাডভান্সড)
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (অ্যাডভান্সড) (ইংরেজি: JEE Advanced) ভারতের অন্যতম কঠিন পরীক্ষা। এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কর্তৃক সারাদেশে পরিচালনা করা হয় । এই পরীক্ষা পদ্ধতি জয়েন্ট এডমিশন বোর্ড (JAB) কর্তৃক পরিকল্পনা করা হয়। জেইই মেইন এর থেকে উত্তীর্ণ ( কাট অফ মার্ক বা তার বেশি মার্ক প্রাপ্ত) প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করে। অনলাইনে ব্যাচেলর প্রক্রিয়ার বা অলিম্পিয়াড এক্সাম থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে আইআইটি তে ভর্তির একমাত্র পথ ছিল জেইই অ্যাডভান্সড এক্সাম।
সংক্ষেপ | জেইই-অ্যাডভান্সড (পূর্বনাম: আইআইটি-জেইই) |
---|---|
ধরন | কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) |
উন্নতিকারক / পরিচালক |
|
পরীক্ষার বিষয়সমূহ |
|
উদ্দেশ্য | সর্বমোট ২৩ টি আইআইটিতে IITs প্রকৌশল বিদ্যায় স্নাতক কোর্সে undergraduate in Engineering, বিজ্ঞান বিভাগে স্নাতক কোর্সে Bsc or BS-MS in Science and পুরাতত্ত্ব বিদ্যায় স্নাতক কোর্সে B.Arch ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। |
প্রথম গ্রহণ | ১৯৬১ |
পরীক্ষার সময় | একটি পেপার তিন ঘন্টা করে মোট ছয় ঘন্টা |
যতবার হয় | বছরে একবার |
বাধানিষেধ | পরপর দু বছরের সর্বোচ্চ দুটি অ্যাটেম্প্ট |
দেশ / অঞ্চল | ভারত |
ভাষা | |
পরীক্ষার্থীদের বার্ষিক সংখ্যা | ১৮০,২০০ (২০২৪)[১] |
যোগ্যতা |
|
ফি |
|
উত্তীর্ণের হার | ২৬.৭৭% |
ওয়েবসাইট | jeeadv |
ইতিহাস
সম্পাদনাসিলেবাস
সম্পাদনাগণিত
সম্পাদনাউচ্চতর বীজগণিত ( রৈখিক বীজগণিত , সমন্বয়বিদ্যা , সম্ভাবনা তত্ত্ব ( শর্তসাপেক্ষ সম্ভাবনা তত্ত্ব , মোট সম্ভাবনার নীতি , বেইজের উপপাদ্য - এর মত বিষয় ), জ্যামিতি , স্থানাঙ্ক ব্যবস্থা (বিন্দু ও রেখা , বৃত্ত , অধিবৃত্ত , উপবৃত্ত , পরাবৃত্ত) , ত্রিকোণমিতি ( বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকের মত বিষয়), বীজগাণিতিক অপেক্ষক , সূচকীয় অপেক্ষক , বিপরীত সূচকীয় অপেক্ষক , নিকটতম ক্ষুদ্রতর পূর্ণসংখ্যা অপেক্ষক , ভগ্নাংশ অপেক্ষক , সাংখ্যচিহ্ন অপেক্ষক , প্রতিসম এবং বিপ্রতীপ অপেক্ষক , পুনরাবৃত্ত অপেক্ষক , যৌগিক অপেক্ষক , বিপরীত অপেক্ষক , সীমা , কোনো অপেক্ষকের অন্তরকলন , অপেক্ষকের ধারাবাহিকতা ও অন্তরকলনযোগ্যতা পর্যবেক্ষণ , অন্তরকলন এবং তাদের ব্যবহার (অপেক্ষকের লেখচিত্রের একটি বিন্দুর উপর স্পর্শক এবং উল্লম্ব , বক্রের অন্তর্বর্তী কোণ , রোলের উপপাদ্য , মধ্যমান উপপাদ্য , অপেক্ষকের গতানুগতিকতা , অপেক্ষকের উচ্চবিন্দু এবং নিম্নবিন্দু) , বিপরীত অন্তরকলন বা অনির্দিষ্ট সমাকলন , নির্দিষ্ট সমাকলন , বক্ররেখা এবং অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ধারণ , অন্তরকলন সম্বন্ধীয় সমীকরণ
পদার্থবিজ্ঞান
সম্পাদনাসাধারণ পদার্থবিজ্ঞান, নিউটনীয় বলবিজ্ঞান, প্রবাহী বলবিজ্ঞান, তাপগতিবিদ্যা, শব্দ ও দোলন, তড়িৎচুম্বকত্ব, স্থিরতড়িৎ, চলতড়িৎ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আধুনিক পদার্থবিজ্ঞান (তেজস্ক্রিয়তা, সাধারণ কোয়ান্টাম বলবিজ্ঞান, নিউক্লীয় পদার্থবিজ্ঞান, অর্ধপরিবাহী), আলোকবিজ্ঞান (জ্যামিতিক ও তরঙ্গ)।
রসায়ন
