জগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লক
জগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার অন্তর্গত একটি সমষ্টি উন্নয়ন ব্লক।
জগৎবল্লভপুর | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
পশ্চিমবঙ্গে জগৎবল্লভপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪০′৪৪″ উত্তর ৮৮°০৭′০২″ পূর্ব / ২২.৬৭৮৮৯° উত্তর ৮৮.১১৭২২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হাওড়া |
লোকসভা কেন্দ্র | শ্রীরামপুর, হাওড়া |
বিধানসভা কেন্দ্র | জগৎবল্লভপুর, পাঁচলা |
আয়তন | |
• মোট | ৪৮.২২ বর্গমাইল (১২৪.৮৯ বর্গকিমি) |
উচ্চতা | ২৬ ফুট (৮ মিটার) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৫৭,৯৪১ |
• জনঘনত্ব | ৫,৩০০/বর্গমাইল (২,১০০/বর্গকিমি) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫.৩০) |
পিন | ৭১১৪০৮ (জগৎবল্লভপুর) ৭১১৪১৫ (পাতিহাল) ৭১১৪০৪ (বড়গাছিয়া) ৭১১৪১০ (মুন্সিরহাট) |
এলাকা কোড | ০৩২১৪ |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি-11, ডব্লিউবি-১২, ডব্লিউবি-১৩, ডব্লিউবি-১৪ |
সাক্ষরতার হার | ৭৯.২২% |
ওয়েবসাইট | http://howrah.gov.in/ |
ভূগোল
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাজগৎবল্লভপুরের অবস্থান ২২°৪০′৪৪″ উত্তর ৮৮°০৭′০২″ পূর্ব / ২২.৬৭৮৮° উত্তর ৮৮.১১৭১° পূর্ব।
জগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লকের উত্তর দিকে হুগলি জেলার জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক, পূর্ব ও দক্ষিণ দিকে ডোমজুড় ও পাঁচলা সমষ্টি উন্নয়ন ব্লক এবং পশ্চিম দিকে আমতা ১ সমষ্টি উন্নয়ন ব্লক অবস্থিত।
জেলা সদর হাওড়া থেকে জগৎবল্লভপুরের দূরত্ব ২৬ কিলোমিটার।
আয়তন ও প্রশাসন
সম্পাদনাজগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লকের আয়তন ১২৪.৮৯ বর্গ কিলোমিটার।[১] ব্লকটি জগৎবল্লভপুর থানার এক্তিয়ারভুক্ত এলাকার অন্তর্গত। সাঁকরাইল পঞ্চায়েত সমিতিতে ১৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ব্লকে মোট জনবসতিপূর্ণ গ্রামের সংখ্যা ৭৫।[২] ব্লকের সদর মুন্সিরহাট।
গ্রাম পঞ্চায়েত
সম্পাদনাজগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লক/পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলি হল: বড়গাছিয়া ১, বড়গাছিয়া ২, গোবিন্দপুর, হাঁটাল অনন্তবাটী, ইসলামপুর, জগৎবল্লভপুর ১, জগৎবল্লভপুর ২, লস্করপুর, মাজু, পাঁতিহাল, পোলেগুষ্টিয়া, শঙ্করহাটি ১, শঙ্করহাটি ২ ও শিয়ালডাঙা।[৩]
জনপরিসংখ্যান
সম্পাদনাটেমপ্লেট:BPL families in CD Blocks of Howrah district
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লকের মোট জনসংখ্যা ২৫৭,৯৪১; যার মধ্যে ১৮৬,৬৯৮ জন গ্রাম ও ৭১,২৪৩ জন শহরাঞ্চলের বাসিন্দা। পুরুষের সংখ্যা ১৩২,১৮০ (৫১%) ও নারীর সংখ্যা ১২৫,৭৬১ (৪৯%)। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ২৯,৮৯৪। তফসিলি জাতির সংখ্যা ৫৬,৮০৪ এবং তফসিলি উপজাতির ২,৬৭৭।[৪]
