চন্দ্রাবতী কথা
চন্দ্রাবতী কথা (ইংরেজি শিরোনামঃ The Tales of Chandrabati) ষোড়শ শতকের প্রেক্ষাপটে নির্মিত আত্মজীবনীমূলক বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১] মৈয়মনসিংহ গীতিকার কবি নয়ানচাঁদ ঘোষের চন্দ্রাবতী পালা[২] অবলম্বনে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী'র জীবনালেখ্য নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে প্রাপ্ত সরকারি অনুদান এবং ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর যৌথ প্রযোজনায় ছায়াচিত্রটি নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী।[৩] চলচ্চিত্রটির কাহিনি নিয়ে গবেষণা, প্রাক-প্রযোজনা, চিত্রগ্রহণ ও সম্পদনাসহ সম্পূর্ণ নির্মাণে পাঁচ বছর সময় লাগে।[৪] চন্দ্রাবতীর জীবনী ছাড়াও ছায়াছবিতে সেসময়ের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, ঘটনার চিত্রায়ন দেখানো হয়েছে।[৫] চন্দ্রাবতীর চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল।[৬][৭] এছাড়া অন্যান্য ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, এহসান রহমান বর্ষণ ইমতিয়াজ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
চন্দ্রাবতী কথা The Tales of Chandrabati | |
---|---|
পরিচালক | এন রাশেদ চৌধুরী |
চিত্রনাট্যকার | এন রাশেদ চৌধুরী |
উৎস | চন্দ্রাবতী পালা মৈমনসিংহ গীতিকা |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সাত্যকি ব্যানার্জী |
চিত্রগ্রাহক | সায়িদ কাশেফ শাহবাজী |
সম্পাদক | শঙ্খজিত বিশ্বাস সমীর আহমেদ |
প্রযোজনা কোম্পানি | ম্যানগ্রোভ পিকচারস বেঙ্গল ক্রিয়েশন্স |
পরিবেশক | বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রেক্ষাগৃহে মুক্তির পূর্বে ২০১৯ সালের ৯ নভেম্বর, ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চন্দ্রাবতী কথা'র প্রথম প্রদর্শনী হয়।[৩][৮] চলচ্চিত্রটি ভারত ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর, ২০২১ সালের ১৫ অক্টোবর চলচ্চিত্রটি বাংলাদেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯] মুক্তির পর চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্রনির্মাতাদের প্রশংসা অর্জন করে।
গল্পসূত্র
সম্পাদনাষোড়শ শতকের পূর্ব বাংলার হাওড় অঞ্চল। এ অঞ্চলের কবি দ্বিজ বংশীদাস ভট্টাচার্যের কন্যা চন্দ্রাবতী'র প্রেম হয় অপর কবি জয়ানন্দের সাথে। চন্দ্রাবতীকে সাত পাকে বাধার প্রতিজ্ঞা করে জয়ানন্দ। বিশ্বাস ঘাতক জয়ানন্দ চন্দ্রাবতীর মন ভেঙ্গে বিয়ে করে একজন বিধর্মীকে। বেদনাহত চন্দ্রাবতী তাঁর বাবার নির্মিত শিব মন্দিরে নিজেকে গুটিয়ে নেন এবং মাতৃভাষায় 'রামায়ণ' পালা রচনায় ব্রতী হন। নিজে উপেক্ষিত হয়েছেন। মহাকাব্য রামায়ণে উপেক্ষিত হয় সীতা। তাই তাঁর রচিত রামায়ণ পালায় উপেক্ষিত সীতা হয়ে ওঠেন মূল চরিত্র।[১০] এদিকে অনুশোচনায় পুড়ে ফিরে আসে জয়ানন্দ। ধ্যানমগ্ন চন্দ্রার মনে ঠাঁই হয়না ফিরে আসা জয়ানন্দের। জয়ানন্দ চন্দ্রার ধ্যান ভাঙতে না পেরে নিজের জীবন অবসান ঘটান। ধ্যান হতে উঠে চন্দ্রাবতী, জয়ানন্দের আত্মাহুতির ব্যাপারে জ্ঞাত এবং মর্মাহত হন। মর্মাহত চন্দ্রাবতী তাঁর জীবন উৎসর্গ করেন রামায়ণ পাঠ আর পালা লিখনে।[১১]
