চিন্ময় গুহ

বাঙালি লেখক

চিন্ময় গুহ (জন্ম ১৯৫৮ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কলকাতায় ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক,[] একজন বাঙালি প্রাবন্ধিক ও অনুবাদক এবং ফরাসি ভাষা ও সাহিত্য বিশেষজ্ঞ। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নতুন দিল্লির ফরাসি দূতাবাসের প্রকাশনা বিভাগের অধিকর্তার দায়িত্ব পালন করেছেন। [] এর আগে তিনি কলকাতার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে দুই দশকেরও বেশি সময় ধরে ইংরেজি এবং আলিয়াঁস ফ্রাঁসেজ ও রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে যথাক্রমে এগারো ও পাঁচ বছর ফরাসি ভাষা পড়িয়েছেন। [][]

চিন্ময় গুহ
জন্ম (1958-09-10) ১০ সেপ্টেম্বর ১৯৫৮ (বয়স ৬৫)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাইংরেজির এমেরিটাস অধ্যাপক, প্রাবন্ধিক, অনুবাদক
ভাষাবাংলা, ইংরেজি
জাতীয়তাভারতীয়
নাগরিকত্ব ভারত
শিক্ষা প্রতিষ্ঠানসেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা (বি.এ.)
কলকাতা বিশ্ববিদ্যালয় (এম.এ.)
যাদবপুর বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
উল্লেখযোগ্য পুরস্কারশ্যভালিয়ে দে পালম জাকাদেমিক
শ্যভালিয়ে দে জার এ দে লেৎর
শ্যভালিয়ে দ্য লর্দ নাসিওনাল দ্যু মেরিত
সাহিত্য অকাদেমী পুরস্কার (২০১৯)
দাম্পত্যসঙ্গীঅনসূয়া গুহ (বেথুন কলেজে ইংরেজির অধ্যাপক)
সন্তানসুরঙ্গমা গুহ

তিনি ২০০৮ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির লীলা রায় পুরস্কার এবং ২০১৭ সালে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। ঘুমের দরজা ঠেলে প্রবন্ধ সংকলনের জন্য তিনি ২০১৯ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ফরাসি সরকারের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রক তাঁকে ২০১০, ২০১৩ ও ২০১৯ সালে তিনবার নাইট উপাধিতে ভূষিত করে। ফ্রান্সের রাষ্ট্রপতি আন্তঃসংস্কৃতিক বিনিময়ে অবদানের জন্য তাঁকে শ্যভালিয়ে দ্য লর্দ নাসিওনাল দ্যু মেরিত উপাধি প্রদান করেন। ২০১০ সালে পান ডিরোজিও দ্বিশতবার্ষিকী পুরস্কার।

শিক্ষা

সম্পাদনা

চিন্ময় গুহ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টি.এস. এলিয়টের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি এক বছরের জন্য শিক্ষক ফেলো ছিলেন। []

তিনি ফ্রান্স, ব্রিটেন ও সুইজারল্যান্ডে গবেষণা করেছেন। তিনি রম্যাঁ রলাঁ ও ভারতবর্ষ তথা অন্যান্য বিষয়ে বক্তৃতা দিয়েছেন ফ্রান্সের বুলন-বিয়াঁকুর (২০০২), য়্যুনিভের্সিতে দাভিন্যঁ (২০০৪), ইনালকো (২০০৯), সিতে য়্যুনিভের্সিতে (২০০৯), এবং সরবন বিশ্ববিদ্যালয়ে (২০১৫)। তিনি প্যারিসের (২০০৯ ও ২০১৩) ফঁদাসিয়ঁ মেজঁ দে সিয়াঁস দ্য লমে ভিজিটিং প্রফেসর ছিলেন। []

কর্মজীবন

সম্পাদনা

বর্তমানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস প্রফেসর। তিনি বিভাগের প্রাক্তন প্রধানও ছিলেন এবং বর্তমানে তিনি ইংরেজিতে পিএইচডি প্রোগ্রামের চেয়ারম্যান। তিনি প্যারিস-সরবন বিশ্ববিদ্যালয়, প্যারিস বিশ্ববিদ্যালয় ৭ দনি দিদেরো, স্কটল্যান্ডের এডিনবরা নেপিয়ার বিশ্ববিদ্যালয়, সেন্ট জনস কলেজ, অক্সফোর্ড, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, উরস্টার ইউনিভার্সিটি কলেজ, ফ্রান্সের আভিন্যঁ বিশ্ববিদ্যালয়, অ্যাঁস্তিত্যু দে লাঁগ জরিয়াঁতাল, প্যারিস ও অন্যান্য একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন।

সাহিত্যমূলক ক্রিয়াকলাপ

সম্পাদনা
 
জাক দেরিদার সঙ্গে চিন্ময় গুহ

তিনি মলিয়ের-এর জর্জ দাঁদ্যাঁ নাটকের অনুবাদ করেন। এটি বাংলাদেশের আলিয়াঁস ফ্রাঁসেজ দ্য চিটাগং-এর দ্বারা মঞ্চস্থ হয় এবং ২০০৯ সালে একটি পুরস্কার লাভ করে। []

টাইমস হায়ার এডুকেশন সাপ্লিমেন্ট -এ তাঁর হোয়্যার দ্য ড্রিমস ক্রস: টি.এস. এলিয়ট অ্যান্ড ফ্রেঞ্চ পোয়েট্রি বইটি উচ্চ প্রশংসিত হয়।

পুরস্কার

সম্পাদনা

তথ্যচিত্র

সম্পাদনা

তিনি সেন্ট্রাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অব ভাষা মন্দাকিনী প্রকল্পের উদ্যোগে নির্মিত বেশ কয়েকটি তথ্যচিত্রের কথক হিসেবে কাজ করেছেন। [] তথ্যচিত্রগুলির বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, বিভূতিভূষণ মুখোপাধ্যায়বুদ্ধদেব বসুঅরুণ মিত্র[১৫]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Teachers-Profile-chinmoy"। Caluniv.ac.in। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  2. "French honour for Professor Chinmoy Guha – Times of India"। Timesofindia.indiatimes.com। ১৮ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  3. "PASSERELLE : Chinmoy Guha, les littératures au cœur"। Le Mauricien। ৫ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  4. "CONFERENCE DU PROFESSEUR CHINMOY GUHA | CitĂŠ internationale universitaire de Paris"। 193.52.24.107। ২৪ নভেম্বর ২০০৯। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  5. "Teachers' Profile of Professor Chinmoy Guha"। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  6. "Fondation Maison des sciences de l'homme: Chercheurs invités DEA"। Msh-paris.fr। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  7. "Int'l French Theatre Festival ends on a positive note"। thedailystar.net। ২২ এপ্রিল ২০০৯। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  8. "Details"। Epaper.telegraphindia.com। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  9. "French honour for CU professor"The Times of India। ৪ এপ্রিল ২০১০। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  10. "Dr. Chinmoy Guha's speech on Leela Roy's birth centenary Part-5"। YouTube। ১২ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  11. "Dr Chinmoy Guha conferred "Chevalier de l'Ordre national du Mérite""। Consulate General of France in Calcutta। ৩০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  12. "ফ্রান্সের সম্মান চিন্ময় গুহকে"। Ei Samay। ১৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "Sahitya Akademi Press Release 2019" (পিডিএফ)Sahitya Akademi 
  14. "বাংলায় অকাদেমি পেলেন চিন্ময় গুহ"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ১৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  15. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১