গোবরডাঙা

(গোবরডাঙ্গা থেকে পুনর্নির্দেশিত)

গোবরডাঙা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এই অঞ্চল প্রাচীন কুশদহ পরগনা বা কুশদ্বীপের অন্তর্গত ছিল। এই অঞ্চল সেসময় নদীবেষ্টিত বাঁশবন সমাকীর্ণ গ্রাম ছিল এবং বিবিধ প্রাকৃতিক কারণে মানুষের দুরধিগম্য ছিল। পরবর্তীতে, জনবসতি বিস্তারের পর আধুনিককালে গোবরডাঙা জমিদারবংশ ও সংস্কৃত পণ্ডিতসমাজ প্রসিদ্ধি অর্জন করে।[]

গোবরডাঙ্গা
শহর
গোবরডাঙা জমিদার বাড়ি
গোবরডাঙা জমিদার বাড়ি
গোবরডাঙ্গা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
গোবরডাঙ্গা
গোবরডাঙ্গা
গোবরডাঙ্গা ভারত-এ অবস্থিত
গোবরডাঙ্গা
গোবরডাঙ্গা
অবস্থান পশ্চিমবঙ্গ,ভারত
স্থানাঙ্ক: ২২°৫২′ উত্তর ৮৮°৪৬′ পূর্ব / ২২.৮৭° উত্তর ৮৮.৭৬° পূর্ব / 22.87; 88.76[]
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
সরকার
 • পৌর প্রধানশংকর দত্ত[]
আয়তন
 • মোট১৩.৫ বর্গকিমি (৫.২ বর্গমাইল)
উচ্চতা[তথ্যসূত্র প্রয়োজন]৬ মিটার (২০ ফুট)
জনসংখ্যা (২০১১)[তথ্যসূত্র প্রয়োজন]
 • মোট৪১,৬১৮
 • জনঘনত্ব৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল)
ভাষা
 • সরকারি ভাষাবাংলা
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-WB
Lok Sabha constituencyBangaon
Vidhan Sabha constituencyGaighata
ওয়েবসাইটnorth24parganas.nic.in

ইতিহাস

সম্পাদনা

প্রাচীন কুশদ্বীপের অন্তর্গত এই অঞ্চলের উপর দিয়ে ইছামতি নদী যমুনা নদীর সঙ্গে প্রবাহিত হত৷ এখানকার চালুন্দিয়া নদীও খরস্রোতা ছিল, বাণিজ্যের পণ্যবাহী নৌকা চলাচল করত; চান্দুলিয়ার খানিকটা অংশ 'কঙ্কনা' বা 'বামোড়' নামধারণ করে খাঁটুরা বা হয়দাদপুরের পূর্বদিক দিয়ে প্রবাহিত হয়েছে।

একসময় এই অঞ্চল সমৃদ্ধ গোপপ্রধান জনপদ ছিল। সংলগ্ন গোপিনীপোতা, গয়েশপুর, গোময়, গবীপুর, গোপালপুর প্রভৃতি গ্রামের গোপ-কৃষ্ণ জড়িত নাম এখনো সেই স্মৃতি বহন করছে। ১৮৫০-৮০ খ্রিষ্টাব্দের মধ্যে এখনকার ষষ্ঠিতলা গ্রামে মাটি খুঁড়ে একাধিক প্রাচীন মন্দিরের ভিত পাওয়া যায়; এছাড়া, মানুষের কঙ্কালও মিলেছিল। মাটকুমড়ো অঞ্চলেও মাটি খুঁড়ে বড়-বড় অট্টালিকা ও পুরানো ইটের স্তুপ পাওয়া গিয়েছিল।

অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখোপাধ্যায় (মৃত্যুঃ ১৮১৭ খ্রিষ্টাব্দ) ইংরেজদের কাছ থেকে নিলামে গোবরডাঙার জমিদারি কেনেন। তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে জমিদারি পরিচালনা করেছিলেন। ১৮৪৪ খ্রিষ্টাব্দে ৫০ বছর বয়সে তার মৃত্যু ঘটে। গোবরডাঙা জমিদারদের বিভিন্ন ভবন এখন ভগ্নপ্রায় অবস্থায় বিদ্যমান।

