চর অষ্টধর ইউনিয়ন

শেরপুর জেলার নকলা উপজেলার একটি ইউনিয়ন

৮নং চর অষ্টধর ইউনিয়ন বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলার একটি ইউনিয়ন।[]

অবস্থান

সম্পাদনা

এটি নকলা উপজেলার একটি ইউনিয়ন। এই এলাকার উপর দিয়ে বয়ে চলছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। পশে চন্দ্রকোনা, পাঠাকাটা রামভদ্রপুর,অষ্টধর পিয়ারপুর,নরুন্দি ইউনিয়ন অবস্থিত।

এই ইউনিয়নের বাসিন্দারা বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি, সরকারি-বেসরকারি, খামারীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন।

শিক্ষা

সম্পাদনা

এই ইউনিয়নে শিক্ষার গড় হার ৪৪.৮০%; পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪৬.৩০% এবং মহিলাদের মধ্যে ৪২.৫০%(আনুমানিক)

  • মাধ্যমিক বিদ্যালয় - ৪টি, এর মধ্যে কাজাইকাটা উচ্চ বিদ্যালয়, নারায়াণখোলা উচ্চ বিদ্যালয়,নারায়ণ খোলা দক্ষিণ আদর্শ উচ্চ বিদ্যালয়
  • প্রাথমিক বিদ্যালয় - ১৭টি,
  • মাদ্রাসা - ১২টি।

স্বাস্থ্য

সম্পাদনা

এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

এখানকার যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, ঢাকা মহাখালী হতে বাস দিয়ে ময়মনসিংহ ফুলপুর,তারাকান্দা নকলা হয়ে আসা যায়। অপরদিকে ঢাকা কমলাপুর ও জামালপুর জেলা থেকে রেলপথে পিয়ার পুর রেলস্টেশন থেকে ডিঙ্গি নৌকায় ব্রম্মপুত্র নদ পার হয়ে স্বল্প সময়ে আসা যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চরঅষ্টধর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০