গুজরাটের বিমানবন্দরগুলির তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

গুজরাটের বিমানবন্দরগুলির তালিকা [][] এই পৃষ্ঠায় দেওয়া হল। বিমানবন্দরগুলিকে ধরন ও অবস্থান অনুযায়ী শ্রেণীবিভক্ত করা হয়েছে। রাজ্যের সকল অসামরিক ও সামরিক বিমানবন্দরগুলি নাম এই তালিকায় পাওয়া যাবে।

তালিকায় ব্যবহৃত সংকেতগুলি হল:

  • পরিষেবাপ্রাপ্ত শহর – বিমানবন্দরটি সাধারণত যে শহরের সঙ্গে যুক্ত। সর্বত্র পরিষেবাপ্রাপ্ত শহরের অভ্যন্তরে সংশ্লিষ্ট বিমানবন্দরটি অবস্থিত হয় না, বরং শহরের বাইরে কোনো ছোটো শহরে হয়ে থাকে।
  • আইসিএও (ICAO) – আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা (আইসিএও) নির্ধারক অবস্থান নির্ণায়ক কোড
  • আইএটিএ (IATA) – আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) নির্ধারিত কোড
  • বিমানবন্দরের নাম – বিমানবন্দরের সরকারি নাম। যেসব বিমানবন্দরের নামের ক্ষেত্রে মোটা অক্ষর ব্যবহৃত হয়েছে সেখানে বাণিজ্যিক বিমানসংস্থাগুলির বিমান নির্দিষ্ট সময়সূচি মেনে ওঠানামা করে।
  • বিস্তারিত – সংশ্লিষ্ট বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য।

বিমানবন্দরের তালিকা

সম্পাদনা
শহর বিমানবন্দর আইসিএও(ICAO) আইএটিএ (IATA) অবস্থা ধরন
আহমেদাবাদ সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর VAAH AMD সক্রিয় আন্তর্জাতিক
সুরাট সুরাট বিমানবন্দর VASU STV সক্রিয় অভ্যান্তরীন
ভাবনগর ভাবনগর বিমানবন্দর VABV BHU সক্রিয় অভ্যান্তরীন
আমরেলি আমরেলি বিমানবন্দর সক্রিয় অভ্যান্তরীন
রাজকোট রাজকোট বিমানবন্দর VARK RAJ সক্রিয় অভ্যান্তরীন
ভূজ ভূজ বিমানবন্দর VABJ BHJসক্রিয় অভ্যান্তরীন
পোরবন্দর পোরবন্দর বিমানবন্দর VAPR PBD সক্রিয় অভ্যান্তরীন
ভডোদরা সিভিল এয়ারপোর্ট হার্নি VABO BDQ সক্রিয় অভ্যান্তরীন
জামনগর জামনগর বিমানবন্দর VAJM JGA সক্রিয়া অভ্যান্তরীন
কন্ডালা কন্ডলা বিমানবন্দর সক্রিয় অভ্যান্তরীন

তথ্যসূত্র

সম্পাদনা