ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড
ক্লাব
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড বা সিসিসিএল হল বাংলাদেশের সমস্ত ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি প্যান-ন্যাশনাল ক্লাব এবং এটি নারায়ণগঞ্জের পূর্বাচল নতুন শহরে অবস্থিত। শাহাদাত মোশাররফ খান (মুকুল) ক্লাবের সভাপতি এবং টিএম শহীদুল ইসলাম মহাসচিব।
সংক্ষেপে | সিসিসিএল |
---|---|
গঠিত | ১৪ এপ্রিল ২০০৩ |
সদরদপ্তর | প্লট ২, রোড ২০৩এ, সেক্টর ১২, পূর্বাচল নতুন শহর, রূপগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫০′২৫″ উত্তর ৯০°২৯′১২″ পূর্ব / ২৩.৮৪০২° উত্তর ৯০.৪৮৬৬° পূর্ব |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
মহাসচিব | টিএম শহীদুল ইসলাম |
সভাপতি | শাহাদাত মোশাররফ খান (মুকুল) |
প্রধান অঙ্গ | কার্যনির্বাহী কমিটি |
ওয়েবসাইট | www |
ক্লাবটি ২০০৩ সালে বাংলাদেশের ১০টি ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানে অবস্থিত সামরিক বিদ্যালয়ের বাঙালি প্রাক্তন শিক্ষার্থী নিয়ে গঠিত হয়েছিল।[১] বর্তমান স্থানে স্থানান্তরের আগে এটি ঢাকার গুলশানে অবস্থিত ছিল।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CCCL – Cadet College Club" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪।
- ↑ Correspondent, Cultural (২০০৯-০৭-০৭)। "Hyder Husyn concert for a noble cause"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪।