চৌধুরী আকমল ইবনে ইউসুফ

বাংলাদেশী রাজনীতিবিদ

চৌধুরী আকমল ইবনে ইউসুফ (১৯৪৭ - ১৯ ডিসেম্বর, ২০২১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও সাবেক সাংসদ ছিলেন।[] তিনি ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুরএবং চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য[][]

চৌধুরী আকমল ইবনে ইউসুফ
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬
পূর্বসূরীমোশাররফ হোসেন
উত্তরসূরীমোশাররফ হোসেন
কাজের মেয়াদ
২০০২ – ২০০৬
পূর্বসূরীমো. আবদুর রাজ্জাক
উত্তরসূরীনিলুফার জাফর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৭ (বয়স ৭৬–৭৭)
ফরিদপুর, বাংলাদেশ
মৃত্যু১৯ ডিসেম্বর, ২০২১
ঢাকা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

জন্ম ও পারিবারিক জীবন

সম্পাদনা

ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিভাশ । তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা এবং পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) রাষ্ট্রপতি আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার ভাই চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা।[]

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

চৌধুরী আকমল ইবনে ইউসুফ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুরএবং চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হলেও ২০০২ সালের উপ-নির্বাচন সাংসদ নির্বাচিত হন। [][]

মৃত্যু

সম্পাদনা

চৌধুরী আকমল ইবনে ইউসুফ ১৮ ডিসেম্বর, ২০২১ সালে বনানীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kamal Ibne Yusuf declared 'unwanted' in Faridpur"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ 
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. আবু মো. দেলোয়ার হোসেন (২০১২)। "চৌধুরী, ইউসুফ আলী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  5. https://www.facebook.com/rtvonline। "সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ আর নেই"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