জন্মভূমি
জন্মস্থান বা জন্মভূমি (ইংরেজি: Homeland) একটি স্থান ও সাংস্কৃতিক বিষয়ক ধারণা যেখানে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী কর্তৃক দীর্ঘদিনের ইতিহাস ও গভীর সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। এর মাধ্যমে একটি দেশে তাদের স্বতন্ত্র জাতীয়তাবোধ ও জাতিস্বত্ত্বার পরিচয় বহন করে। সাধারণ অর্থে কোন ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট জন্মস্থানকে তুলে ধরে। জন্মভূমিকে অনেক সময় পিতৃভূমি কিংবা মাতৃভূমিরূপে আখ্যায়িত করা হয়। এটি নির্ভর করে সাংস্কৃতিক এবং ভাষাগত দিকের উপর। বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্যক্তি বাংলাদেশী নামে পরিচিত হবেন অর্থাৎ বাংলাদেশ তাঁর জন্মভূমি।
মাতৃভূমি
সম্পাদনামাতৃভূমি বলতে কোন ব্যক্তির মায়ের দেশকে বুঝায়। যেমন: কোন ব্যক্তির জাতিগোষ্ঠী সংশ্লিষ্ট স্থানে অবস্থান বা অভিবাসিত হয়ে যে দেশে ভূমিষ্ঠ বা জন্মগ্রহণ করবে, তা-ই তার মাতৃভূমি। রুশ জনগোষ্ঠী একে মাদার রাশিয়া নামে তাদের দেশের স্বতন্ত্র ব্যক্তিস্বত্ত্বাকে তুলে ধরেন। অনেক রুশই বিশ্বের বিভিন্ন স্থানে রাশিয়াকে তাদের মাতৃভূমি নামে চিত্রিত করেন। ফরাসীরা লা মেরে পাত্রি নামে ফ্রান্সে বলে থাকেন; লাতিন আমেরিকানরাও একইভাবে নিজেদেরকে পরিচয় করেন। স্পেনে লা মাদ্রে পাত্রিয়া নামে বললেও তার কোন আদর্শগত অর্থ নেই।
পিতৃভূমি
সম্পাদনাকোন পিতা বা পূর্ব-পুরুষের দেশকে ফাদারল্যান্ড বা পিতৃভূমি নামে বলা হয়। এটি জাতীয়তাবাদী ধ্যান-ধারণার অন্তর্ভুক্ত; কেননা এটি কোন দেশের সাথে সম্পৃক্ত। ফাদারল্যান্ড বা ভাতারল্যান্ড পরিভাষাটি ডাচসহ জার্মানভাষী ইউরোপের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে। উইন নিরল্যান্ডস ব্লোয়েদ ১৮১৫ থেকে ১৯৩২ সালের মধ্যে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হতো যা ব্যাপক এবং উদ্দীপনামূলকভাবে ডাচ শব্দের পাশাপাশি প্রচলিত ছিল। জার্মান যুদ্ধ প্রচারণায় ভাতারল্যান্ড শব্দ ব্যবহারের পরিবর্তে ইংরেজিতে ফাদারল্যান্ডের প্রচলন ঘটে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেন ও আমেরিকার নাজিবিরোধী প্রচারণার সমূহ জবাব।
জার্মান ভাষায় পিতৃভূমিকে -
- আফ্রিকান ভাদেরল্যান্ড
- ড্যানিশীয় ফেদ্রেল্যান্ড
- ডাচ ভাদারল্যান্ড
- ফ্রিজিয়ান হেইতেল্যান
- জার্মান ভাতেরল্যান্ড
- আইসল্যান্ডিক ফুরল্যান্ড
- নরওয়েইয়ান ফেদ্রেল্যান্ড
- সুইডিশ ফাদেমেস্ল্যান্ডেট (পাশাপাশি ফস্টাল্যান্ডেট নামেও ব্যবহৃত হতো)
অন্য ব্যবহার
সম্পাদনামার্কিন যুক্তরাষ্ট্রের জন্মভূমির নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় ১১ সেপ্টেম্বর, ২০০১ তারিখে সন্ত্রাসী আক্রমণের পর বিভিন্ন ধরনের হুমকি থেকে রক্ষা পেতে গঠন করে। রিপাবলিকান পরামর্শক এবং বক্তা পেগি নুনান মন্তব্য সহযোগে আশাবাদ ব্যক্ত করেন যে,[১]
বুশ প্রশাসন এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন। হোমল্যান্ড সিকিউরিটি অনেক লোকের সাথে জড়িত। হোমল্যান্ড প্রকৃত অর্থে কোন আমেরিকান শব্দ নয়, এটি এমন কিছু নয় যা আমরা কথা বলতে ব্যবহার করব কিংবা এখন বলছি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Noonan, Peggy (জুন ১৪, ২০০২)। "OpinionJournal - Peggy Noonan"। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-০৮।
আরও পড়ুন
সম্পাদনা- Landscape and Memory by Simon Schama (Random House, 1995)