চন্দ্রাবতীর জীবনালেখ্যর সমান্তরালে সেসময়ের ভাটি অঞ্চলের ভূমিপুত্র আর বহিরাগত; দেওয়ান ও কাজীদের গল্প এবং সাধু ও বয়াতিদের গল্পও উঠে এসেছে।[১২]
কুশীলব
সম্পাদনাঅভিনয়শিল্পী
সম্পাদনামুখ্য চরিত্রে দিলরুবা হোসেন দোয়েল[১৩] ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, তনয় বিশ্বাস,[১৪] এহসান রহমান বর্ষণ ইমতিয়াজ, জয়িতা মহলানবিশ প্রমুখ। পালাকার বা বয়াতির চরিত্রগুলোতে চন্দ্রাবতীর গ্রামের মানুষ অভিনয় করেছেন।[১৫] উল্লেখযোগ্য চরিত্রগুলি[১১] নিম্নরূপ-
- দিলরুবা দোয়েল - কবি চন্দ্রাবতী
- কাজী নওশাবা আহমেদ - সোনাই[১৬]
- এহসান রহমান বর্ষণ ইমতিয়াজ - জয়ানন্দ
- জয়ন্ত চট্টোপাধ্যায় - দ্বিজ বংশী দাস ভট্টাচার্য
- মিতা রহমান ও সশাংক সাহা - সুলোচনা
- গাজী রাকায়েত - দেওয়ান
- আরমান পারভেজ মুরাদ - কাজী
- জয়িতা মহলানবিশ - বিশাখা
- তনয় বিশ্বাস - অশোক
- বলরাম দাস - গুরু
- খোকন বয়াতি - বয়াতি[১৭]
- হামিদ বয়াতি - বয়াতি[১৭]
- লাল মাহমুদ - জারি গানের শিল্পী[১৭]
- শংকর[১৭]
কলাকুশলী
সম্পাদনাসহকারী পরিচালনায় ছিলেন রাজীব রাফি।[১৮] 'ফোর কে' ডিজিটাল মাধ্যমে চিত্রগ্রহণ করেছেন সায়িদ কাশেফ শাহবাজী।[১১] স্থির চিত্র গ্রহণ করেছেন রাওয়ান সায়েমা।[১৮] চিত্র সম্পাদনা করেছেন শঙ্খজিত বিশ্বাস[১] এবং সমীর আহমেদ[১১]। শব্দ সম্পাদনা করেছেন সুকান্ত মজুমদার। শব্দ গ্রহণ করেছেন রতন পাল। শিল্প নির্দেশনা দিয়েছেন তরুণ ঘোষ। প্রোডাকশন ডিজাইন করেছেন মাজহারুল রাজু। নৃত্য নির্দেশনা দিয়েছেন অমিত চৌধুরী[১১] সাজ সরঞ্জাম ব্যবস্থাপনায় ছিলেন সাদ্দাম খন্দকার জয়। ষোড়শ শতাব্দীর প্রেক্ষাপটে পোশাক সজ্জা করেছেন নওরিন ফেরদৌস ও পূজাঞ্জলী চৌধুরী।[১৮]
প্রযোজনা
সম্পাদনাচন্দ্রাবতী কথা, এটির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ম্যানগ্রোভ পিকচার্স ও বেঙ্গল ক্রিয়েশন ছাড়াও ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ সরকার হতে সরকারি অনুদান ও বসুন্ধরা গ্রুপের অর্থ পায়।[১৯] চিত্রগ্রহণের পূর্বে এই চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের নিয়ে মহড়া হয়।[১৭][২০] ১৭ ডিসেম্বর,২০১৬ হতে ‘চন্দ্রাবতী কথা’র চিত্র গ্রহণ শুরু হয়।[১৫][২১] বিভিন্ন মৌসুমে ৩৫ দিন চিত্রগ্রহণ চলে।[২২] ২০১৭-এর সেপ্টেম্বরে চিত্রগ্রহণ সম্পন্ন হয়। বিভিন্ন ঋতুতে প্রায় দুই বছর ধরে ময়মনসিংহ, নেত্রকোণা, চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর, এগারো সিন্ধুরের বিভিন্ন স্থান[১৭] ও নিকলি'র চন্দ্রনাথ গোসাই’র আখড়ায়[২৩] সম্পূর্ণ চিত্রগ্রহণ করা হয়।[৩][২৪] এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ পরবর্তী সম্পাদনা কলকাতার চেরীপিক্স-এ করা হয়েছে।[১] সংগীতায়োজন করেছেন সাত্যকি ব্যানার্জী। একটি বিচ্ছেদী ভাটিয়ালি গান গেয়েছেন রামায়ণ-পালা শিল্পী শংকর।[১]
প্রচারণা, প্রদর্শন ও মুক্তি
সম্পাদনাপ্রচারণা
সম্পাদনা৫ নভেম্বর, ২০১৯ তারিখে ম্যানগ্রোভ পিকচারসের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল হতে 'চন্দ্রাবতী কথা'র এক মিনিট দৈর্ঘ্যের প্রথম ট্রেইলার প্রকাশ করা হয়।[১৮] ৬ নভেম্বর, ২০১৯ তারিখে চন্দ্রাবতী কথা'র ফেসবুক পাতায় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়।[২৫] বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ম্যানগ্রোভ পিকচারস ছায়াছবিটির পৃথক পোস্টার প্রকাশ করে।[২৬]