২০০১ সালের জনগণনা অনুযায়ী, সাঁকরাইল ব্লকের মোট জনসংখ্যা ছিল ২২৫,১৬৬, যার মধ্যে ১১৪,০৫০ জন ছিল পুরুষ ও ১১১,১১৬ জন নারী। ১৯৯১-২০০১ দশকে এই ব্লকের জনসংখ্যা বৃদ্ধির নথিভুক্ত হার ছিল ১৪.০৫ শতাংশ (উল্লেখ্য, উক্ত দশকে হাওড়া জেলা ও পশ্চিমবঙ্গের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল যথাক্রমে ১২.৭৬% ও ১৭.৮৪%)। তফসিলি জাতির সংখ্যা ছিল ৫২,৪০০ (জনসংখ্যার প্রাত এক-চতুর্থাংশ) এবং তফসিলি উপজাতির সংখ্যা ছিল ৩,৬৫৭।[১][৫]
জনগণনা নগর ও বড়ো গ্রাম
সম্পাদনাজগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লকের জনগণনা নগরগুলি হল (বন্ধনীতে ২০১১ সালের জনসংখ্যা): জগৎবল্লভপুর (৭,১১৩), কমলাপুর (৩,৩৪৮), বানকুল (6,779), মানসিংহপুর (৬,০০৪), বড়গাছিয়া (৪,৮৭২), দক্ষিণ সন্তোষপুর (১০,৬০০), পাতিহাল (১৩,৫৭৩), অনন্তবাটী (৯,১৭১), চোং ঘুরাইল (৪,৫৯৬) ও একাব্বারপুর (৫,১৮৭)।[৪]
সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লকের বড়ো গ্রামগুলি (৪,০০০+ জনসংখ্যা) হল (বন্ধনীতে ২০১১ সালের জনসংখ্যা): ইচ্ছানগরী (৪,৪৭৪), বামুনপাড়া (৫,৩৪৬), নরেন্দ্রপুর (৭,৪১৬), মধ্য সন্তোষপুর (৪,৭৩৮), শিয়ালডাঙা (৫,৬৭৩), বোহারিয়া (৪,০৩৫), সিদ্ধেশ্বর (৪,৭৬০), লস্করপুর (৮,৪৮৯), গোবিন্দপুর (১১,৬৬৫), নলদা (৪,১৬১), দ্বীপা (৪,৫৮৫), ফুলগুসতি (৫,৭৮০) ও ইসলামপুর (৭,৮১৩)।[৪]
সাক্ষরতা
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুযায়ী, ডোমজুড় সমষ্টি উন্নয়ন ব্লকের মোট সাক্ষরের সংখ্যা ১৮০,৬৬৪ (অন্যূন ছয় বছর বয়সী জনসংখ্যার ৭৯.২২%), যার মধ্যে সাক্ষর পুরুষের সংখ্যা ৯৭,৯২৫ (৫৪%) এবং সাক্ষর নারীর সংখ্যা ৮২,৭৪০ (৪৬%)।[৪] উল্লেখ্য, উক্ত জনগণনা অনুযায়ী হাওড়া জেলার সাক্ষরতার হার ছিল ৭৮.৬৬%।[৬] এবং সমগ্র রাজ্যের সাক্ষরতার হার ছিল ৭৭.০৮%।[৭] অন্যদিকে সারা দেশের সাক্ষরতার হার ছিল ৭৪.০৪%।[৭] টেমপ্লেট:Literacy in CD Blocks of Howrah district
ভাষা
সম্পাদনাএই অঞ্চলের স্থানীয় ভাষা হল বাংলা।
ধর্ম
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুযায়ী, ডোমজুড় সমষ্টি উন্নয়ন ব্লকের হিন্দু জনসংখ্যা ১৭৮,৯১৫ (মোট জনসংখ্যার ৬৯.৩৬%), মুসলমান জনসংখ্যা ৪৯,৮৬৭ (২৩.৯৬%) এবং অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা ৩,২৫৪ (১.২৬%)।[৮]
অর্থনীতি
সম্পাদনাপরিকাঠামো
সম্পাদনা২০০৩-০৪ সালের আগে সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লকে ২১১ হেক্টর অর্পিত জমি ছিল, যার মধ্যে ১৫১ হেক্টর জমি ২,৬২৫ জনের মধ্যে বণ্টিত হয়। এই ব্লকের ৭,৩৭২ হেক্টর জমিতে একাধিকবার ফলন হয়। ব্লকের মোট কৃষিজমির পরিমাণ ৭,৯৬৯ হেক্টর। ২,৭০০ হেক্টর জমি খাল দ্বারা সেচিত হয়। ২০০৪ সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী ব্লকের ৭৬টি মোজায় বৈদ্যুতিকীকরণের কাজ সমাপ্ত হয়েছে।[২]
পরিবহণ
সম্পাদনাদক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বড়গাছিয়া রেল স্টেশনের মাধ্যমে হাওড়ার সঙ্গে জগৎবল্লভপুর যুক্ত। ইতিপূর্বে এই স্টেশন পর্যন্তই রেল সংযুক্ত ছিল। ২০০০ সালে তদনীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাতিহাল, মুন্সিরহাট, মহেন্দ্রলাল নগর, মাজু ও হরিদাসপুর হয়ে আমতা পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করেন। আমতা পর্যন্ত লাইনটি একক বৈদ্যুতিকীকৃত লাইন হলেও এখানে দিনে ১০-১২টি ট্রেন চলাচল করে। ১৯৭১ সালে জাঙ্গিপাড়া ও চাঁপাডাঙা হয়ে তারকেশ্বর পর্যন্ত অপর একটি লাইন রেলমন্ত্রক অনুমোদিত করেছিল, কিন্তু এই লাইনটি তৈরি করা হয়নি।
