ইঞ্চি
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মার্চ ২০১০) |
ইঞ্চি দৈর্ঘ্য পরিমাপের একটি ব্রিটিশ একক। ৩৬ ইঞ্চিতে এক গজ এবং ১২ ইঞ্চিতে ১ ফুট হয়। ক্ষেত্রফল মাপার জন্য রয়েছে বর্গ ইঞ্চি এবং আয়তন মাপার জন্য ঘন ইঞ্চি।
ইঞ্চি যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড সহ প্রায় প্রতি দেশেই ইঞ্চি বহুল ব্যবহৃত হচ্ছে। সাধারণত মানুষের দৈর্ঘ্য প্রায় সবসময়েই ফুট ও ইঞ্চিতে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়া গৃহনির্মান শিল্পেও ইঞ্চি ব্যবহৃত হয়। ইঞ্চিকে (") চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।