চট্টগ্রাম সেনানিবাস

বাংলাদেশের সেনানিবাস

চট্টগ্রাম সেনানিবাস চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে অবস্থিত একটি সেনানিবাস।

চট্টগ্রাম সেনানিবাস
চট্টগ্রাম, চট্টগ্রাম
ধরনসেনানিবাস
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য
নিয়ন্ত্রকবাংলাদেশ সেনাবাহিনী

ইতিহাস

সম্পাদনা

১৯৪৯ সালে জেনারেল এম এ জি ওসমানী চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণ করেন এবং এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ১৯৫০ সাল থেকে সেনানিবাস প্রতিষ্ঠার কাজ শুরু হয়।[] ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে লাহোরের নিকটে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (চট্টগ্রাম সেনানিবাসভিত্তিক) দ্বারা দখলকৃত একটি ভারতীয় ট্যাংক সেনানিবাসটিতে প্রদর্শিত অবস্থায় আছে।[] ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সেনানিবাসের কতিপয় অফিসার অভ্যুত্থান সংঘটিত করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। ২৪ পদাতিক ডিভিশন-এর তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকেও এই অভ্যুত্থানে জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত করা হয়। তাকেও ১৯৮১ সালের ২রা জুন হত্যা করা হয়।[][][]

প্রতিষ্ঠান

সম্পাদনা

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা

চট্টগ্রাম ক্যান্টনমেন্টে অবস্থিত

সম্পাদনা

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন্থ

সম্পাদনা
  • ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি)
  • বাংলাদেশ মিলিটারি একাডেমি হাই স্কুল
  • বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।
  • শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি
  • নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি
  • চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বালুচড়া।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. চৌধুরী, আবদুল হক (১৯৮৫)। শহর চট্টগ্রামের ইতিকথা। কথামালা প্রকাশনী। পৃষ্ঠা ১৩২। 
  2. "Indo-Pak War 1965"দ্যা ডেইলি স্টার। ২০১৫-০৯-২২। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৩ 
  3. "The murder of Major General Abul Manzur, Bir Uttam"দ্যা ডেইলি স্টার। ২০১৪-০২-২২। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৩ 
  4. "Ershad 'ordered' Manzur killing"দ্যা ডেইলি স্টার। ২০১৪-০৪-২৩। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৩ 
  5. "The nation fed cooked-up story"দ্যা ডেইলি স্টার। ২০১৪-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৩