গোলাপগঞ্জ ইউনিয়ন, গোলাপগঞ্জ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গোলাপগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[]। ১৯১৯ইং সালে বঙ্গিয় পল্লিয় সায়িত্ব শাসন আমলে চৌকিদারী পঞ্চায়েত বিলুপ্ত করে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন বোর্ড গঠন করা হয়। ১৯৬০ইং সনে গোলাপগঞ্জ ইউনিয়ন কাউনন্সিল। ১৯৭৩ইং সনে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ।[]

গোলাপগঞ্জ ইউনিয়ন
ইউনিয়ন
২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন পরিষদ ভবন
ইউনিয়ন পরিষদ ভবন
ডাকনাম: গুলাফগঞ্জ
গোলাপগঞ্জ ইউনিয়ন সিলেট বিভাগ-এ অবস্থিত
গোলাপগঞ্জ ইউনিয়ন
গোলাপগঞ্জ ইউনিয়ন
গোলাপগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
গোলাপগঞ্জ ইউনিয়ন
গোলাপগঞ্জ ইউনিয়ন
বাংলাদেশে গোলাপগঞ্জ ইউনিয়ন, গোলাপগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫১′৫৪.০০০″ উত্তর ৯২°২′২০.০০০″ পূর্ব / ২৪.৮৬৫০০০০০° উত্তর ৯২.০৩৮৮৮৮৮৯° পূর্ব / 24.86500000; 92.03888889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোলাপগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১,২৭৪ হেক্টর (৩,১৪৭ একর)
জনসংখ্যা
 • মোট১৬,৩৬৪
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭.২৭% (২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী)।
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩১৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮ ৫১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯০৬ সালে তদানীন্তন ব্রিটিশ সরকার সুরমা বিধৌত উপকূলবর্তী অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বিজরিত এক মনোরম স্থান গোলাপগঞ্জ বাজারের সন্নিকটে থানা কার্যালয় স্থানান্তরিত করেন। ভাষা ও সংস্কৃতিতে গোলাপগঞ্জবাসী অনেকটাই এগিয়ে।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

গোলাপগঞ্জ ইউনিয়নের পূর্বে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন, পশ্চিমে গোলাপগঞ্জ পৌরসভা, উত্তরে সুরমা নদী, দক্ষিণে আমুড়া ইউনিয়ন[]

গ্রামের সংখ্যা ও নাম

সম্পাদনা

২১টি , চৌঘরী, একাডুমা, গীর্দ্দ, মনঞ্জুরাবাদ, রায়গড়, ঘোগা, গোয়াসপুর, উত্তর গোয়াসপুর (খাইয়াটিকর), উত্তর গোয়াসপুর (পাত্তিউরা), উত্তর গোয়াসপুর (রইগড়), পূর্ব চন্দনভাগ, চন্দনভাগ, তহিপুর, ছত্রিশ, ছত্রিশ (কালিদাসপাড়া), ভূটিটিকর, সৎখন্ড, ফাজিলপুর, পূর্ব ফাজিলপুর, শেরপুর, শেরপুর খলাগ্রাম।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ সরকারী- ০৭টি, বেসরকারী- ০৫ টি,নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: বেসরকারী- ০২টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: বেসরকারী- ০১টি। মাদ্রাসার সংখ্যা: কওমী- ০৫টি। ধর্মীয় প্রতিষ্টানের সংখ্যা: মসজিদ ৪২টি, মন্দির- ০১টি।[]

১২.০০ বর্গ কি.মি.।[]

ভোটার তালিকা পুরুষ

সম্পাদনা

জনসংখ্যা মোটঃ ১৯,৭৮৫ জন, পুরুষ- ১০,০৭৯ জন, মহিলা- ৯,৭০৬। ভোটার সংখ্যাঃ মোট- ৯,০৪৭ জন, পুরুষ- ৪,৩৫১ জন, মহিলা- ৪,৬৯৬। []

জনগোষ্ঠীর আয়ের উৎস

সম্পাদনা

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩৪.০৫%, অকৃষি শ্রমিক ৬.০৩%, শিল্প ০.৯৪%, ব্যবসা ১৪.৬৪%, পরিবহন ও যোগাযোগ ৪.০১%, চাকরি ৬.১৬%, নির্মাণ ২.৮৮%, ধর্মীয় সেবা ০.৫৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১৮.৩৪% এবং অন্যান্য ১২.৩৭%।[]

মোট জমি

সম্পাদনা

মোটঃ ৩৮৯৭.৬৭ একর, কৃষিঃ ২৮৮৪.৯৭ একর, অকৃষিঃ ১০১২.৭০। []

প্রধান রপ্তানিদ্রব্য

সম্পাদনা

স্বাস্থ্যকেন্দ্র

সম্পাদনা

উনিয়ন স্বাস্থ্যকেন্দ্র,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ডায়গনস্টিক সেন্টার, পশু চিকিৎসা কেন্দ্র।[]

