গণবাংলা উচ্চ বিদ্যালয়
গণবাংলা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলা ভোলাব ইউনিয়ন অবস্থিত একটি বিদ্যালয়।
গণবাংলা উচ্চ বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ উপজেলা , ১৭২০ | |
স্থানাঙ্ক | ২৩°৫২′২৮″ উত্তর ৯০°৩৪′৫২″ পূর্ব / ২৩.৮৭৪৩২° উত্তর ৯০.৫৮১০৫° পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৭২ |
বিদ্যালয় কোড | ১১২৪৯৮ |
শিক্ষকমণ্ডলী | 18 |
শ্রেণি | ৬ষ্ঠ - ১০ম |
বয়সসীমা | ১১-১৮ |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০ জন |
ভাষা | বাংলা |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। |
শিক্ষা বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ইতিহাস
সম্পাদনা১৯৭২ সনে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮০ সনে অস্থায়ী স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৪ সনে এমপিও ভূক্ত হয়। দক্ষ ও অভিজ্ঞ ম্যানেজিং কমিটির দিকনির্দেশনায় ও এলাকার গন্যমান্য ব্যাক্তদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে এগিয়ে চলছে।
গণবাংলা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে ২০১৪ সালের ১২ মার্চে শ্রেণীকক্ষে ২০ থেকে ৫০ জনের মতো শিক্ষার্থী গণ মানসিক রোগে আক্রান্ত হয়ে আলোচনায় আসে।
[১][২]
[৩]
[৪]
অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা
সম্পাদনাশিক্ষকের নাম | পদবি |
---|---|
মোঃ ওয়াজউদ্দিন | সিনিয়র শিক্ষক |
অশোক চন্দ্র বর্দ্ধন | সিনিয়র শিক্ষক |
মোঃ মহসীন মিয়া | সিনিয়র শিক্ষক |
মোঃ বাসিরুল হক | সিনিয়র শিক্ষক |
মোঃ শফিউল্লাহ | প্রধান শিক্ষক |
মোঃ আঃ বাতেন | সহাকরী শিক্ষিকা |
সঞ্চিত কুমার ধর | সিনিয়র শিক্ষক |
ফলাফল
সম্পাদনাএইস.এস.সি পরীক্ষাঃ
সাল | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | এ+ | এ | এ- | শতকরা |
---|---|---|---|---|---|---|
২০১৪ | ৭১ | ৭১ | ৩২ | ২৫ | ২৪ | ১০০% |
২০১৫ | ৯০ | ৮৮ | ১৩ | ৩৮ | ৩৭ | ৯৭.৭৮ % |
২০১৬ | ৮২ | ৮০ | ২ | ২৫ | ৫৩ | ৯৭.৬৬ % |
২০১৭ | ১০৪ | ১০৩ | ৮ | ৪৫ | ৫০ | ৯৯.০৪৫% |
২০১৮ | ৭৫ | ৪৫ | ০ | ৩০ | ১০ | ৬০% |
২০১৯ | ১১৫ | ১১৪ | ৮ | ৪৫ | ৫৬ | ৯৫.০২৩% |
২০২০ | ৮৫ | ৭৯ | ২ | ৬০ | ১৭ | ৯০.০২৫% |
২০২১ | ৭৫ | ৭১ | ২ | ৫০ | ১৯ | ৯৮.০৩৯% |
২০২২ | ১১২ | ১১০ | ১০ | ৮০ | ২০ | ৯৯.০১৫% |
২০২৩ | ৫৮ | ৫২ | ৬ | ৩০ | ১৬ | ৯৭.০২১% |
২০২৪ | ৭৮ | ৭১ | ১ | ৫০ | ২০ | ৯৭.০৬৭% |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রূপগঞ্জে গণহিস্ট্রোরিয়ায় ৩০ শিক্ষার্থী আক্রান্ত"। banglanews24.com। ১২ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রূপগঞ্জে হিস্টোরিয়ায় আক্রান্ত ২০ শিক্ষার্থী"। দৈনিক সকালের খবর। ১২ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "শিক্ষকদের তালিকা"। শিক্ষকদের তালিকা।
- ↑ "অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা"। অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা।