কুলতলি বিধানসভা কেন্দ্র
কুলতলি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতি এর জন্য সংরক্ষিত ছিল।
কুলতলি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২১°৫৪′ উত্তর ৮৮°২৪′ পূর্ব / ২১.৯০০° উত্তর ৮৮.৪০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ১২৯ |
আসন | তফসিলি জাতি এর জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ১৯.জয়নগর (এসসি) |
নির্বাচনী বছর | ১৮৭,৯৩০ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১২৯ নং কুলতলি (এসসি) বিধানসভা কেন্দ্রটি কুলতলি সমষ্টি উন্নয়ন ব্লক ও বৈশাটা, চুপরিঝাড়া, মনিরহাট, নলগোরা গ্রাম পঞ্চায়েত জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
কুলতলি বিধানসভা কেন্দ্রটি ১৯ নং জয়নগর (এসসি) লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৬৭ | কুলতলি | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[২] |
১৯৬৯ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [৩] | |
১৯৭১ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [৪] | |
১৯৭২ | অরবিন্দ নস্কর | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] | |
১৯৭৭ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [৬] | |
১৯৮২ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [৭] | |
১৯৮৭ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [৮] | |
১৯৯১ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [৯] | |
১৯৯৬ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [১০] | |
২০০১ | প্রবোধ পুরকাইত | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [১১] | |
২০০৬ | জয়কৃষ্ণ হালদার | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[১২] | |
২০১১ | রামশঙ্কর হালদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৩] | |
২০১৬ | রামশঙ্কর হালদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৬
সম্পাদনাসিপিআই (এম) এর রামশঙ্কর হালদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের গোপাল মাঝিকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই(এম) | রামশঙ্কর হালদার | ৭৩,৯১৯ | ৩৭.৭০ | ||
তৃণমূল | গোপাল মাঝি | ৬২,২১২ | ৩১.৭০ | ||
এসইউসিআই(সি) | জয় কৃষ্ণ হালদার | ৪৮,০৫৮ | ২৪.৫০ | ||
বিজেপি | বিক্রম নস্কর | ১০,৩৭৬ | ৫.৩০ | ||
নির্দল | তপন বৈরাগী | ৬৯১ | ০.৪০ | ||
লোক জন শক্তি পার্টি | পল্লবী দাস | ৫৩৫ | ০.৩০ | ||
বিএমপি | ভূতনাথ সরদার | ৫০৩ | ০.৩০ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৬,৩০৭ | ৮৬.৩ | |||
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১১
সম্পাদনাসিপিআই (এম) এর রামশঙ্কর হালদার জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসইউসিআই (সি) এর জয় কৃষ্ণ হালদারকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই(এম) | রামশঙ্কর হালদার | ৮১,২৯৭ | ৪৮.৬০ | +১.৩১ | |
এসইউসিআই(সি) | জয় কৃষ্ণ হালদার | ৭৬,৪৮৪ | ৪৫.৭৩ | -২.১৩ | |
কংগ্রেস | সুজিত পতদ্বারী | ৩,২৭৭ | |||
নির্দল | সঞ্জয় মণ্ডল | ২,১৭৭ | |||
বিজেপি | নীলকান্ত মণ্ডল | ২,১৫৯ | |||
বিএসপি | খুসিলাল হালদার | ৯৪৮ | |||
নির্দল | শক্তিনাথ হালদার | ৯২২ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৭,২৬৪ | ৮৯ | |||
এসইউসিআই(সি) থেকে সিপিআই(এম) অর্জন করেছে | সুইং | ৩.৪৪ |
২০০৬
সম্পাদনাএসইউসিআই (সি) এর জয় কৃষ্ণ হালদার জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রামশঙ্কর হালদারকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
এসইউসিআই(সি) | জয় কৃষ্ণ হালদার | ৬৭,৬৬৪ | ৪৭.৯০ | ||
সিপিআই(এম) | রামশঙ্কর হালদার | ৬৬,৮৬০ | ৪৭.৩০ | ||
কংগ্রেস | অরবিন্দ নস্কর | ৩,৬৪২ | |||
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | জগন্নাথ গায়েন | ৩,২০৬ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮০৪ | (০.৬%) | |||
ভোটার উপস্থিতি | ১,৪১,৪০৩ | (৮৬.৪%) | |||
এসইউসিআই(সি) নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | ৩.৪৪ |
১৯৭৭-২০০৬
সম্পাদনা২০০৬ সালের নির্বাচনে,[১২] এসইউসি এর জয়কৃষ্ণ হালদার কুলতলি (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রামশঙ্কর হালদারকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। এসইউসি এর প্রবোধ পুরকাইত ১৯৭৭ থেকে ২০০১ সাল পর্যন্ত কুলতলি (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, ২০০১[১১] এবং ১৯৯৬ সালে[১০] সিপিআই (এম) এর রামশঙ্কর হালদারকে পরাজিত করেন, ১৯৯১ সালে সিপিআই (এম) এর রমণী রঞ্জন দাসকে,[৯] ১৯৮৭[৮] এবং ১৯৮২ সালে[৭] কংগ্রেসের অরবিন্দ নস্করকে এবং ১৯৭৭ সালে জনতা পার্টির আনন্দী তান্তিকে পরাজিত করেন।[৬][১৫]
১৯৬৭-১৯৭২
সম্পাদনা১৯৭২ সালে কংগ্রেসের অরবিন্দ নস্কর জয়ী হন।v ১৯৭১,[৪] ১৯৬৯[৩] এবং ১৯৬৭ সালে[২] এসইউসি প্রবোধ পুরকাইত জয়ী হন, (১৯৬৭ সালে তিনি নির্বাচন কমিশনের রেকর্ডগুলিতে নির্দল হিসাবে দেখানো হয়েছিল)। এর আগে কুলতলি কেন্দ্রটি বিদ্যমান ছিল না।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ গ "West Bengal Assembly Election 2011"। Kultali (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।
- ↑ "102 - Kultali (SC) Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১০।