গ্নু ইউনিফন্ট
গ্নু ইউনিফন্ট (ইংরেজি: GNU Unifont) হলো পুরো ইউনিকোড ব্যাসিক মাল্টিলিঙুয়াল প্ল্যাইন কাভার করা একটি ফ্রি বিটম্যাপ ফন্ট। এটি একটি অন্তর্বর্তী বিটম্যাপড ফন্ট ফরম্যাট ব্যবহার করে। গ্নু ইউনিফন্টের উন্নয়নকারী রোমান জাবোরা।
Category | ইউনিকোড, বিটম্যাপ, স্যান্স-সেরিফ |
---|---|
Classification | ডুয়োস্পেস |
Designer(s) | রোমান জাবোরা, পল হার্ডি |
Date created | ১৯৯৮ |
Date released | ১০ আগস্ট ২০১৮ | (সংস্করণ ১১.০.০২)
License | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স |
See all characters |
অধিকাংশ ফ্রি অপারেটিন সিস্টেম ও উইন্ডো ব্যবস্থায়, যেমন গ্নু/লিনাক্স, এক্সফ্রি৮৬ অথবা এক্স ডট অর্গ সার্ভার এবং রকবক্সের মত কিছু গ্রথিত ব্যবস্থায় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ফন্টটি গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স ২য় সংস্করণ+ এর অধীনে লাইসেন্সকৃত।
অক্টোবর ২০১৩ সালে এটি একটি গ্নু প্যাকেজে পরিণত হয়।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে গ্নু ইউনিফন্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।