খসড়া:আফ্রিকান ইস্পোর্টস কনফেডারেশন

আফ্রিকান ইস্পোর্টস কনফেডারেশন
গঠিত১৪ ডিসেম্বর ২০০৮; ১৬ বছর আগে (2008-12-14)
ধরনSports Federation
আইনি অবস্থাAssociation
উদ্দেশ্যControlling body for esports in Africa
সদরদপ্তরGermiston, South Africa
সদস্যপদ
5 member National federations
দাপ্তরিক ভাষা
English
President
Mrs. Amanda Pakade
ওয়েবসাইটhttps://www.facebook.com/ConfederationofAfricaneSports/

কনফেডারেশন অফ আফ্রিকান ইস্পোর্টস ( সিএইএস ) হল আফ্রিকার এস্পোর্টের নিয়ন্ত্রক সংস্থা।

সদস্যরা

সম্পাদনা

এখন পর্যন্ত CAES-এর সদস্য দেশ রয়েছে ৫টি।

জাতি সংগঠন
  Egypt
  Namibia নেএসএ
  Nigeria এনএসএফ
  South Africa এমএসএসএ
  Tunisia টিউনএসএফ

ইতিহাস

সম্পাদনা

আফ্রিকান ইস্পোর্টস কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে 14 জুন 2007 এ গঠিত হয়েছিল।

অন্যান্য স্পোর্টস কনফেডারেশনের মতো আফ্রিকান ইস্পোর্টস কনফেডারেশন একটি স্বেচ্ছাসেবী সমিতি হিসেবে গঠিত।

CAES-এর সর্বোচ্চ কর্তৃত্ব হল বার্ষিক সাধারণ সভা, যা সমস্ত কমিটিকে তাদের কর্মের জন্য দায়বদ্ধ রাখে।

ম্যানেজমেন্ট বোর্ড CAES এবং বিদেশে বিভিন্ন বোর্ড অফ কন্ট্রোলের প্রতিদিনের ক্রিয়াকলাপ নিয়ে কাজ করে।

প্রতীকের ইতিহাস

সম্পাদনা

2008 সালে, লোগোতে মাইন্ড স্পোর্টস লোগো অন্তর্ভুক্ত ছিল। মাইন্ড স্পোর্টস লোগোটি 2013 সালে 'CAES' শব্দের পক্ষে বাদ দেওয়া হয়েছিল।

অফিসিয়াল টেস্ট ম্যাচ

সম্পাদনা
Year Date Countries Title played Result
2020 29 April 2020   Namibia,   South Africa ডোটা ২ 0 - 2
2018 23 June 2018   Namibia,   South Africa Tekken 7 (Male), Tekken 7 (Female), FIFA'18 0 - 2, 0 - 1, 1 - 1
2018 17 March 2018   Ghana,   South Africa FIFA'18 and Tekken 7 3 - 1, 2 - 2
2017 16 September 2017   Tunisia,   South Africa League of Legends 2 - 0
2017 30 July 2017   Namibia,   South Africa FIFA '17 1–0
2016 9 October 2016   Egypt,   South Africa HearthStone 1-1
2016 6 February 2016   Ghana,   South Africa[] FIFA'16 5–1
2015 14 August 2015   Algeria,   South Africa CounterStrike: GO 1–0
2015 14 August 2015   Libya,   South Africa CounterStrike: GO 1–0
2015 13 August 2015   Tunisia,   South Africa CounterStrike: GO 1–0
2015 13 August 2015   Egypt,   South Africa CounterStrike: GO 1–0
2015 27 March 2015   South Africa,   Zimbabwe FIFA '15 2–0
2014 25 October 2014   Namibia,   South Africa Dota 2 0–2
2014 8 August 2014   Egypt,   South Africa DotA 2 2–0
2013 31 July 2013   Romania,   South Africa DotA 2 1–0
2010 8 December 2010   Namibia,   South Africa FIFA '10 0–2
2010 8 December 2010   Namibia,   South Africa Call of Duty 4 0–1

মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ

সম্পাদনা
বছর হোস্ট স্থান শিরোনাম খেলা ইউটিউব কভারেজ
2008   South Africa (MSSA) উইটওয়াটারসরান্ড বিশ্ববিদ্যালয়, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা DotA, কাউন্টার-স্ট্রাইক 1.6 আফ্রিকান কন্টিনেন্টাল ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2008

প্রেসিডেন্টরা

সম্পাদনা

2008 সাল থেকে বর্তমান পর্যন্ত CAES-এর নিম্নলিখিত প্রেসিডেন্টরা ছিলেন:

বছর রাষ্ট্রপতি দেশ
২০২১ আমান্ডা কোয়াজা   South Africa
২০১৯ - ২০২০ আহমেদ চেখরুহু   Tunisia
২০১৩ - ২০১৮ মোহাম্মদ সাদ   Egypt
২০০৭- ২০১২ কলিন ওয়েবস্টার   South Africa

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "eSports South Africa to face Ghana in FIFA '16 Test match (News: 01 Feb 2016)"। ফেব্রুয়ারি ২০১৬। 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ESports competitions