খসড়া:ডিম্ভাত দিবস


ডিম্ভাত দিবস তৃণমূল কংগ্রেসের দ্বারা আয়োজিত ২১শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠানকে বিদ্রূপ করে বলা হয়। ১৯৯৩ সালে কলকাতা গুলিকান্ডে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কার্যকর্তা নিহত হন, প্রতিবছর ২১শে জুলাই এই ঘটনার স্মরণে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে থাকে। ২০১১ সালে পশ্চিম বঙ্গে সরকার গঠনের পর তৃণমূল কংগ্রেস কলকাতায় সমর্থকদের জড়ো করে বড়সড় ভাবে এই দিন পালন করে থাকে।[]

উৎপত্তি

সম্পাদনা

বাম আমলে পশ্চিম বঙ্গে আয়োজিত দলীয় কর্মসূচিতে কার্যকর্তাদের জন্য মাছের ঝোলের আয়োজন করা হতো, এর অন্যতম কারণ ছিল মাছ বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং বাঙ্গালীরা এর দ্বারা যথেষ্ট আকর্ষিত হয়ে থাকে। যখন তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর নিজের দলীয় কর্মসূচী আয়োজন শুরু করল তখন তারা কার্যকর্তাদের আকর্ষিত করার জন্য একই পন্থা অবলম্বন করা শুরু করল, তারা মাছের ঝোলের পরিবর্তে ডিম-ভাতের আয়োজন শুরু করে। ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে ডিম-ভাতের পদ পরিবেশন করার কারণে এই দিনটি ডিম্ভাত দিবস নাম পেয়েছে।[]

ব্যবহার

সম্পাদনা

তৃণমূল কংগ্রেসের দ্বারা আয়োজিত হলেও এই দিনটি "ডিম্ভাত দিবস" নামটি পেয়েছে বিরোধীদের থেকেই। সমালোচকরা এই নাম দিয়ে ২১শে জুলাইকে নামাঙ্কিত করে বলে থাকেন যে তৃণমূল শুধু খাবার লোভ দেখিয়েই সমর্থক জড়ো করতে পারে। ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ২১শে জুলাইকে উপহাস করে "ডিম্ভাত" শব্দ ব্যবহার করেন, যার দ্বারা এই পরিভাষাটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তৃণমূলের মিছিলে কলকাতার দমবন্ধ"টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০১০। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  2. ধর, শর্মি (২১ জুলাই ২০২৩)। "কেন ২১শে জুলাই ডিম্ভাতকেই মেনুতে রাখল তৃণমূল"বাংলা হান্ট। ২১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  3. "২১ শে জুলাই শহীদ দিবস: ইতিহাস ও ইন্টারনেট"আজ তক। ২০ জুলাই ২০২২। ২০ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