চলচ্চিত্র উৎসবে
সম্পাদনাভারত: প্রেক্ষাগৃহে মুক্তি পূর্বে 'চন্দ্রাবতী কথা' ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে ৯ নভেম্বর, ২০১৯ তারিখে রবীন্দ্র সদনে প্রথম প্রদর্শিত হয়।[৩][২৭][২৮][২৯][৩০]
ইন্দোনেশিয়া: ১৪তম জগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালে 'ফোকাস অন বেঙ্গলি' শাখায় চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।[৩]
বাংলাদেশ: ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বাংলাদেশ প্যানারমা' বিভাগে প্রদর্শিত হয়।[৩১][৩২] এটি ২০তম উৎসবেও অংশগ্রহণ করে।[৩৩]
অস্ট্রেলিয়া: ২০২০ সালের ২৬ নভেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।[৪]
এক নজরে চলচ্চিত্রটির আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়ার তালিকাঃ
ক্রম | তারিখ | উৎসব | স্থান | প্রেক্ষাগৃহ | সূত্র |
---|---|---|---|---|---|
১ | ৯ নভেম্বর, ২০১৯ | ২৫তম কলকতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | কলকাতা, ভারত | রবীন্দ্রসদন | [১][৩][৩৪] |
২ | ১৩ নভেম্বর, ২০১৯ | অজান্তা সিনেমা | |||
৩ | ২১ নভেম্বর, ২০১৯ | ১৪তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসব | যোগ জাকার্তা, ইন্দোনেশিয়া | এম্পায়ার XXI | [৩][৩৫] |
৪ | ১৯ জানুয়ারি, ২০২০ | ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ঢাকা, বাংলাদেশ | বাংলাদেশ জাতীয় জাদুঘর | [৩৬] |
প্রেক্ষাগৃহে
সম্পাদনাচন্দ্রাবতী কথা ২০২০ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল,[৪][১৫] একবছরের বেশি সময় অপেক্ষার পর[১৯] চলচ্চিত্রটি ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহ সমূহে প্রদর্শনের ছাড়পত্র পায়।[৩৭] একইবছর ১৫ অক্টোবর, ঢাকার চারটি ও ২২ অক্টোবর চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩৮][৩৯]
মূল্যায়ন
সম্পাদনাচন্দ্রাবতী কথা প্রেক্ষাগৃহে মুক্তির পর নির্মাণশৈলী, কাহিনি, অতীতের পটভূমি, নাটকীয় উপস্থাপনার জন্য ইতিবাচক সাড়া পায়[১৯] নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু'র মতে, ‘ছবিটি নতুন একটি ধারার সৃষ্টি করেছে।’[৪০] কামার আহমেদ সাইমন পশ্চিমা ভাবধারা বিবর্জিত নির্মাণশৈলীর জন্য চলচ্চিত্রটির প্রশংসা করেন।[৪১] বাংলা মুভি ডেটাবেজে সৈয়দ নাজমুস সাকিব চলচ্চিত্রটির নির্মাণশৈলীর প্রশংসার পাশাপাশি শিল্প নির্দেশনা ও ষোড়শ শতাব্দীর পোষাকসজ্জার জন্য পৃথক প্রশংসা করেন; তার ভাষ্যে "আজ থেকে ৪০০ বছর আগের সময়কে যেভাবে এই সিনেমা তুলে ধরার চেষ্টা করেছে, সেটা এক দলিল হিসেবে থেকে যাবে।"[১২]
অর্জন
সম্পাদনাসংগঠন | আয়োজনের
সাল |
বিভাগ | ফলাফল | টীকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ২০২২ | সেরা চলচ্চিত্র | বিজয়ী | লাল মোরগের ঝুটি চলচ্চিত্রের সাথে যৌথভাবে জয়ী | [৩৩] |
আমার ভাষার চলচ্চিত্র (বঙ্গাব্দ) ১৪২৮ | ২০২২ | সেরা চলচ্চিত্রের জন্য 'হীরালাল সেন পদক' | মনোনীত | [৪২] | |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | বিজয়ী | ||||
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ | ২০২২ | সেরা পরিচালক (সমালোচক) | বিজয়ী | [৪৩] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "কলকাতায় 'চন্দ্রাবতী কথা'র বিশ্ব প্রিমিয়ার"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "চন্দ্রাবতীর অমর প্রেমগাথা - কালি ও কলম"। কালি ও কলম। ২০১৭-০১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "আন্তর্জাতিক উৎসব থেকে 'চন্দ্রাবতী কথা'র যাত্রা"। প্রথম আলো। ২০১৯-১১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- ↑ ক খ গ "ব্রিসবেন থেকে সুখবর এল 'চন্দ্রাবতী কথা'র জন্য"। প্রথম আলো। ২০২০-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৩।
- ↑ "অবশেষে মুক্তি পেল 'চন্দ্রাবতী কথা'"। দৈনিক ইত্তেফাক। ২০২১-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭।
- ↑ "'একসময় লোকে চন্দ্রাবতী বলতে চিনবে দোয়েলকে'"। বণিক বার্তা। ২০১৯-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৬।
- ↑ "অনেক বড় পাওয়া অনেক বড় ভয়"। দ্য ডেইলি স্টার। ২০১৭-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "Film on Bengal's first feminist poet set for Kolkata premiere"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- ↑ "চার মাল্টিপ্লেক্সে 'চন্দ্রাবতী কথা'"। বাংলা ট্রিবিউন। ২০২১-১০-১৫। ২০২১-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭।
- ↑ "Chandrabati Kotha to premiere at Kolkata International Film Festival"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ গ ঘ ঙ "Chandrabati Kotha – Bengal Creations" (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ নাজমুস সাকিব, সৈয়দ (২০২১-১০-১৬)। "'চন্দ্রাবতী কথা'র জন্য বাহবা"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৯।
- ↑ "'চন্দ্রাবতী'র সেলফি!"। প্রথম আলো। ২০১৫-১২-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- ↑ "Nawshaba signs "Chandrabati Kotha""। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ গ "জানুয়ারিতে বড় পর্দায় আসছে 'চন্দ্রাবতী কথা'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "চলচ্চিত্রে ব্যস্ত নওশাবা"। The Daily Nayadiganta। ২০১৬-০১-২০। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ গ ঘ ঙ চ "কলকাতার দর্শকরা ভালোবাসায় আপ্লুত করেছেন"। দৈনিক ভোরের কাগজ। ২০১৯-১১-২৩। ২০১৯-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- ↑ ক খ গ ঘ "চন্দ্রাবতী কথা - আনুষ্ঠানিক টিজার"। ম্যানগ্রোভ পিকচারস। ২০১৯-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১ – ইউটিউব-এর মাধ্যমে।
- ↑ ক খ গ "সাড়া ফেলেছে 'চন্দ্রাবতী কথা'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২১-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭।
- ↑ "'চন্দ্রাবতী কথা'র মহড়াকক্ষ থেকে"। প্রথম আলো। ২০১৫-১১-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "অবশেষে আসছে 'চন্দ্রাবতীর কথা'"। দৈনিক মানবজমিন। ২০১৯-১০-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "সময়ের দলিল হিসেবে থেকে যাবে 'চন্দ্রাবতী কথা'"। বার্তা২৪। ২০২১-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৯।