সম্পাদনাভৌত রসায়ন (স্টোচিওমেট্রি, তাপগতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্য, দ্রবণ, তড়িৎ-রসায়ন
অজৈব রসায়ন (পারমাণবিক গঠন, রাসায়নিক বন্ধন এবং অনুর গঠন, জারন-বিজারণ বিক্রিয়া, অজৈব এসিড, পর্যায় সারণী ও বিভিন্ন ব্লক(s,p,d,f), সবর্গীয় যৌগ (Coordination Compound))
জৈব রসায়ন (জৈব যৌগের নামকরণ, আইসোমেরিজম, ইলেক্ট্রমেরিক ইফেক্ট (ইনডাকশন, হাইপার কনজুগেশন, রেজোন্যান্স), অ্যারোম্যাটিসিটি, হাইড্রোকার্বন, হ্যালোঅ্যালকেন ও হ্যালোঅ্যারিন, অ্যালকোহল, ইথার, ফেনল, অ্যালডিহাইড ও কিটোন, জৈব এসিড, নাইট্রোজেনযুক্ত জৈবযৌগ,জৈব অণু, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জৈব যৌগ ও ওষুধ)
পরিবেশ রসায়ন
বছরভিত্তিক আয়োজক
সম্পাদনাপরীক্ষাটি পর্যায়ক্রমে সাতটি আই আই টি দ্বারা পরিচালিত হয়: রুরকি, খড়গপুর, দিল্লি, কানপুর, বোম্বে, মাদ্রাজ এবং গুয়াহাটি।
বছর | আয়োজক |
---|---|
২০০৬ | আইআইটি খড়গপুর |
২০০৭ | আইআইটি বোম্বাই |
২০০৮ | আইআইটি রুরকি |
২০০৯ | আইআইটি গুয়াহাটি |
২০১০ | আইআইটি মাদ্রাস |
২০১১ | আইআইটি কানপুর[২] |
২০১২ | আইআইটি দিল্লি[৩] |
২০১৩ | আইআইটি দিল্লি[৪] |
২০১৪ | আইআইটি খড়গপুর[৫] |
২০১৫ | আইআইটি বোম্বাই[৬] |
২০১৬ | আইআইটি গুয়াহাটি[৭] |
২০১৭ | আইআইটি মাদ্রাস[৮] |
২০১৮ | আইআইটি কানপুর[৯] |
২০১৯ | আইআইটি রুরকি[১০] |
২০২০ | আইআইটি দিল্লি[১১] |
২০২১ | আইআইটি খড়গপুর[১২] |
২০২২ | আইআইটি বোম্বাই[১৩] |
২০২৩ | আইআইটি গুয়াহাটি[১৪] |
২০২৪ | আইআইটি মাদ্রাজ[১৫] |
২০২৫ | আইআইটি কানপুর |
২০২৬ | আইআইটি রুরকি |
২০২৭ | আইআইটি দিল্লি |
অনেকের[কে?] মধ্যে ভুল ধারণা রয়েছে যে প্রশ্নপত্রের গুণমান এবং তা ছাত্রদের কাছে কতটা কঠিন মনে হবে তা নির্ভর করে কোন আইআইটি পরীক্ষা পরিচালনা করবে তার ওপর। অনেকে[কে?] ভাবেন যে মাদ্রাজ বা বোম্বাই পরীক্ষা পরিচালনা করলে সে বছর প্রশ্নপত্র কঠিন হবে , আবার খড়গপুর বা গুয়াহাটি আইআইটি পরীক্ষা পরিচালনা করলে প্রশ্নপত্র সহজ হবে। তবে এ ধারণা ভুল। জেইই অ্যাডভান্সড পরীক্ষার প্রশ্নপত্র কোন একটি আইআইটি তৈরি করে না, বরং একটি প্যানেলে বিভিন্ন আইআইটির সদস্যরা মিলে প্রশ্নপত্র তৈরি করেন। তাই কোন বছর কোন আইআইটি পরীক্ষা পরিচালনা করবে তার উপর প্রশ্নপত্রের মান নির্ভর করে না।
পরীক্ষা পদ্ধতি
সম্পাদনাজেইই (অ্যাডভান্সড) প্রতিটি তিন ঘন্টার দুটি পত্রে হয় - পত্র-১ এবং পত্র-২, (উভয় পত্রই বাধ্যতামূলক) উভয় পত্রেই তিনটি বিষয়- পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থেকে প্রশ্ন থাকে। পরীক্ষার ধরন, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর এবং মার্কিং স্কিম আয়োজক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে প্রতি বছরে পরিবর্তিত হয়,। প্রতিটি থেকে গড়ে প্রায় ৩৬-৩৮টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
সেকশন | প্রশ্নের প্রকৃতি | নম্বর বিভাজন |
---|---|---|
১ | ৪ একটি সঠিক উত্তর বিশিষ্ট এমসিকিউ |
|
২ | 3 question stems with 2 questions per stem (numerical answers with two decimal places) |
|
৩ | ৬ বহুসঠিক উত্তর বিশিষ্ট এমসিকিউ |
|
৪ | ৩ শূন্যস্থান পূরণ (উত্তরগুলি ধনাত্মক পূর্ণসংখ্যা) |
|
উত্তীর্ণ হওয়াদের প্রাপ্ত প্রতিষ্ঠান
সম্পাদনাসমালোচনা