যোগাযোগ
সম্পাদনাজগৎবল্লভপুরের এক্সচেঞ্জ কোড ৩২১৪-এর সঙ্গে নিম্নোক্ত অঞ্চলগুলিও জড়িত: অযোধ্যা, আমতা, বাগনান, বক্সিরহাট, চিত্রসেনপুর, গঙ্গাধরপুর, জগৎবল্লভপুর, কল্যাণপুর, কানপুর-পুরাস, পাঁচলা, শ্যামপুর ও উদয়নারায়ণপুর।[৯]
শিক্ষাব্যবস্থা
সম্পাদনা২০০৩-০৪ সালের হিসেব অনুযায়ী, সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লকের ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ে ২২,১৫৪ জন, ৪টি মধ্য বিদ্যালয়ে ৬১৬ জন, ১৫টি উচ্চ বিদ্যালয়ে ১২,৬৭৩জন এবং ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬,২৩১ জন শিক্ষার্থী পড়াশোনা করে। ব্লকের একটি সাধারণ কলেজে ৯৯১ জন ও ১টি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭৪ জন পড়াশোনা করে। এই ব্লকে ২৪০টি বিশেষ ও অ-প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ৩৪,৪০৪। এখানে ২টি গণ-সাক্ষরতা কেন্দ্রও আছে।[২]
স্বাস্থ্য পরিষেবা
সম্পাদনা২০০৩ সালের হিসেব অনুযায়ী, সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লকে মোট ১০৮টি শয্যাবিশিষ্ট ও ১৩ জন চিকিৎসক সম্বলিত ৬টি স্বাস্থ্যকেন্দ্র, ৪টি ক্লিনিক, ১টি ডিসপেনসারি ও ১টি হাসপাতাল আছে। ব্লকের মোট পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যা ৩৫।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Provisional Population Totals, West Bengal. Table 4"। Census of India 2001 – Howrah district। Census Commission of India। সেপ্টেম্বর ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০।
- ↑ ক খ গ ঘ "District Statistical Handbook – 2004 – Howrah" (পিডিএফ)। Tables 2.1, 2.2, 2.4 (b), 3.1, 4.4, 4.5, 8.2, 18.1, 18.3, 21.1। Bureau of Applied Economics and Statistics, Government of West Bengal। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬।
- ↑ "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"। Howrah – Revised in March 2008। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬।
- ↑ ক খ গ ঘ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৬।
- ↑ "Provisional Population Totals, West Bengal. Table 4"। Census of India 2001। Census Commission of India। সেপ্টেম্বর ২৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০।
- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ মে ২০১৬।
- ↑ ক খ "Provisional population tables and annexures" (পিডিএফ)। Census 2011:Table 2(3) Literates and Literacy rates by sex। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "C1 Population by Religious Community"। West Bengal। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৬।
- ↑ "Adjacent Area Dialling Schemes"। BSNL। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৯।