জঁ-ফিলিপ ক্রাসো
জঁ-ফিলিপ নিল স্তেপ ক্রাসো (ফরাসি: Jean-Philippe Krasso; জন্ম: ১৭ জুলাই ১৯৯৭; জঁ-ফিলিপ ক্রাসো নামে সুপরিচিত) হলেন একজন জার্মান–আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সার্বীয় ক্লাব রেড স্টার বেলগ্রেড এবং কোত দিভোয়ার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জঁ-ফিলিপ নিল স্তেপ ক্রাসো | ||
জন্ম | [১] | ১৭ জুলাই ১৯৯৭||
জন্ম স্থান | স্টুটগার্ট, কোত দিভোয়ার | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রেড স্টার বেলগ্রেড | ||
জার্সি নম্বর | ১৭ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০২, ২৪ মার্চ ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৭ সালে, ক্রাসো কোত দিভোয়ার অনূর্ধ্ব-২০ দলের হয়ে কোত দিভোয়ারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত কোত দিভোয়ারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে কোত দিভোয়ারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোত দিভোয়ারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৬ ম্যাচে ৪টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাজঁ-ফিলিপ নিল স্তেপ ক্রাসো ১৯৯৭ সালের ১৭ই জুলাই তারিখে জার্মানির স্টুটগার্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাক্রাসো কোত দিভোয়ার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে কোত দিভোয়ারের প্রতিনিধিত্ব করেছেন। কোত দিভোয়ারের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।
ক্রাসো নিজ দেশে অনুষ্ঠিত ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ঘোষিত কোত দিভোয়ারের ২৭ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[১][২][৩] যেখানে তিনি ছয় ম্যাচে ১টি গোল করেছেন;[৪][৫] এর মাধ্যমে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জয়লাভ করেছেন।[৬][৭][৮]
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ২৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কোত দিভোয়ার | ২০২২ | ৪ | ১ |
২০২৩ | ৫ | ২ | |
২০২৪ | ৭ | ১ | |
সর্বমোট | ১৬ | ৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "2023 Africa Cup of Nations – CÔTE D'IVOIRE" [২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্স – কোত দিভোয়ার] (পিডিএফ)। cafonline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "LA LISTE" [তালিকা]। facebook.com (পর্তুগিজ ভাষায়)। আইভোরীয় ফুটবল ফেডারেশন। ২৮ ডিসেম্বর ২০২৩। ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ সাহি, ত্রিস্তান (২৮ ডিসেম্বর ২০২৩)। "Côte d'Ivoire: voici les 27 Eléphants de Gasset, Zaha et des ténors font leurs adieux à la CAN 2023"। 7info.ci (ফরাসি ভাষায়)। ৭ইনফো। ২০ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Ivory Coast » Appearances Africa Cup 2024" [কোত দিভোয়ার » আফ্রিকা কাপ ২০২৪-এ অংশগ্রহণ]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Africa Cup of Nations - List of goalscorers 2024" [আফ্রিকা কাপ অব নেশন্স - গোলদাতার তালিকা 2024]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ উইলসন, জনাথন (১১ ফেব্রুয়ারি ২০২৪)। "Haller the hero as Ivory Coast seal improbable Afcon win against Nigeria" [আলের নায়ক হিসেবে নাইজেরিয়ার বিপক্ষে কোত দিভোয়ারের হয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের অসম্ভব জয়কে সম্ভব করেছে]। theguardian.com। দ্য গার্ডিয়ান। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ স্টিভেন্স, রব (১১ ফেব্রুয়ারি ২০২৪)। "Haller gives Ivory Coast victory in Afcon final" [আলের আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে কোত দিভোয়ারকে জয় এনে দিয়েছে]। bbc.com। বিবিসি স্পোর্ট। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Haller's late goal seals Ivory Coast win over Nigeria in AFCON final" [আলেরের শেষ মুহূর্তের গোলে কোত দিভোয়ার আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছে]। france24.com। ফ্রান্স ২৪। ১১ ফেব্রুয়ারি ২০২৪। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে জঁ-ফিলিপ ক্রাসো (ইংরেজি)
- সকারবেসে জঁ-ফিলিপ ক্রাসো (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জঁ-ফিলিপ ক্রাসো (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জঁ-ফিলিপ ক্রাসো (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জঁ-ফিলিপ ক্রাসো (ইংরেজি)