সম্পাদনা২০১২ সালে, সুপার ৩০ এর প্রতিষ্ঠাতা এবং গণিতবিদ আনন্দ কুমার নতুন ভর্তির নিয়মের সমালোচনা করে বলেছিলেন যে দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় বিভিন্ন বোর্ডের শীর্ষ ২০% ছাত্রদের সুযোগ দেওয়ার জন্য আইআইটি কাউন্সিলের সিদ্ধান্তটি "তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত"। তিনি আরও বলেছিলেন "এই সিদ্ধান্ত অভিজাত স্কুলে পড়ার সুযোগ নেই এমন দরিদ্রদের বিরুদ্ধে যাবে "। [১৬]
পরীক্ষাটি শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতে পরিচালিত হয়; তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম, উর্দু, ওড়িয়া, বাংলা, মারাঠি, অসমীয়া, বা গুজরাটি ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য এটি অধিক কঠিন বলে সমালোচিত হয়েছে৷ ২০১১ সালের সেপ্টেম্বরে, গুজরাট হাইকোর্ট গুজরাটি সাহিত্য পরিষদের পরীক্ষা গুজরাটি ভাষায়ও পরিচালনা করার দাবি করে করা একটি জনস্বার্থ মামলায় শুনানি করে। [১৭] নভসারির সয়াজি বৈভব সার্বজনিক পুস্তকালয় ট্রাস্ট অক্টোবর মাসে এই বিষয়ে আরেকটি আবেদন করেছিল। [১৮] তামিল ভাষায় পরীক্ষা পরিচালনার জন্য মাদ্রাজ হাইকোর্টে আরেকটি আবেদন করা হয়েছিল। আবেদনে দাবি করা হয়েছিল যে আঞ্চলিক ভাষায় পরীক্ষা না নেওয়া ভারতের সংবিধানের ১৪তম অনুচ্ছেদের লঙ্ঘন। পাট্টালি মক্কাল কাচি (পিএমকে) পার্টি, তামিলনাড়ুর একটি রাজনৈতিক দল, আইআইটি-জেইই এবং অন্যান্য জাতীয় প্রবেশিকা পরীক্ষাগুলি আঞ্চলিক ভাষায়, বিশেষ করে তামিলনাড়ুতে তামিল ভাষায় পরিচালনার জন্য চেন্নাইতে একটি বিক্ষোভ করে। [১৯]
তামিল ভাষায় IIT-JEE প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য PMK মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে। তারা দাবি করেছিল যে প্রতি বছর তামিলনাড়ুতে ৭,৬৩,০০০ শিক্ষার্থী ১২ শ্রেণী উত্তীর্ণ হয়, তাদের ৭৫%ই তামিল মাধ্যম থেকে। তাদের ইংরেজি বা হিন্দিতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, যেগুলির মধ্যে কোনটিই তাদের শিক্ষার মাধ্যম বা তাদের মাতৃভাষা নয়, এবং তাই তাদের পরিচিত ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে হয়। [২০][২১] শিবসেনা এমএইচআরডিকে আইআইটি-জেইই এবং অন্যান্য জাতীয় স্নাতক প্রবেশিকা পরীক্ষা আঞ্চলিক ভাষায়, বিশেষ করে মহারাষ্ট্রের মারাঠিতে পরিচালনা করার আহ্বান জানিয়েছে। [২২]
২০১৭ সালে, সুপ্রিম কোর্ট JAB-কে চলমান কাউন্সেলিং প্রক্রিয়ায় বাধা দেওয়ার নির্দেশ দেয়। ঐ বছরের পরীক্ষায় মোট ১১ নম্বরের তিনটি প্রশ্ন ছিল যার সঠিক উত্তর অস্পষ্ট ছিল।
JEE(অ্যাডভান্সড) এর কুখ্যাত কঠিন পরীক্ষার প্যাটার্নের জন্যও সমালোচিত । উচ্চ বিদ্যালয়ের ছাত্রের পক্ষে, জিজ্ঞাসা করা প্রশ্নগুলি স্কুলে প্রচলিত শিক্ষার সুযোগের বাইরে চলে যায়, শিক্ষার্থীদের কোচিং ক্লাস বেছে নিতে বাধ্য করে। কোচিং ক্লাস শিক্ষার্থীদের জন্য চরম চাপের পরিস্থিতি তৈরি করে, ধীরে ধীরে তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। [২৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2023653 [অনাবৃত ইউআরএল]
