চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল

পরিবহন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি শাটল ট্রেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য এই ট্রেনটি পরিচালিত হয়ে আসছে।[][][] বিশ্বে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই দুটি শাটল ট্রেন আছে। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ ও ঐতিহ্য। স্থানীয় গ্রামের লোকদের উৎপাতের কারণে শিক্ষার্থীরা একে 'জোবরা এক্সপ্রেস' নামে ডাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনশাটল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুচট্টগ্রাম রেলওয়ে স্টেশন
শেষচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

ইতিহাস

সম্পাদনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ হল এই শাটল ট্রেন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরও কোন শাটল ট্রেন ছিলো না। তখন শিক্ষার্থীদেরযাতায়াতের একমাত্র অবলম্বন ছিল বাস,যা বর্তমানে তরী নামে পরিচিত। তবে সেই তরীর সংখ্যা ছিল অপ্রতুল। ফলে দূর দুরন্ত থেকে দৈনন্দিন যাতায়াতকারী শিক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হতে হতো। অবশেষে ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালু করেন।

যাত্রাপথ:

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী) - চট্টগ্রাম জংশন কেবিন - ঝাউতলা - ষোলশহর জংশন - চট্টগ্রাম ক্যান্টনমেন্ট - চৌধুরীহাট - ফতেয়াবাদ জংশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন

সময়সূচি (ডাউন)

সম্পাদনা

চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাস

সম্পাদনা
  • সকাল ৭:১৫ টা
  • সকাল ৭:৪০ টা
  • সকাল ৯:৩০ টা (ষোলশহর থেকে)
  • সকাল ১০:১৫ টা (ষোলশহর থেকে)
  • সকাল ১১:৩০ টা (ষোলশহর থেকে)
  • দুপুর ২:৩০ টা
  • বিকাল ৩:৩০ টা
  • বিকাল ৫:০০ টা
  • রাত ৮:৩০ টা

অফ ডে (ছুটির দিন) শিডিউল

  • সকাল ৭:৪০ টা
  • বিকাল ৩:৩০ টা
  • রাত ৮:৩০ টা

সময়সূচি (আপ)

সম্পাদনা

ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহর

সম্পাদনা
  • সকাল ৮:৪০ টা (ষোলশহর পর্যন্ত)
  • সকাল ৯:০৫ টা (ষোলশহর পর্যন্ত)
  • সকাল ১০:৩০ টা (ষোলশহর পর্যন্ত)
  • দুপুর ১:০০ টা
  • দুপুর ২:০০ টা
  • বিকাল ৩:৩৫ টা
  • বিকাল ৪:৪০ টা
  • সন্ধ্যা ৬:২০ টা
  • রাত ৯:৪৫ টা

অফ ডে (ছুটির দিন) শিডিউল

  • সকাল ৯:০৫ টা (ষোলশহর পর্যন্ত)
  • বিকাল ৪:৪০ টা
  • রাত ৯:৪৫ টা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিবেদক, নিজস্ব। "ট্রেনের নাম শাটল"দৈনিক প্রথম আলো। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "ক্যাম্পাস অচলের অস্ত্র শাটল ট্রেন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  3. "স্বপ্নের শাটল ট্রেন"banglanews24.com। ২০১১-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