গোয়া ক্রিকেট দল হল ভারতের গোয়া ভিত্তিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল এবং ১৯৮৫-৮৬ মৌসুম থেকে রঞ্জি ট্রফিতে অংশ নিচ্ছে।

গোয়া ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কদর্শন মিসাল
কোচভাস্কর পিল্লাই
মালিকগোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯৮৫
স্বাগতিক মাঠডঃ রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম, মারগাঁও
ধারণক্ষমতা৫,০০০
অপ্রধান স্বাগতিক মাঠগোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমি গ্রাউন্ড, পোরভোরিম
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেককেরালা
১৯৮৫ সালে
রেলওয়ে স্টেডিয়াম, ভাস্কো দা গামা
রঞ্জি ট্রফি জয়
ইরানি কাপ জয়
বিজয় হাজারে ট্রফি জয়
সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়

খেলার ইতিহাস

সম্পাদনা

গোয়া তাদের প্রথম মৌসুমে পাঁচটি ম্যাচ হেরেছে।[] এবং তাদের ৫৭তম ম্যাচে ১৯৯৬-৯৭ পর্যন্ত জিততে পারেনি কর্ণাটক একটি ইনিংস দ্বারা।[]

ভেন্যুসমূহ

সম্পাদনা

গোয়ার ঘরের মাঠগুলি হল ডঃ রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম, মারগাঁও এবং গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি গ্রাউন্ড, পোরভোরিম

আন্তর্জাতিক ভেন্যু

সম্পাদনা
নাম শহর রাজ্য প্রথম ব্যবহৃত শেষ ব্যবহৃত এফ/সি প্রথম শ্রেণী টি২০ নোট
ফতোরদা স্টেডিয়াম মারগাও গোয়া ১৯৮৯ ২০১০ ১০ ৯টি ওয়ানডে আয়োজক।

ঘরোয়া ভেন্যু

সম্পাদনা
নাম শহর রাজ্য প্রথম ব্যবহৃত শেষ ব্যবহৃত এফ/সি প্রথম শ্রেণী টি২০ নোট
আরলেম ব্রুয়ারিজ গ্রাউন্ড মারগাও গোয়া ১৯৮৬ ২০০৫ ১২
ডঃ রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম মারগাও গোয়া ১৯৬৮ ২০১৩ ২১ ১৪
ভাউসাহেব বান্দোদকর মাঠ পানাজি গোয়া ১৯৮৬ ২০০৬ ২৬ ১৬ 0
গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমি গ্রাউন্ড পোরভোরিম গোয়া ২০১০ ২০১৫ ১৫
রেলওয়ে স্টেডিয়াম (ভাস্কো দা গামা) ভাস্কো দা গামা গোয়া ১৯৮৫ ১৯৮৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Wisden 1988, pp. 1142–44.
  2. "Goa v Karnataka 1996–97"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা