গ্যাবরে সিডিবে
গ্যাবরে সিডিবে (ইংরেজি: Gabourey Sidibe; /ˈɡæbəˌreɪ
গ্যাবরে সিডিবে | |
---|---|
Gabourey Sidibe | |
জন্ম | |
অন্যান্য নাম | গ্যাবি সিডিবে |
মাতৃশিক্ষায়তন | ম্যানহাটন কমিউনিটি কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯-বর্তমান |
পিতা-মাতা | অ্যালিস ট্যান রিডলি (মাতা) |
আত্মীয় | ডরথি পিটম্যান হিউজ (aunt) |
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিনি শোটাইমের দ্য বিগ সি ধারাবাহিকের মূল অভিনয়শিল্পীদলের অন্তর্ভুক্ত ছিলেন। সিডিবে আমেরিকান হরর স্টোরি: কোভেন (২০১৩-২০১৪) টিভি ধারাবাহিকে কুইনি এবং আমেরিকান হরর স্টোরি: ফ্রিক শো (২০১৪-২০১৫) টিভি ধারাবাহিকে রেজিনা রস চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি আমেরিকান হরর স্টোরি:হোটেল (২০১৫-২০১৬) ও আমেরিকান হরর স্টোরি: অ্যাপোক্যালিপ্স (২০১৮)-এ তার পূর্বে অভিনীত কুইনি চরিত্রে অভিনয় করেন। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ফক্সের সঙ্গীতধর্মী নাট্য ধারাবাহিক এম্পায়ার-এ বেকি উইলিয়ামস চরিত্রে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাসিডিবে ১৯৮৩ সালের ৬ই মে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের বেডফোর্ড-স্টুভেস্যান্টে জন্মগ্রহণ করেন এবং হারলেমে বেড়ে ওঠেন।[২] তার মাতা অ্যালিস ট্যান রিডলি একজন মার্কিন আরঅ্যান্ডবি ও গসপেল সঙ্গীতশিল্পী, যাকে ২০১০ সালের ১৫ই জুন আমেরিকাস গট ট্যালেন্ট অনুষ্ঠানের পঞ্চম মৌসুমে দেখা গিয়েছিল। তার পিতা ইবনো সিডিবে সেনেগাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন এবং তিনি একজন ক্যাব চালক। সিডিবে নারীবাদী সক্রিয়কর্মী ডরথি পিটম্যান হিউজের সাথে বসবাস করেন এবং বেড়ে ওঠেন।[৩] তিনি বরা অব ম্যানহাটন কমিউনিটি কলেজ থেকে সহযোগী ডিগ্রি অর্জন করেন এবং সিটি কলেজ অব নিউ ইয়র্ক ও মার্সি কলেজে ভর্তি হন কিন্তু পড়াশোনা করেননি।[৪] অভিনয় জীবন শুরুর পূর্বে তিনি দ্য ফ্রেশ এয়ার ফান্ডের অফিসে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।[৫]
বইয়ের তালিকা
সম্পাদনা- সিডিবে, গ্যাবরে (২০১৭)। This Is Just My Face: Try Not to Stare। হৌটন মিফলিন হারকোর্ট। আইএসবিএন 978-0-544-78676-9।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Gabourey Sidibe Biography"। টিভি গাইড। জুলাই ৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
- ↑ ২০০৯ সালের ৯ নভেম্বর লেট শো উইথ ডেভিড লেটারম্যান অনুষ্ঠানে বলেন।
- ↑ মার্কাস, স্টেফানি (২ মে ২০১৪)। "Gabourey Sidibe's Speech on Confidence is Incredibly Moving"। দ্য হাফিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
- ↑ "Gabourey Sidibe profile"। রাইট সিনেমা। ডিসেম্বর ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
- ↑ সয়ার্স, সুজান (১৫ জুন ২০১১)। "A Breath of Fresh Air"। নিউ ইয়র্ক সোশ্যাল ডায়েরি। আগস্ট ২২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে গ্যাবরে সিডিবে (ইংরেজি)