- ↑ "IIT result 2011: Hyderabad boy Tej tops IIT-JEE 2011"। India Today (ইংরেজি ভাষায়)। মে ৩০, ২০১১। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ Biswas, Shreya। "Hundreds of fake OBC quota IIT aspirants back out of Joint Entrance Exams"। The Economic Times। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ PTI (২০১৩-০৭-২৫)। "SC transfers to itself petitions on IIT admission from Andhra high court"। mint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ kumar, n arun (২০১৪-০৭-০৪)। "Very few toppers opt for IIT-Madras"। Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "JEE (Advanced) 2015 results declared - Times of India"। The Times of India। ১৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "JEE (Advanced) 2016: Kota-based institute grabs first 3 ranks"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "IIT Madras to conduct JEE Advanced 2017"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "JEE Advanced 2018: IITs put out an extended merit list after Government order"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "JEE Advanced final answer key 2019 soon, result tomorrow"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "IIT Delhi Announces JEE Advanced 2020 Date; Adds New Exam Centre In United States"। NDTV.com।
- ↑ ANI। "JEE (Advanced) scheduled to be held on July 3"। BW Businessworld (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "JEE Advanced 2021 exam on July 3, 75% criterion for IIT admissions waived - Times of India"। The Times of India। ৮ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "JEE Advanced 2021 exam on July 3, 75% criterion for IIT admissions waived - Times of India"। The Times of India। ৮ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৮।
- ↑ "Here's what IIT Guwahati did differently in JEE Advanced 2023"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৬।
- ↑ "New format of IIT-JEE examination would go against the poor: Anand Kumar"। The Times of India। ২৭ জুন ২০১২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Sahitya Parishad demands entrance tests in Gujarati"। The Times of India। ২০১১-০৯-২১। ২০১২-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১১।
- ↑ "Another PIL seeks entrance tests in Gujarati"। The Times of India। ২০১১-১০-২১। ২০১২-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১১।
- ↑ "Conduct IIT entrance test in Tamil also: PMK"। The Hindu। Chennai, India। ৫ মার্চ ২০১২।
- ↑ "Court notice on plea for entrance exams in Tamil"। The Hindu। Chennai, India। ২১ এপ্রিল ২০১২।
- ↑ "Plea to write IIT entrance in Tamil"। Deccan Chronicle। ১০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১২।
- ↑ Khapre, Shubhangi (মার্চ ৫, ২০১১)। "Shiv Sena demands IIT entrance test in regional languages"। Daily News Analysis। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "WITHDRAWN Successful yet Suffering: Understanding the mental health status of IIT aspirants WITHDRAWN"।