কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল
নদীয়া জেলার একটি সুপ্রাচীন ও ঐতিহ্যশালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল নদীয়া জেলার একটি সুপ্রাচীন ও ঐতিহ্যশালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি কৃষ্ণনগর শহরে অবস্থিত।[১]
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল | |
---|---|
ঠিকানা | |
২৫, আরএন ঠাকুর রোড , , ৭৪১১০১ | |
স্থানাঙ্ক | ২৩°২৪′২৯″ উত্তর ৮৮°২৯′৪৮″ পূর্ব / ২৩.৪০৮০১৪৭° উত্তর ৮৮.৪৯৬৬৯০৯° পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৮৪৬ |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ইতিহাস
সম্পাদনাকৃষ্ণনগর কলেজিয়েট স্কুলটির প্রথম দিকে স্থায়ী কোনও ভবন ছিল না। প্রথমে কৃষ্ণনগর সরকারি কলেজ এ এই স্কুল চলত। ১৮৪৬ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়।[২] প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন ডেভিড লেস্টার রিচার্ডসন। ব্যারিস্টার মনমোহন ঘোষ তার বসতবাড়িটি স্কুলকে দান করেন শিক্ষার প্রসারে ব্যবহারের জন্য। বর্তমান বিদ্যালয় ভবনটি তার বাড়িতেই অবস্থিত।[৩] পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার, রামতনু লাহিড়ী, বেণী মাধব দাস প্রমুখেরা এই স্কুলে শিক্ষকতা করেছেন।[৪]
কৃতি ছাত্র
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Mahotsav, Amrit। "Krishnanagar Collegiate School"। Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Krishnanagar Collegiate school"।
- ↑ "কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রাচীন ভবনকে হেরিটেজ ঘোষণার আর্জি"। ২৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ "ভগ্নপ্রায় দশা নেতাজির হাতে গড়া স্কুলের"। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।