আজ তক
ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল
আজ তক একটি ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল, যেটি লিভিং মিডিয়া গ্রুপের মালিকানাধীন। হিন্দি শব্দগুচ্ছ আজ তক- এর বাংলা করলে দাঁড়ায় আজ পর্যন্ত।
আজ তক | |
---|---|
উদ্বোধন | ৩১ ডিসেম্বর, ২০০০ |
নেটওয়ার্ক | টেরিস্ট্রিয়াল টেলিভিশন এবং অনলাইন |
মালিকানা | লিভিং মিডিয়া ইন্ডিয়া লিমিটেড |
চিত্রের বিন্যাস | এসডিটিভি, এইচডিটিভি |
স্লোগান | Sabse Tez (রোমানিকৃত হিন্দিতে) সবচেয়ে দ্রুত(বাংলায়) |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
প্রচারের স্থান | ভারত এবং বিশ্বব্যাপী |
প্রধান কার্যালয় | নয়দা, উত্তর প্রদেশ, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | ইন্ডিয়া টুডে টেলিভিশন , দিল্লি আজ তাক, তেজ টিভি |
ওয়েবসাইট | আজ তাক লাইভ আজ তাক |
সংযুক্ত সাংবাদিক
সম্পাদনাসমালোচনা
সম্পাদনা২০১৫ সালের নভেম্বরে অনলাইনে একটি ভিডিও ফাঁস হয়। ভিডিওতে দেখা যায়, একজন আজ তক প্রতিবেদক একটি শিশুকে লিকার কেনার জন্য অর্থ প্রদান করছে যাতে সে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুসুম মেহদেলের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দিতে পারে। বিষয়টি সাধারণ জনগণের কাছে ব্যাপকভাবে নিন্দিত হয়।[১][২]
প্রশংসা
সম্পাদনা২০০৬ সালে বিবিসি ও রয়টার্স কর্তৃক যৌথভাবে পরিচালিত এক জরিপে চ্যানেলটি ভারতীয়দের মাঝে সবচেয়ে আস্থাশীল গণমাধ্যমের খেতাব পায়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Exposed Aaj Tak journalist tutoring a poor child to give a bite against the government."। ২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- ↑ "Everyone furious at Aaj Tak after this leaked video"।
- ↑ BBC/Reuters/Media Center Poll: Trust in the Media (pg. 13)