চ্যালেঞ্জার

বাংলাদেশী অভিনেতা (১৯৫৯-২০১০)

এএসএম তোফাজ্জল হোসেন (১৯৫৯ – ১২ অক্টোবর ২০১০; যিনি চ্যালেঞ্জার নামে পরিচিত) ছিলেন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা।[] হুমায়ূন আহমেদ পরিচালিত হাবলঙ্গের বাজার টেলিভিশন নাটকের মাধ্যমে ২০০০ সালে তিনি অভিনয়ে অভিষেক ঘটান।[] পরবর্তীতে ২০০১ সালে দুই দুয়ারী চলচ্চিত্রে একটি গৌন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনীত টেলিভিশন নাটকের সংখ্যা দুই শতাধিক।[]

চ্যালেঞ্জার
চ্যালেঞ্জার
জন্ম
এএসএম তোফাজ্জল হোসেন

১৯৫৯
মৃত্যুঅক্টোবর ১২, ২০১০(২০১০-১০-১২) (বয়স ৫১)
মৃত্যুর কারণমস্তিষ্কের ক্যান্সার
সমাধিপাইকপাড়া, ধামরাই, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাপাকিস্তানি (১৯৫৯-১৯৭১)
বাংলাদেশি (১৯৭১-২০১০)
অন্যান্য নামসাদেক
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০০ – ২০১০
সন্তান
আত্মীয়মনিরা মিঠু (বোন)

এএসএম তোফাজ্জল হোসেন ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকা শহরের খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন।[] তার ডাক নাম সাদেক।[] তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। অভিনেত্রী মনিরা মিঠু তার কনিষ্ঠ বোন।[] তার এক ছেলে ও এক মেয়ে।[]

হুমায়ূন আহমেদ পরিচালিত হাবলঙ্গের বাজার টেলিভিশন নাটকের মাধ্যমে ২০০০ সালে তিনি অভিনয় পেশায় যুক্ত হন।[][] এই নাটকে কাজ করার সময় হুমায়ূন আহমেদ তার নাম "চ্যালেঞ্জার" দিয়েছিলেন।[]

২০১০ সালের ১২ অক্টোবর ৫১ বছর বয়সে তিনি ঢাকার আদাবরের শেখেরটেকের নিজ বাসভবনে মারা যান।[] ২০০৯ সালের জুলাই মাসে তিনি মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার জন্য তিনি কিছুকাল সিঙ্গাপুরের মাউন্ট এভারেস্ট হাসপাতালে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় একমাস পর আবারো তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
চলচ্চিত্র বছর চরিত্র টীকা
দুই দুয়ারী ২০০১ ট্রেনের যাত্রী প্রথম চলচ্চিত্র
শ্যামল ছায়া ২০০৪ সহযোগী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র
লাল সবুজ ২০০৫ সোহরাব আলী
কাল সকালে মাতবর সাহেব
নয় নম্বর বিপদ সংকেত ২০০৭ করিম
দারুচিনি দ্বীপ জরির বাবা

টেলিভিশন তালিকা

সম্পাদনা
নাটক বছর পরিচালক টেলিভিশন টীকা
হাবলঙ্গের বাজার ২০০০ হুমায়ূন আহমেদ
অনাথ বাবুর ভয় ২০০৯
বৃক্ষ মানব হুমায়ূন আহমেদ
খেলা মাহফুজ আহমেদ
ভবের হাট
শওকত সাহেবের গাড়ি কেনা হুমায়ূন আহমেদ
যমুনার জল দেখতে কাল
চন্দ্র কারিগর হুমায়ূন আহমেদ
গণি সাহেবের শেষ কিছুদিন
কালা কইতর
লীলাবতী
জুতা বাবা হুমায়ূন আহমেদ
সালেক দফাদার
ওয়ারেন্ট
ঢোলবাত্তি
আজ জরির বিয়ে
খোয়াব নগর হুমায়ূন আহমেদ
চোর
রূপালি রাত্রি
পিচাশ মকবুল
পদ্ম
একটি অলৌকিক ভ্রমণ
জল তরঙ্গ
এই বর্ষায়
জিন্দা কবর
আজিজ শাহেবের পাপ
২৪ ক্যারাট ম্যান
নুরুউদ্দিন স্বর্ণপদক
উড়ে যায় বকপক্ষী ২০০৪
বাদল দিনের প্রথম কদম ফুল সাইদুল আনাম টুটুল বাংলাদেশ টেলিভিশন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Popular TV and film actor Challenger passes away"দ্য ডেইলি স্টার। অক্টোবর ১৪, ২০১০। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫ 
  2. সাজু, শাহ আলম (২০২২-১০-১২)। "চ্যালেঞ্জার নেই ১২ বছর"দ্য ডেইলি স্টার (বাংলা)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৫ 
  3. "অভিনেতা চ্যালেঞ্জার আর নেই"দৈনিক প্রথম আলো। ১২ অক্টোবর ২০১০। ২০২০-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০ 
  4. "অভিনেতা চ্যালেঞ্জারের চিরবিদায়"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১২ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০ 
  5. Shah Alam Shazu (সেপ্টেম্বর ১, ২০১৫)। "Acting comes easily to me: Monira Mithu"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা