কুমুদিনী বসু
বাঙালি লেখিকা
কুমুদিনী বসু (১৮৭৮ – ১৯৪৩) ছিলেন একজন সাহিত্যিক এবং সমাজসেবক।[১][২]
কুমুদিনী বসু | |
---|---|
জন্ম | ১৮৭৮ |
মৃত্যু | ১৯৪৩ |
জাতীয়তা | ব্রিটিশ ভারত |
পেশা | লেখক |
পিতা-মাতা | কৃষ্ণকুমার মিত্র (পিতা) লীলাবতী মিত্র (মাতা) |
প্রাথমিক ও কর্মজীবন
সম্পাদনাতিনি বেথুন কলেজ থেকে এফ.এ পরীক্ষায় প্রথম হওয়ার জন্য মুর্শিদাবাদের নবাব বেগম সাহেবার পদক পান। বি.এ পরীক্ষায় প্রথম হওয়ার জন্য প্রমীলা সুন্দরী স্বর্ণপদক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত মহিলা ছাত্রীদের মধ্যে প্রথম হওয়ার জন্য পদ্মাবতী স্বর্ণপদক লাভ করেন। কুমুদিনী একজন সুলেখিকা ছিলেন। ১৯২১ সালে নারীদের ভোটাধিকার আন্দোলনে কুমুদিনী বসুর নেতৃত্বে গড়ে ওঠে ‘সারা বাংলা নারী ভোটাধিকার কমিটি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, সাহিত্য-চিন্তা, শিখের বলিদান, পকপুঞ্জ, অমরেন্দ্র, জাহাঙ্গীরের আত্মজীবনী, মেরী কার্পেন্টার প্রভৃতি। তিনি সুপ্রভাত এবং বঙ্গলক্ষ্মী পত্রিকার সম্পাদিকা ছিলেন।[৩]
সাহিত্যকর্ম
সম্পাদনা- সাহিত্য-চিন্তা
- শিখের বলিদান
- পকপুঞ্জ
- অমরেন্দ্র
- জাহাঙ্গীরের আত্মজীবনী
- মেরী কার্পেন্টার
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে কুমুদিনী বসু সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সংকলক, ◄ কুমুদিনী বসু জীবনী উপাত্ত। "কুমুদিনী বসু - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ "Kumudini Basu"। geni_family_tree। ২০২২-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ বসু, উইকিসংকলনে এই লেখক রচিত অথবা লেখক সম্পর্কিত রচনা রয়েছে: কুমুদিনী। "কুমুদিনী বসু - উইকিউক্তি"। bn.wikiquote.org। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।