গোপীবল্লভপুর
গোপীবল্লভপুর পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম মহকুমায় অবস্থিত একটি গ্রাম। এখানে একটি থানা রয়েছে, যা গোপীবল্লভপুর থানা নামে পরিচিত।
গোপীবল্লভপুর | |
---|---|
গ্রাম | |
পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৩′ উত্তর ৮৬°৫৪′ পূর্ব / ২২.২২° উত্তর ৮৬.৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | ঝাড়গ্রাম জেলা |
সরকার | |
• বিধায়ক | চূড়ামণি মাহাত[১] |
উচ্চতা | ১১৪ মিটার (৩৭৪ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,০৬১ |
ভাষা | |
• সরকারি | বাংলা |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭২১৫০৬ |
টেলিফোন কোড | (+৯১)৩২২১ |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লুবি |
লোকসভা কেন্দ্র | ঝাড়গ্রাম |
বিধানসভা কেন্দ্র | নয়াগ্রাম |
ওয়েবসাইট | www |
ঐতিহাসিক ভাবে এই স্থানটির গুরুত্ব রয়েছে । মারাঠা বর্গীরা যখন বাঙলা আক্রমণ করেছিল তখন এই অঞ্চলে তাদের আস্তানা ছিল । আর তা থেকেই এখানকার একটি জায়গায় নাম বর্গীডাঙা হয় ।
জনসংখ্যা
সম্পাদনাভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে গোপীবল্লভপুর শহরের মোট জনসংখ্যা ছিল ৪,০৬১ জন, যার মধ্যে ২,০৫৫ জন (৫১%) পুরুষ এবং ২,০০৬ জন (৪২%) মহিলা। ৬ বছরের নিচে জনসংখ্যা ছিল ৪০১ জন। গোপীবল্লভপুরের সাক্ষর ব্যক্তির সংখ্যা ৩,১১১ জন (৬ বছরের উপরের জনসংখ্যার ৭৬.৬১%)। [২]
থানা
সম্পাদনাগোপীবল্লভপুর থানার প্রশাসনিক এলাকা হল গোপীবল্লভপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক। [৩][৪]
পরিবহন
সম্পাদনাকলকাতা ও ওড়িশা উভয় স্থান থেকে সড়ক পথের সাহায্যে গোপীবল্লভপুরে প্রবেশ করা যায়। এসপ্ল্যানেড থেকে গোপিবলভপুর পর্যন্ত নিয়মিত ডিলাক্স বাস পরিষেবা পাওয়া যায়। উল্লেখযোগ্য বাস পরিষেবা হল নীলমাধব বাস সার্ভিস, জয়মাধব বাস সার্ভিস, দেবদাস বাস সার্ভিস, দাস অ্যান্ড দাস বাস সার্ভিস এবং ধামসাই রুটের বাস পরিষেবা। কটক, ভুবনেশ্বর ও পুরী পর্যন্ত রাত্রিকালীন বাস পরিষেবা পাওয়া যায় গোপীবল্লভপুর থেকে।
রেলপথের জন্য, গোপীবল্লভপুর থেকে ৪৮ কিমি দূরে ঝাড়গ্রাম শহরে যেতে হয়। ঝড়গ্রাম শহরের সঙ্গে হাওড়া স্টেশন তথা কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষা করে ইস্পাত এক্সপ্রেস । এই এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁচ্ছাতে দুই ঘণ্টার বেশি সময় নেয়। এছাড়াও, খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে বেশ কয়েকটি বাস পাওয়া যায় গোপীবল্লভপুর পৌঁচ্ছাতে।
রাজ্য মহাসড়ক ৯ (পশ্চিমবঙ্গ) দুর্গাপুর (পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত) শহরের সঙ্গে নয়াগ্রামকে (ঝাড়গ্রাম জেলা অবস্থিত) যুক্ত করেছে এবং এই মহাসড়কটি গোপীবল্লভপুরকে যুক্ত করেছে মাঝ পথে। পশ্চিমবঙ্গ, ওড়িষ্যা রাজ্যের সীমানায় অবস্থিত হওয়ায় কারণে যোগাযোগ এর গুরুত্ব অপরিসীম ।
স্বাস্থ্য
সম্পাদনাগোপীবল্লভপুর সুপার স্প্যাশালিটি হাসপাতাল স্থানীয় লোকের চিকিৎসা পরিষেবা প্রদান করে।
শিক্ষা
সম্পাদনাউচ্চ বিদ্যালয়
সম্পাদনা- নয়াবাসন জনকল্যাণ বিদ্যাপীঠ
- নয়াবাসন জনকল্যাণ বালিকা বিদ্যাপীঠ
- ছাতিনাসোল এস সি উচ্চ বিদ্যালয়
- বানসদা এস সি সি উচ্চ বিদ্যালয়
- বাকরা শ্যামা স্মৃতি বিদ্যাপীঠ
- অসুই পল্লিমঙ্গল বিদ্যাপীঠ
- বাবুডুমরো উচ্চ বিদ্যালয়
- মদনসোল নেতাজি উচ্চ বিদ্যালয়
- পাঁচকাহানিয়া উচ্চ বিদ্যালয়
- ছায়া হাজারী উচ্চ বিদ্যালয়
- সারিয়া ট্রাইবাল উচ্চ বিদ্যালয়
কলেজ
সম্পাদনা- সুবর্ণরেখা মহাবিদ্যালয়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রদবদল"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "District Statistical Handbook 2014 Paschim Medinipur"। Tables 2.1, 2.2। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "District at a Glance"। Paschim Medinipur District Police। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।