ব্র্যাক, সীমান্তিক প্রভৃতি উল্লেখযোগ্য।[]

মুক্তিযোদ্ধাবৃন্দের নামের তালিকা

সম্পাদনা

০১) মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান (বীর উত্তম)[], ০২) গোলাম মোহাম্মদ, ০৩) শেখ আব্দুল কাদের, ০৪) আব্দুল বারী, ০৫) হারুন মিয়া, ০৬) আব্দুর রব, ০৭) আলা উদ্দিন, ০৮) মোঃ সেলীম মিয়া (ফলিক), ০৯) নায়েক মাতাব উদ্দিন ইউপিআর, ১০) মোঃ আব্দুর মুহিত চৌধুরী, ১১) মোঃ রফিক উদ্দিন, ১২) নায়েক মোঃ আব্দুল মুহিত ইউপিআর, ১৩) আব্দুর কাদির, ১৪) ময়না মিয়া, ১৫) ফজলুল হক চৌধুরী, ১৬) ছালেক মিয়া, ১৭) আব্দুর রহিম, ১৮) জোবের আহমদ, ১৯) নূরুল ইসলাম, ২০) মনছুর আলী চৌধুরী, ২১) ডাঃ নজরুল আলম চৌধুরী, ২২) কাওছার আহমদ চৌধুরী, ২৩) আব্দুল আজিজ, ২৪) সিরাজ উদ্দিন, ২৫)মোঃ খলিকুর রহমান,[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • এরাল বিল[]
  • মদন মোহন জিউর আখড়া
  • বাগিচা টিলা
  • কারখানার টিলা
  • গ্যাস ফিল্ড

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: আশফাক আহমদ চৌধুরী

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোঃ মকদ্দস আলী[] ২৮/০৪/১৯৬০ - ৩০/০৮/১৯৬৫
০২ মোঃ শরাফত আলী[] ০১/০৯/১৯৬৫ - ২৫/০৬/১৯৭২
০৩ মোঃ আব্দুল খালিক চৌঃ[] ১৩/০৩/১৯৭৪ - ২৫/০২/১৯৭৭
০৪ ছাদেক আহমদ চৌধরী[] ১৬/০২/১৯৭৭ - ০১/০৭/১৯৮৮
০৫ শেখ আব্দুল মতিন[] ০২/০৭/১৯৮৮ - ১৬/০৪/১৯৯২
০৬ সিরাজুল জব্বার চৌঃ[] ১৭/০৪/১৯৯২ - ০৫/০২/১৯৯৮
০৭ মোঃ ফজলুর রহমান[] ০৫/০২/১৯৯৮ - ২৫/০৬/২০০০
০৮ মক্সুদ হোসেন বাবুল (ভারপ্রাপ্ত)[] ২৯/০৬/২০০০ - ১০/০৮/২০০২
০৯ এনামুল হক চৌঃ (ভারপ্রাপ্ত)[] ১০/০৮/২০০২ - ২২/০৩/২০০৩
১০ মোঃ মাখন মিয়া[] ২২/০৩/২০০৩ - ০২/০৭/২০০৪
১১ মোঃ ফয়ছল আহমদ (ভারপ্রাপ্ত)[] ০৩/০৭/২০০৪ - ১৫/০৮/২০০৪
১২ মোঃ মাখন মিয়া[] ১৬/০৮/২০০৪ - ২৪/০৮/২০১১
১৩ লুৎফুর রহমান ২০১১ - ২০১৬
১৪ আশফাক আহমদ চৌধুরী ২০১৬ - ২০২২
১৫ তমজ্জুল আলি তোতা মিয়া ২০২২ থেকে বর্তমান

ইউনিয়ন পরিষদের মেম্বার

সম্পাদনা

মুজিবুর রহমান (মল্লিক) ২নং ওয়ার্ড, আবুল হাসনাত ৩নং ওয়ার্ড, জালাল উদ্দিন ৪নং ওয়ার্ড, জেবুল আহমদ, ৬নং ওয়ার্ড, আব্দুল মালিক ৭নং ওয়ার্ড, ইসমাইল আলী ৮নং ওয়ার্ড, চুনু মিয়া ৯নং ওয়ার্ড, দিলারা আক্তার ১,২,৩নং ওয়ার্ড, তাহেরা বেগম ৪,৫,৬নং ওয়ার্ড, আম্বিয়া বেগম ৭,৮,৯নং ওয়ার্ড।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গোলাপগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  2. বাংলাপিডিয়া। "গোলাপগঞ্জ ইউনিয়ন" 
  3. গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
  4. "গোলাপগঞ্জ ইউনিয়ন" 
  5. একাত্তরের বীরযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা (প্রথম খন্ড)। প্রথমা প্রকাশন। মার্চ ২০১৩। পৃষ্ঠা ৫৩। আইএসবিএন 9789849025375 

বহিঃসংযোগ

সম্পাদনা