গোল ২: লিভিং দ্য ড্রিম

(গোল! ২: লিভিং দ্য ড্রিম... থেকে পুনর্নির্দেশিত)

গোল ২:লিভিং দ্য ড্রিম ফুটবল-বিষয়ক চলচ্চিত্র গোল! এর দ্বিতীয় কিস্তি।এটি পরিচালনা করেন জাউমে কালেক্ত-সেরা।[] ছবিটি যুক্তরাজ্যে ৯ ফেব্রুয়ারি ২০০৭ এবং ২৭ আগস্ট ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।

গোল টু: লিভিং দ্য ড্রিম
পরিচালকজাউমে কালেক্ত-সেরা
প্রযোজকমাইক জেফারিস
ম্যাট বারেলে
মার্ক হাফেম
চিত্রনাট্যকারআদ্রিয়ান বাটচার্ট
মাইক জেফারিস
টেরি লোয়ানে
কাহিনিকারমাইক জেফারিস
আদ্রিয়ান বাটচার্ট
শ্রেষ্ঠাংশেকুনো বেকার
আলেসান্দ্রো নিভোলা
আন্না ফ্রিয়েল
রুটগার হাউয়ের
শন পার্টউয়ি
স্টিফেন ডিলানে
জিনেদিন জিদান
ডেভিড বেকহাম
নিক ক্যানোন
সুরকারস্টিফেন ওয়ারব্যাক
চিত্রগ্রাহকফাভিও লাবিয়ানো
সম্পাদকনিভেন হাওয়ি
পরিবেশকবুয়েনা ভিস্তা ইন্টারন্যাশনাল
মুক্তি৯ ফেব্রুয়ারি ২০০৭ (ইউকে)
২৭ আগস্ট ২০০৮ (ইউএস)
স্থিতিকাল১১৫ মিনিট
দেশযুক্তরাজ্য
স্পেন
জার্মানি
ভাষাইংরেজি
স্পেনীয়

অভিনয়ে

সম্পাদনা
  • সান্তিয়াগো মুনিয়েজ হিসেবে কুনো বেকার
  • গ্যভিন হ্যারিস হিসেবে আলেসান্দো নিভোলা
  • রোজ হার্মিনসন হিসেবে আন্না ফ্রিয়েল
  • গ্লেন ফয় হিসেবে স্টিফেন ডিলানে
  • রুডি ভ্যান ডার মারুয়ি হিসবে রুটগার হাউয়ের
  • ক্যারোল হার্মিনসন হিসেবে ফ্রান্সিস বার্বার
  • মার্সিডিজ হিসেবে মিরিয়াম কোলোন
  • ব্যারি হিসেবে শন পার্টউয়ি
  • রোজা মারিয়া হিসেবে এলিজাবেথ পেনা
  • জোর্ডানা গার্সিয়া হিসেবে লিওনোর ভারেয়া
  • পাগল পরিচালক হিসেবে মাইক জেফারিস
  • এনরিকে হিসেবে হোর্হে হুরায়াদো
  • টিজে হার্পার হিসেবে নিক ক্যানন
  • ডাক্তার হিসেবে শাম্মি আউল্যাখ

ক্ষণিক উপস্থিতি

সম্পাদনা

অনেক সাবেক ও বর্তমান রিয়াল মাদ্রিদ খেলোয়াড়,ক্লাব সভাপতি ও প্রতিপক্ষ খেলোয়াড় নিজেদের চরিত্রে অভিনয় করেছে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা