কিশোরগঞ্জ-১
কিশোরগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬২নং আসন।
কিশোরগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাকিশোরগঞ্জ-১ আসনটি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনা২০১৮ সালের নির্বাচনে জয়ী সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি ২০১৯ তারিখে মারা যান। উপনির্বাচনের জন্য পরের মাসে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত হলেও নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রার্থী তার ছোট বোন জাকিয়া নূর লিপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।[৫]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সৈয়দ আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সৈয়দ আশরাফুল ইসলাম | ১,৭২,০৬৫ | ৬২.২ | +১৩.৪ | |
বিএনপি | মো: মাসুদ হিলালি | ১,০০,০৮০ | ৩৬.২ | -১২.৫ | |
কমিউনিস্ট পার্টি | একেএম আবু রায়হান | ৩,৫২৬ | ১.৩ | প্র/না | |
বাসদ | বিক্রম বাসুদেব বাসক | ৭৫১ | ০.৩ | প্র/না | |
কেএসজেএল | ফারুক আহমেদ সিদ্দিক | ২০০ | ০.১ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭১,৯৮৫ | ২৬.০ | +২৫.৯ | ||
ভোটার উপস্থিতি | ২,৭৬,৬২২ | ৮৪.২ | +১০.০ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি (জেপি) | আলাউদ্দিন আহম্মদ | ৮৬,৬২৩ | ৪৮.৮ | ||
বিএনপি | ইদ্রিস আলী ভুইয়া | ৮৬,৫০৯ | ৪৮.৭ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এম এ সাঈদ আজাদ | ৩,৮০৮ | ২.১ | ||
কেএসজেএল | ফারুক আহমদ সিদ্দিক | ৪১৫ | ০.২ | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এ কে এম শাহজাহান | ১৯৮ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১৪ | ০.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৭,৫৫৩ | ৭৪.২ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনা১৯৯৯ সালের সেপ্টেম্বরে এ কে এম এম শামসুল হক মারা যান।[১০] ১৯৯৯ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আলাউদ্দিন আহমদ নির্বাচিত হন।[১১]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আ ক ম সামছুল হক | ৫৮,২৩৩ | ৪৩.০ | +৬.৮ | ||
বিএনপি | ইদ্রিস আলী ভুইয়া | ৩৮,২১৬ | ২৮.২ | -১২.৭ | ||
জাতীয় পার্টি | মো: সোহরাব উদ্দিন | ২৯,৮৪৮ | ২২.১ | +৮.৫ | ||
জামায়াতে ইসলামী | নুরুল হক | ৫,৫৫৬ | ৪.১ | -২.২ | ||
স্বতন্ত্র | এবিএম জাহিদুল হক | ২,৫৪২ | ১.৯ | প্র/না | ||
জাকের পার্টি | এ কে এম ফজলুল হক | ৩৬৩ | ০.৩ | -০.২ | ||
গণফোরাম | শাফিউর রহমান খান | ২৭৫ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এ কে এম শাহজাহান | ২৫৫ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২০,০১৭ | ১৪.৮ | +১০.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৫,২৮৮ | ৭২.১ | +২৪.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এবিএম জাহিদুল হক | ৪১,০১০ | ৪০.৯ | |||
আওয়ামী লীগ | আ ক ম সামছুল হক | ৩৬,২৫৬ | ৩৬.২ | |||
জাতীয় পার্টি | মো: সোহরাব উদ্দিন | ১৩,৬৬১ | ১৩.৬ | |||
জামায়াতে ইসলামী | মো: তৈয়বুজ্জামান | ৬,২৮২ | ৬.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এ ক ম শাহজাহান | ১,৬৩৫ | ১.৬ | |||
জাকের পার্টি | মো: মুজিবুর রহমান | ৪৫৯ | ০.৫ | |||
জাতীয় ঐক্য ফ্রন্ট | মো: বাকী | ৩৩৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | জালাল উদ্দিন ফারুক | ৩১৪ | ০.৩ | |||
স্বতন্ত্র | ফজলুর রহমান রেজা | ১৭৮ | ০.২ | |||
জাসদ (রব) | মো: আ: মোমেন | ১২৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৭৫৪ | ৪.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,০০,২৫৯ | ৪৭.৭ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কিশোরগঞ্জ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "শপথ নিলেন সৈয়দ আশরাফের বোন লিপি"। ঢাকা ট্রিবিউন। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। ২৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ কিশোরগঞ্জ জেলা আ.লীগে স্থবিরতা। প্রথম আলো। ১৩ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে কিশোরগঞ্জ-১