গার-দ্বাং-লাস-রাব-গ্লিং-পা

গার-দ্বাং-লাস-রাব-গ্লিং-পা (ওয়াইলি: gar dbang las rab gling pa) (১৯৩০-১৯৫৯) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের তৃতীয় স্কু-শোগ্স-দ্গে-মাং-রিন-পো-ছে (ওয়াইলি: sku shogs dge mang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

গার-দ্বাং-লাস-রাব-গ্লিং-পা

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

গার-দ্বাং-লাস-রাব-গ্লিং-পা ১৯৩০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের স্দে-দ্গে রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতা স্ঙ্গো-খ্যো'ই-থুব-ব্স্তান (ওয়াইলি: sngo khyo'i thub bstan) স্দে-দ্গে রাজ্যের রাজা ত্শে-দ্বাং-ব্দুদ-'দুলের (ওয়াইলি: tshe dbang bdud 'dul) মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। তার মাতার নাম ছিল ব্সোদ-নাম্স-ল্হা-মো (ওয়াইলি: bsod nams lha mo)। থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে (ওয়াইলি: thub bstan chos kyi rdo rje) নামক পঞ্চম র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: bstan pa'i nyi ma) নামক দ্বিতীয় স্কু-শোগ্স-দ্গে-মাং-রিন-পো-ছে (ওয়াইলি: sku shogs dge mang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। ম্খান-পো-পে-মা-ছোস-দ্পাল (ওয়াইলি: mkhan po pe ma chos dpal), ব্যা-ব্রাল-কুন-দ্গা'-দ্পাল-ল্দান (ওয়াইলি: bya bral kun dga' dpal ldan), আ-বু-ল্হা-র্গ্যাল-পে-মা-থেগ-ম্ছোগ-ব্লো-ল্দান (ওয়াইলি: a bu lha rgyal pe ma theg mchog blo lda), থুব-ব্স্তান-'ওদ-গ্সাল-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: thub bstan 'od gsal bstan pa’i nyi ma), 'জিগ্স-মেদ-য়োন-তান-ম্গোন-পো (ওয়াইলি: 'jigs med yon tan mgon po), গ্লিং-স্প্রুল-থুব-ব্স্তান-ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: gling sprul thub bstan phrin las rgya mtsho) প্রভৃতি বৌদ্ধ লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে চীনের সাম্যবাদী সরকার তিব্বত অধিকার করলে তিনি গ্রেপ্তার হন এবং কারাগারেই তার মৃত্যু হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (মে ২০১২)। "The Third Gemang, Garwang Lerab Lingpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২২ 
পূর্বসূরী
ব্স্তান-পা'ই-ন্যি-মা
গার-দ্বাং-লাস-রাব-গ্লিং-পা
দ্বিতীয় স্কু-শোগ্স-দ্গে-মাং-রিন-পো-ছে
উত্তরসূরী
কুন-ব্জাং-পে-মা-দ্বাং-ছেন