কুশদহ পরগনার মাটিকোমরা, গৈপুর, খাঁটুরা প্রভৃতি অঞ্চলে 'নবন্যায়' শাস্ত্রের প্রসিদ্ধ সংস্কৃত পণ্ডিতরা বসবাস করতেন। পণ্ডিত রামভদ্র ন্যায়ালঙ্কারের যথেষ্ট নামযশ ছিল। কথক রামধন তর্কবাগীশ এবং তার পুত্র সমাজ-সংস্কারক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, মুরলীধর বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের খাঁটুরার বাসিন্দা ছিলেন।

কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ‘বাংলার তানসেন’ যদুভট্টের সঙ্গীতগুরু গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় এই গোবরডাঙার মানুষ ছিলেন। ভারতে ইউরোপীয় ধাঁচের প্রোসেনিয়াম থিয়েটার তথা ‘বাংলা থিয়েটারের জনক’ লেবেদেফের সংস্কৃত শিক্ষক পণ্ডিত জগন্নাথ বিদ্যাপঞ্চানন ছিলেন গোবরডাঙা-সংলগ্ন মাটিকোমরার বাসিন্দা। গৈপুরের বসু পরিবারই ভারতকে উপহার দিয়েছে প্ৰখ্যাত ভূতত্ত্ববিদ, দেশে আধুনিক বিজ্ঞানচর্চার পথিকৃৎ এবং ভারতে শিল্পবিকাশের ভগীরথ প্রমথনাথ বসুকে। টাটাদের লৌহ কারখানার পত্তন তাঁর হাত ধরেই।

১৬শ শতকের মধ্যভাগে বর্গী হাঙ্গামার কারণে সপ্তগ্রামের ৪২ ঘর তাম্বুলি বণিক (রক্ষিত, সেন, আশ, কোঁচ, দত্ত, কর, দে, পাল, কুণ্ড) স্থানীয় ইছাপুর জমিদারির প্রতিষ্ঠাতা রঘুনাথ চক্রবর্তীর সহায়তায় খাঁটুরায় বসবাস শুরু করেন। তারা এই অঞ্চলে যথেষ্ট প্রভাবশালী ও ধনাঢ্য ছিলেন; তাদের ছিল গোলাবাড়ি, খামার, তেজারতি, মহাজনি কারবার, চিনি ও ধানচালের ব্যবসা। তাদের কারখানাগুলিতে ('মোকাম') দলুয়া চিনি, গরপেটে চিনি তৈরী হত। দানধ্যান, ব্রাহ্মণসেবা এবং পুরাণ পাঠেও তাদের খ্যাতি ছিল; সিদ্ধিরাম রক্ষিত ছিলেন বিখ্যাত পুরাণ পাঠক। []

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গোবরডাঙ্গা কে থানা হিসাবে ঘোষণা করেছে। গোবরডাঙ্গা থানা গোবরডাঙ্গা রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে অবস্থান করছে। এটা গোবরডাঙ্গা বাসীর বহুদিনের একটা চাহিদা ছিল।

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫২′ উত্তর ৮৮°৪৬′ পূর্ব / ২২.৮৭° উত্তর ৮৮.৭৬° পূর্ব / 22.87; 88.76[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৬ মিটার (১৯ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে গোবরডাঙা শহরের জনসংখ্যা হল ৪১,৬১৮ জন।[] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৮০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৭৪%, তার চাইতে গোবরডাঙা এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Maps, Weather, and Airports for Gobardanga, India"fallingrain.com (ইংরেজি ভাষায়)। 
  2. "Official District Administration site"। ১৫ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯ 
  3. ঘোষ, বিনয়, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি", তৃতীয় খন্ড, প্রথম সংস্করণ, প্রকাশ ভবন, পৃষ্ঠা: ২০৫-২১৩
  4. "Gobardanga"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬ 
  5. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