চ্যানেল এস (বাংলাদেশী টিভি চ্যানেল)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২৪) |
লুয়া ত্রুটি মডিউল:এর_২ এর 15 নং লাইনে: bad argument #1 to 'main' (string or table expected, got nil)।
চ্যানেল এস | |
---|---|
উদ্বোধন | ১২ জুন ২০২৪ |
মালিকানা | সানশাইন টেলিভিশন লিমিটেড |
চিত্রের বিন্যাস | ইউএইচডিটিভি (এসডিটিভি সেটগুলির জন্য ১৯:৯ ৫৭৬আইতে ডাউনস্কেলকৃত) |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | সেগুনবাগিচা, ঢাকা |
ওয়েবসাইট | channels |
চ্যানেল এস হলো সংবাদ ও বিনোদনভিত্তিক বাংলা ভাষার একটি স্যাটেলাইট এবং কেবল টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির মালিক সানশাইন টেলিভিশন লিমিটেড। ১২ জুন ২০২৪ তারিখে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।[১][২] চ্যানেলটির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।[৩] চ্যানেল এস বাংলাদেশের প্রথম টেলিভিশন চ্যানেল যারা এআই প্রযুক্তি ব্যবহার করছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'চ্যানেল এস' এর যাত্রা শুরু"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
- ↑ "বর্ণাঢ্য আয়োজনে 'চ্যানেল এস' এর যাত্রা শুরু"। চ্যানেল এস। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
- ↑ "'চ্যানেল এস' এর যাত্রা শুরু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।