কৃষ্ণনগর সদর মহকুমা

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি মহকুমা

কৃষ্ণনগর সদর মহকুমা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি মহকুমা। এই মহকুমা কৃষ্ণনগরনবদ্বীপ পুরসভা এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ) নিয়ে গঠিত। এই সাতটি ব্লকে ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন বর্তমান। মহকুমার সদর কৃষ্ণনগর

কৃষ্ণনগর সদর মহকুমা
{{{official_name}}} অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৮৮°৩০′ পূর্ব / ২৩.৪০° উত্তর ৮৮.৫০° পূর্ব / 23.40; 88.50
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
আইএসও ৩১৬৬ কোডISO 3166-2:IN
যানবাহন নিবন্ধনWB
ওয়েবসাইটnadia.nic.in

মহকুমা কৃষ্ণনগরনবদ্বীপ পুরসভা ছাড়া কৃষ্ণনগর সদর মহকুমায় কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ ব্লক সাতটির অধীনে মোট ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন রয়েছে।[] উক্ত সেন্সাস টাউনগুলি হল: জগদানন্দপুর, ক্ষিদিরপুর, বারুইহুদা, বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাইজদিয়াচার ব্রহ্মনগর[]

অন্যান্য মহকুমাসমূহ

সম্পাদনা

নদিয়া জেলা নিম্নলিখিত চারটি মহকুমা বিভক্ত:[]

 
মহকুমা সদর
ক্ষেত্রফল
কিমি2
জনসংখ্যা
(২০১১)
গ্রামীণ
জনসংখ্যা %
(২০১১)
শহুরে
জনসংখ্যা %
(২০১১)
তেহট্ট তেহট্ট ৮৬২.১৮ ৭,৯৬,২৪৫ ৯৭.১৫ ২.৮৫
কৃষ্ণনগর সদর কৃষ্ণনগর ১,৬৬১.১০ ২১,৮৬,৫০৩ ৭৯.২০ ২০.৮০
রাণাঘাট রানাঘাট ৮৯৩.৫৮ ১৪,৩২,৭৬১ ৫৮.৩২ ৪১.৬৮
কল্যাণী কল্যাণী ৫২৬.৫৭ ৮,৯১,৫৬৩ ২৩.২৭ ৭৬.৭৩
নদিয়া জেলা কৃষ্ণনগর ৩,৯২৭.০০ ৫৩,০৭,০৭২ ৬৬.৮৬ ৩৩.১৪

ব্লকসমূহ

সম্পাদনা

কৃষ্ণনগর সদর মহকুমায় অবস্থিত সমষ্টি উন্নয়ন ব্লকসমূহ নিম্নরূপ:[][]

 
ব্লক সদর
ক্ষেত্রফল
কিমি
জনসংখ্যা
(২০১১)
তফসিলি জাতি % তফসিলি উপজাতি % হিন্দু % মুসলমান % সাক্ষরতার
হার %
জনগণনা
নগর
কালীগঞ্জ দেবগ্রাম ৩২০.০২ ৩,৩৪,৮৮১ ১৫.২২ ০.৪৯ ৪১.৩৬ ৫৮.৫১ ৬৫.৮৯
নাকাশীপাড়া বেথুয়াডহরী ৩৬০.৯৪ ৩,৮৬,৫৬৯ ২৩.২৭ ২.৫৬ ৪৬.৫৩ ৫৩.০৬ ৬৪.৮৬
চাপড়া চাপড়া ৩০৫.৯৭ ৩.১০,৬৫২ ১৫.৮৫ ০.৬৫ ৩৭.১৫ ৫৯.৭২ ৬৮.২৮
কৃষ্ণগঞ্জ মাঝদিয়া ১৫১.৬০ ১,৫৬,৭০৫ ৪৫.৫৫ ৬.৪৭ ৯৩.৯৮ ৫.৮৭ ৭২.৮৬ -
কৃষ্ণনগর ১ রুইপুকুর ২৭৩.১৯ ৩,১৪,৮৩৩ ৩৫.৯৬ ৫.০৯ ৮২.৭৮ ১৫.২৫ ৭১.৪৫
কৃষ্ণনগর ২ ধুবুলিয়া ১২৪.৩৭ ১,৩৯,৪৭২ ১৮.৩৩ ১.৬৪ ৫৭.০২ ৪২.৮৪ ৬৮.৫২
নবদ্বীপ নবদ্বীপ ৯৭.৩৯ ১,৩৫,৩১৪ ১৪.৪৯ ১.১৪ ৬১.৩৯ ৩৮.২০ ৬৭.৭২

গ্রাম পঞ্চায়েত

সম্পাদনা

এই মহকুমায় সাতটি ব্লকে মোট ৭৭ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যথা:[]

কালীগঞ্জ ব্লক

সম্পাদনা

কালীগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বড়চাঁদঘর, হাটগাছা, মীরা-১, পালিতবাগিয়া, দেবগ্রাম, জুরানপুর, মীরা-২, পানিঘাটা, ফরিদপুর, কালীগঞ্জ, পলাশী-১, রাজারামপুর ঘোড়াইক্ষেত্র, গোবরা, মাটিয়ারি ও পলাশী-২।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি কালীগঞ্জ থানার অধীনস্থ।[] ব্লকের সদর দেবগ্রাম।[]

নাকাশীপাড়া ব্লক

সম্পাদনা

নাকাশীপাড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেথুয়াডহরী, দহরি-১, বিল্বগ্রাম, ধর্মদা, মুড়াগাছা, বেথুয়াডহরী-২, বীরপুর-১, দোগাছিয়া, নাকাশিপাড়া, বিক্রমপুর, বীরপুর-২, হরনগর, পাতিকাবাড়ি, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও মাঝেরগ্রাম।[] এই ব্লকের শহরাঞ্চল জগদানন্দপুরক্ষিদিরপুর সেন্সাস টাউন দুটি নিয়ে গঠিত।[] ব্লকটি নাকাশিপাড়া থানার অধীনস্থ।[] ব্লকের সদর দেবগ্রাম।[]

চাপড়া ব্লক

সম্পাদনা

চাপড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এর প্রধান কেন্দ্র চাপড়া। এগুলি হল: আলফা, চাপড়া-২, হৃদয়পুর, পিপড়াগাছি, বাগবেড়িয়া, হাতিশালা-১, কলিঙ্গ, বৃত্তিহুদা, হাতিশালা-২, মহতপুর, চাপড়া-১, হাটখোলা ও মহেশপুর।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি চাপড়া থানার অধীনস্থ।[] ব্লকের সদর বাঙালঝি[]

কৃষ্ণনগর-১ ব্লক

সম্পাদনা

কৃষ্ণনগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আসাননগর, ভাতজঙলা, দিগনগর, জোয়ানিয়া, ভালুকা, ভীমপুর, দোগাছি, পোড়াগাছা, ভাণ্ডারখোলা, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর।[] এই ব্লকের শহরাঞ্চল বারুইহুদা সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[] ব্লকটি কৃষ্ণনগর থানার অধীনস্থ।[] ব্লকের সদর কৃষ্ণনগর রোড।[]

কৃষ্ণনগর-২ ব্লক

সম্পাদনা

কৃষ্ণনগর-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেলপুকুর, ধুবুলিয়া-২, নোয়াপাড়া-২, সাধনপাড়া-২, ধুবুলিয়া-১, নোয়াপাড়া-১ ও সাধনপাড়া-১।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি ধুবুলিয়া তদন্ত কেন্দ্র থানার অধীনস্থ।[] ব্লকের সদর ধুবুলিয়া[]

নবদ্বীপ ব্লক

সম্পাদনা

নবদ্বীপ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাবলারি, মহীশূরা, মায়াপুর বামনপুকুর-২, চারমাজদিয়া, চারব্রহ্মানগর, মাজদিয়া পানশিলা, মায়াপুর বামনপুকুর-১, স্বরূপগঞ্জ ও ফকিরডাঙা ঘোলাপাড়া।[] এই ব্লকের শহরাঞ্চল বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাজদিয়াচার ব্রহ্মানগর সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[] ব্লকটি নবদ্বীপ থানার অধীনস্থ।[] ব্লকের সদর মহেশগঞ্জ[]

কৃষ্ণগঞ্জ ব্লক

সম্পাদনা

কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভজনঘাট টুঙ্গি, জয়ঘাটা, মাটিয়ারি বানপুর, তালদহ মাজদিয়া, গোবিন্দপুরে, কৃষ্ণগঞ্জ ও শিবনিবাস।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি কৃষ্ণগঞ্জ থানার অধীনস্থ।[] ব্লকের সদর কৃষ্ণগঞ্জ।[]

বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[]

  • নাকাশিপাড়া ব্লকের বিক্রমপুর, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও হরনগর গ্রাম পঞ্চায়েত চারটি পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • নাকাশিপাড়া ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি এবং কৃষ্ণগঞ্জ ব্লকের পালিতবেগিয়া ও রাজারামপুর ঘোড়াক্ষেত্র গ্রাম পঞ্চায়েত দুটি নিয়ে নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কালীগঞ্জ ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • চাপড়া ব্লক নিয়ে চাপড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণনগর পুরসভা ও কৃষ্ণনগর-১ ব্লকের ভাণ্ডারখোলা, ভীমপুর, আসাননগর, দোগাছি ও পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত পাঁচটি নিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • নবদ্বীপ ব্লক, নবদ্বীপ পুরসভা ও কৃষ্ণনগর-১ ব্লকের জোয়ানিয়া ও ভালুকা গ্রাম পঞ্চায়েত নিয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণনগর-২ ব্লক ও কৃষ্ণনগর-১ ব্লকের ভাতজঙলা, দিগনগর, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর গ্রাম পঞ্চায়েত পাঁচটি নিয়ে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণগঞ্জ ব্লক নিয়ে তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।

পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও নবদ্বীপ বিধানসভা কেন্দ্রগুলি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কৃষ্ণনগর দক্ষিণ ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

পাদটীকা

সম্পাদনা
  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৩ 
  2. "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৩ 
  3. "District Statistical Handbook 2014 Nadia"Table 2.2, 2.4(a)। Department of Planning and Statistics, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০ 
  4. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭ 
  5. "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"Bardhaman - Revised in March 2008। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭ 
  6. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৩ 
  7. "Contact details of Block Development Officers"Nadia district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 9,23। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১২ 

টেমপ্লেট:Nadia District