চাঁচল বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
চাঁচল (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
চাঁচল | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২৩′ উত্তর ৮৭°৫৯′ পূর্ব / ২৫.৩৮৩° উত্তর ৮৭.৯৮৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মালদা |
কেন্দ্র নং. | ৪৫ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৭. মালদা উত্তর |
নির্বাচনী বছর | ১৭১,০৭৯ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৪৫ নং চাঁচল বিধানসভা কেন্দ্রটি চাঁচল-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং বারুই, খুশিধা, রাশিদাবাদ এবং তুলসীহাট্টা গ্রাম পঞ্চায়েত হরিশচন্দ্রপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
চাঁচল বিধানসভা কেন্দ্রটি ৭ নং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | চাঁচল | আসিফ মেহবুব | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
পূর্ববর্তী বছরগুলিতে বিধায়কের এলাকা খার্বা (বিধানসভা কেন্দ্র) দেখুন।
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের আসিফ মেহবুব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর আঞ্জুমান আরা বেগমকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | আসিফ মেহবুব | ৬৮,৫৮৬ | ৪৮.৬৯ | ||
সিপিআই(এম) | আঞ্জুমান আরা বেগম | ৫৪,৩৯৯ | ৩৮.৬২ | ||
বিজেপি | শীতল প্রসাদ চক্রবর্তী | ১১,০০২ | ৭.৮১ | ||
নির্দল | জয়ন্ত কুমার সিনহা | ২,৮৬৭ | |||
নির্দল | আব্দুল খালেক | ২,৪০৫ | |||
বিএসপি | ডলি চৌধুরী রায় | ১,৫৯৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৪০,৮৫২ | ৮২.৩৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Chanchal (ইংরেজি ভাষায়)। Empowering India। ২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১১।