কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়

কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় বাংলাদেশের কুমিল্লা জেলার[] মুরাদনগর উপজেলার[] অন্তর্গত একটি বিদ্যালয়।[][][] এই বিদ্যালয়টি ১৯৫৭ সালে গোমতী নদীর উত্তরে মুরাদনগর রোডে কোম্পানিগঞ্জে স্থাপিত হয়। প্রতিষ্ঠা পরবর্তী সময়ে বিগত ৬ দশক ধরে জ্ঞানের আলোতে আলোকিত করেছে শিক্ষার্থীদের।

কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়
কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মুরাদনগর রোড

কোম্পানীগঞ্জ

৩৫৪২

তথ্য
ধরনপাবলিক
প্রতিষ্ঠাকাল১৯৫৭
প্রতিষ্ঠাতাআলহাজ্ব আবুল হাসেম
কর্তৃপক্ষবাংলাদেশ সরকার
বিদ্যালয় কোড১০৫৯৯৮
অধ্যক্ষমোঃ মফিজ উদ্দীন আহমেদ
কর্মকর্তা
শিক্ষকমণ্ডলী২২
শ্রেণি৬ষ্ঠ - ১০ম
বয়সসীমা১১-১৬
শিক্ষার্থী সংখ্যা২,৫০০
ভাষাবাংলা
ক্যাম্পাসকোম্পানীগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
ক্রীড়াফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট
অন্তর্ভুক্তিকুমিল্লা শিক্ষা বোর্ড
ওয়েবসাইটhttp://www.cbahs.edu.bd

ইতিহাস

সম্পাদনা

সাবেক সাংসদ হাজী আবুল হাশেম ১৯৫৬ সালে মুরাদনগরের কোম্পানীগঞ্জে তার বাবার নামে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

স্কুলের নির্দিষ্ট পোশাক হল ফুল বা হাফ হাতা সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো জুতো। শীতকালে যে কোনো রঙের সোয়েটার পরা যায়। শার্টের পকেটে স্কুলের মনোগ্রামযুক্ত ব্যাজ থাকা আবশ্যক নয়।

সাধারণত শিক্ষার্থীরা ষষ্ঠ শেণীতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। এজন্য শিক্ষার্থীদের তুমুল প্রতিদ্বন্দ্বীতামূলক ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে সংঘটিত হয়। কোন শিক্ষার্থী অন্য কোন সরকারি স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেটের মাধ্যমে উপরের ক্লাসগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে।

অবকাঠামো

সম্পাদনা

এখানে রয়েছেঃ

  • একাডেমিক ভবন;
  • প্রশাসনিক ভবন;
  • কম্পিউটার ল্যাব;
  • লাইব্রেরি;
  • মসজিদ।

সহশিক্ষা কর্যক্রম

সম্পাদনা
  • বি এন সি সি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর),
  • স্কাউটিং,
  • খেলাধুলা (ক্রিকেট ও ফুটবল),
  • বিতর্ক,
  • সাংস্কৃতিক অনুষ্ঠান,
  • বার্ষিক সাময়িকী,
  • গণিত ও ভাষা প্রতিযোগিতা,
  • বিজ্ঞান মেলা,
  • শিক্ষা সফর ইত্যাদি।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জেলা তথ্যবাতায়ন
  2. "Muradnagar Upazilla | মুরাদনগর উপজেলা"muradnagar.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৪ 
  3. "Board of Intermediate and Secondary Education, Comilla"www.comillaboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৪ 
  4. "Institute List"105998.comillaboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]