কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার হল ভারতেরকেরল রাজ্যে নির্মিত চলচ্চিত্রের জন্য প্রদত্ত চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৮ সাল থেকে কেরল সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে কেরল রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমি এই পুরস্কার প্রদান করে আসছে।
এই পুরস্কার প্রদান শুরু হয়েছিল ১৯৬৯ সালে। ১৯৬৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কেরল সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই পুরস্কার প্রদান করা হত। অ্যাকাডেমি ও মন্ত্রণালয়ের গঠিত একটি স্বাধীন জুরি পুরস্কার বিজয়ী নির্বাচন করেন। জুরি বোর্ডে চলচ্চিত্রাঙ্গনের প্রসিদ্ধ ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকেন। চলচ্চিত্রে সাহিত্যের পুরস্কারের জন্য আলাদা জুরি গঠন করা হয়। অ্যাকাডেমি প্রতি বছর এই পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে এবং জুরি চূড়ান্ত বিজয়ী নির্বাচনের পূর্বে চলচ্চিত্রগুলি বিশ্লেষণ করেন। এই পুরস্কারের উদ্দেশ্য হল শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্রের প্রসার এবং শিল্পী, কলাকুশলী ও প্রযোজকদের উৎসাহিত করা। এই পুরস্কার ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং প্রদান করেন কেরলের প্রধানমন্ত্রী।