অষ্টধার ইউনিয়ন

ময়মনসিংহ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

অষ্টধার ইউনিয়ন‌ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার একটি ইউনিয়ন।[]

অষ্টধার
ইউনিয়ন
অষ্টধার ইউনিয়ন পরিষদ।
অষ্টধার ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
অষ্টধার
অষ্টধার
অষ্টধার বাংলাদেশ-এ অবস্থিত
অষ্টধার
অষ্টধার
বাংলাদেশে অষ্টধার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব / ২৪.৭৪৯১৭° উত্তর ৯০.৪২০৮৩° পূর্ব / 24.74917; 90.42083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাময়মনসিংহ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: এমদাদুল হক আরমান
আয়তন
 • মোট১২.৭০ বর্গকিমি (৪.৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৭,১২৪
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার(২০০১)
 • মোট৪০ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

অধিভুক্ত গ্রাম:

  • অষ্টধার
  • কুঠুরাকান্দা
  • উপড়া পাড়া
  • বালিয়াপাড়া
  • কায়দাপাড়া
  • সেনরচর
  • তারাপুর সেনরচর
  • রেহাই তারাপুর
  • নিমতলা
  • চরশশা
  • ভূগলী
  • কাউনিয়া
  • ঝাপারকান্দা
  • মহিষমারী
  • পান্ডাপাড়া

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন – ১২.৭০ (বর্গ কিঃ মিঃ),২০১১ সালের আদম শুমারি অনুযায়ী লোকসংখ্যা – ২৭১২৪ জন (প্রায়)। গ্রামের সংখ্যা – ১৪টি, মৌজার সংখ্যা – ১৩ টি, হাট/বাজার সংখ্যা -৩ টি।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১৩টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়- ২টি,মাধ্যমিক বিদ্যালয়-০২টি,মাদ্রাসা-১৭ টি,কলেজ- ০১ টি। অষ্টধার আলিম সিনিয়র মাদরাসা এবং চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কলেজ।

যোগযোগ ব্যবস্থা

সম্পাদনা

ময়মনসিংহ সদর উপজেলা থেকে অষ্টধার ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা হলো, ট্রেন, সি.এন.জি অটো।

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: এমদাদুল হক আরমান
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ মরহুম আক্তার আলী
০২ মরহুম আইন উদ্দিন মাষ্টার
০৩ মরহুম মন্টু মিয়া
০৪ ওয়াজেদ আলী
০৫ মো: নূর আহাম্মদ সরকার
০৬ মো: আব্দুল কাদের
০৭ মো: সফিকুল হক বাবলু
০৮ তারেক হাসান
০৯ এমদাদুল হক আরমান ২০২২-বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অষ্টধার ইউনিয়ন‌"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০