- ↑ "চন্দ্রনাথ গোসাই'র আখড়ায় সিনেমার শুটিং"। আমাদের নিকলী। ২০১৫-১২-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "শুরু হলো 'চন্দ্রাবতী কথা'র শুটিং"। প্রথম আলো। ২০১৫-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "চন্দ্রাবতী কথা - পোস্টার"। www.facebook.com। ২০১৯-১১-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
- ↑ "ট্রেলারের পর পোস্টারে কবি চন্দ্রাবতী"। চ্যানেল আই অনলাইন। ২০২১-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০২১-১০-২১।
- ↑ "থাকছে বাংলাদেশের 'আলফা' ও 'চন্দ্রাবতী কথা'"। প্রথম আলো। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- ↑ "কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশি দুই ছবি"। সারাবাংলা.নেট। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "উৎসব উদ্বোধনে অমিতাভ-জয়া-শাহরুখ, থাকছে বাংলাদেশের দুই ছবি"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "KIFF 2019: বাংলাদেশের এই দুই ছবি দেখানো হবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে"। এই সময়। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উৎসবে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র"। চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-১০। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আজ"। ইত্তেফাক। ২০২০-০১-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।
- ↑ ক খ "ঢাকা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত তিন বাংলাদেশি ছবি"। বাংলা ট্রিবিউন। ২০২২-০১-২৩। ২০২২-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।
- ↑ "Movie Schedule (Venue Wise) - Kolkata International Film Festival"। kiff.in (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৬।
- ↑ "SCHEDULE"। 14th Jogja-NETPAC Asian Film Festival (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
- ↑ "Screening Schedule 2020 | DHAKA INTERNATIONAL FILM FESTIVAL" (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "ছাড়পত্র পেল 'চন্দ্রাবতী কথা': ঈদের পর মুক্তি"। চ্যানেল আই অনলাইন। ২০২১-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুক্তি পেল 'চন্দ্রাবতী কথা' ও 'বাজি'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-১০-১৬। ২০২১-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭।
- ↑ "চট্টগ্রামে মুক্তি পেল 'চন্দ্রাবতী কথা'"। চট্টগ্রাম প্রতিদিন। ২০২১-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪।
- ↑ রণ, মাসিদ (২০২১-১০-১৭)। "প্রশংসিত 'চন্দ্রাবতী কথা'"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২১-১০-২১।
- ↑ "যেসব কারণে অবশ্যই 'চন্দ্রাবতী কথা' দেখা উচিত"। চ্যানেল আই অনলাইন। ২০২১-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৯।
- ↑ "হীরালাল সেন পদক পেল সুমিতের 'নোনা জলের কাব্য'"। চ্যানেল আই অনলাইন। ২০২২-০২-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৭।
- ↑ "মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১"। প্রথম আলো। ২০২২-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৮।