জয়সিংহরাও ঘোরপদে

ভারতীয় ক্রিকেটার

জয়সিংহরাও মানসিংহরাও ঘোরপদে (উচ্চারণ; হিন্দি: जयसिंघराव घोरपडे; জন্ম: ২ অক্টোবর, ১৯৩০ - মৃত্যু: ২৯ মার্চ, ১৯৭৮) তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের পঞ্চগণি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৩ থেকে ১৯৫৯ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][][]

জয়সিংহরাও ঘোরপদে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জয়সিংহরাও মানসিংহরাও ঘোরপদে
জন্ম২ অক্টোবর, ১৯৩০
পঞ্চগণি, মহারাষ্ট্র, ব্রিটিশ ভারত
মৃত্যু২৯ মার্চ, ১৯৭৮
বরোদরা, গুজরাত, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাবোলার
সম্পর্কবরোদরার মহারাজা (ভাইপো)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭০)
১৯ ফেব্রুয়ারি ১৯৫৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২০ আগস্ট ১৯৫৯ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৮২
রানের সংখ্যা ২২৯ ২৬৩১
ব্যাটিং গড় ১৫.২৬ ২৫.৫৪
১০০/৫০ -/- ২/-
সর্বোচ্চ রান ৪১ ১২৩
বল করেছে ১৫০ ৩৫১৫
উইকেট - ১১৪
বোলিং গড় - ৩০.৮৩
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - ৬/১৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ৩৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ ফেব্রুয়ারি ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বরোদা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন জয়সিংহরাও ঘোরপদে

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

১৯৪৮-৪৯ মৌসুম থেকে ১৯৬৫-৬৬ মৌসুম পর্যন্ত জয়সিংহরাও ঘোরপদের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। খাঁটিমানের ভদ্রলোক ছিলেন জয়সিংহরাও ঘোরপদে। আক্রমণধর্মী ডানহাতি ব্যাটসম্যান ছিলেন ও লেগ ব্রেক বোলার হিসেবে চশমা পরিধান করে বোলিং করতে নামতেন।

ষাটের দশকের মাঝামাঝি সময়ে বরোদরার পক্ষে খেলতে থাকেন। ১৯৫৭-৫৮ মৌসুমে রাজস্থানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৩ রান করেন। ১৯৫২-৫৩ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সদস্যরূপে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৬/১৯ গড়েন। সমগ্র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে দুই সেঞ্চুরি সহযোগে ২৫.৫৪ গড়ে ২৬৩১ রান তুলেন। বল হাতে নিয়ে ৩০.৯১ গড়ে ১১৪ উইকেট পান।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে আটটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জয়সিংহরাও ঘোরপদে। ১৯ ফেব্রুয়ারি, ১৯৫৩ তারিখে পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০ আগস্ট, ১৯৫৯ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৫৩ সালে ভারত দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। এ সফরে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তাকে প্রেরণ করা হয়। নয় নম্বরে নেমে মূল্যবান ৩৫ রান তুলেছিলেন। চূড়ান্ত টেস্টে তিনি সময় উপযোগী ২৪ রান করেন ও দলকে সমূহ পরাজয়ের কবল থেকে রক্ষা করেন। তবে, অল-রাউন্ডার হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও পঞ্চাশের দশকে কখনো নিজেকে টেস্ট উপযোগী হিসেবে মেলে ধরতে ব্যর্থ হন।

১৯৫৫-৫৬ মৌসুমে নিউজিল্যান্ড দল ভারতে গমন করে। কলকাতায় দলের ১৩২ রানের মধ্যে ৩৯ রান তুলে শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন। ১৯৫৬-৫৭ মৌসুমে বোম্বেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন। এর দুই বছর পর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হন। ১৯৫৯ সালে ইংল্যান্ড গমনের সুযোগ পেয়েছিলেন। প্রথম-শ্রেণীর খেলাগুলোয় ২৩.৮০ গড়ে ৮৩৩ রান তুলেন। অংশগ্রহণকৃত তিন টেস্টে ১০০ রান করেন। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে দলের ১৬৮ রানের মধ্যে ৪১ রান তুলে শীর্ষ রান সংগ্রাহক হন। এটিই তার টেস্টের সর্বোচ্চ সংগ্রহ ছিল।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

খেলোয়াড়ী জীবন শেষে ভারতের জাতীয় দল নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ২৯ মার্চ, ১৯৭৮ তারিখে ৪৮ বছর বয়সে গুজরাতের বরোদরা এলাকায় হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে আকস্মিকভাবে জয়সিংহরাও ঘোরপদের দেহাবসান ঘটে। তার ভাইপো বরোদরার মহারাজা ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. List of India Test Cricketers
  2. "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "India – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা