মুদ্রাক্ষর-ছাঁদ

(Typeface থেকে পুনর্নির্দেশিত)

মুদ্রণশৈলীর পরিভাষায় একটি মুদ্রাক্ষর-ছাঁদ (ইংরেজি: Typeface) বলতে শৈলীগত একতা প্রদর্শনকারী কতগুলি হরফের (glyph) একটি সমন্বিত সেটকে বোঝায়। একটি মুদ্রাক্ষর-ছাঁদে কোন ভাষার বর্ণমালা, অঙ্ক, এবং যতিচিহ্ন থাকতে পারে। এতে বিভিন্ন ধারকলিপি ও প্রতীকও থাকতে পারে। এমনকি কোন কোন মুদ্রাক্ষর-ছাঁদ সম্পূর্ণভাবেই প্রতীক দিয়ে গঠিত হতে পারে, যেমন- গাণিতিক প্রতীকের মুদ্রাক্ষর-ছাঁদ, কিংবা মানচিত্র নির্মাণে ব্যবহৃত মুদ্রাক্ষর-ছাঁদ।

টাইপসেট ফন্ট এবং ভাষার একটি প্রতিরূপ। উইলিয়াম ক্যাসলন এটি করেছেন। ১৭২৮ সালের সাইক্লোপিডিয়া থেকে এটি পাওয়া গেছে।

ডেস্কটপ কম্পিউটারের মাধমে প্রকাশনা শুরু হওয়ার আগে মুদ্রাক্ষর-ছাঁদ এবং ফন্ট-এর মধ্যে সংজ্ঞার পার্থক্য ছিল। কিন্তু বর্তমানে ডিজিটাল মুদ্রণশৈলীর যুগে এই দুইটিকেই প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। ফন্ট বলতে কোন মুদ্রাক্ষর-ছাঁদের নির্দিষ্ট একটি সদস্যকে বোঝাতে পারে। যেমন এরিয়াল মুদ্রাক্ষর-ছাঁদটির রোমান, গাঢ় এবং বাঁকা এই তিনটি ফন্ট হওয়া সম্ভব।

মুদ্রাক্ষর-ছাঁদ নকশা করার শিল্প ও কলাকৌশলকে মুদ্রাক্ষর নকশাকরণ বলা হয়। যারা এই কাজ করেন, তাদেরকে বলা হয় মুদ্রাক্ষর নকশাবিদ। ডিজিটাল মুদ্রণশৈলীর ক্ষেত্রে এদেরকে ফন্ট প্রস্তুতকারক বা ফন্ট নকশাবিদ নামে ডাকা হয়।

মুদ্রাক্ষর-ছাঁদ এবং ফন্টের আকার ঐতিহ্যগতভাবে পয়েন্ট এককে মাপা হয়। পয়েন্ট এককটিকে বিভিন্ন সময়ে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তবে বর্তমানে পয়েন্ট বলতে ডেস্কটপ কম্পিউটার প্রকাশনা শিল্পে সংজ্ঞায়িত জন্য "ডেস্কটপ পাবলিশিং পয়েন্ট"-কেই বোঝায়। একটি পয়েন্টের আকার এক ইঞ্চির ৭২ ভাগের এক ভাগ।

পরিভাষা (ইংরেজি বর্ণানুক্রমে)

সম্পাদনা
  • Alphabet - বর্ণমালা
  • Digital typography - ডিজিটাল মুদ্রণশৈলী
  • Font - ফন্ট
  • Font developer - ফন্ট প্রস্তুতকারক
  • Font designer - ফন্ট নকশাবিদ
  • Glyph - হরফ
  • Ideogram - ধারকলিপি
  • Numeral - অঙ্ক
  • Point - পয়েন্ট
  • Punctuation - যতিচিহ্ন
  • Stylistic unity - শৈলীগত একতা
  • Symbol - প্রতীক
  • Type design - মুদ্রাক্ষর নকশাকরণ
  • Type designer/Typographer - মুদ্রাক্ষর নকশাবিদ
  • Typeface - মুদ্রাক্ষর-ছাঁদ
  • Typography - মুদ্রণশৈলী

বহিঃসংযোগ

সম্পাদনা