আলাউদ্দিন আহম্মদ
আলাউদ্দিন আহম্মদ (১৯৪৭/১৯৪৮ - ১৩ ডিসেম্বর ২০২২) বাংলাদেশি রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২] তিনি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৮ জুলাই ১৯৯৮ সালে দায়িত্ব পালন করেছেন।[৩][৪][৫] তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. আলাউদ্দিন আহম্মদ | |
---|---|
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯৯ – ২০০৬ | |
পূর্বসূরী | আ ক ম সামছুল হক |
উত্তরসূরী | সৈয়দ আশরাফুল ইসলাম |
উপাচার্য-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ১৮ জুলাই ১৯৯৮ – ১৯৯৮ | |
পূর্বসূরী | আমিরুল ইসলাম চৌধুরী |
উত্তরসূরী | আব্দুল বায়েস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৭/১৯৪৮ কিশোরগঞ্জ জেলা |
মৃত্যু | ১৩ ডিসেম্বর ২০২২ ঢাকা |
সমাধিস্থল | বুরুদিয়া গ্রামের পারিবারিক কবরস্থান পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
অন্যান্য রাজনৈতিক দল | বাকশাল |
সন্তান | দুই কন্যা, এক ছেলে |
প্রাক্তন শিক্ষার্থী |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাআলাউদ্দিন আহম্মদ ১৯৪৭/১৯৪৮ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, ১৯৮২ সালে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৮৫ সালে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন।
বিবাহিত জীবনে তার দুই কন্যা, এক ছেলে।
কর্মজীবন
সম্পাদনাআলাউদ্দিন আহম্মদ ১৯৭৩-১৯৭৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৭ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। আলাউদ্দিন ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৭ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
তিনি ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।।[৩][৪][৫]
রাজনৈতিক জীবন
সম্পাদনাআলাউদ্দিন আহম্মদ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে ১৯৯৯ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৬]
তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
আরও দেখুন
সম্পাদনামৃত্যু
সম্পাদনাআলাউদ্দিন আহম্মদ ৭৫বছর বয়সে ১৩ ডিসেম্বর ২০২২ সালের মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "কিশোরগঞ্জের বিলুপ্ত সংসদীয় আসনটি পুনরুদ্ধারের দাবি"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১।
- ↑ ক খ দৈনিক বণিক বার্তা, ১৬ অক্টোবর ২০১৬
- ↑ ক খ অধ্যাপক, আব্দুল বায়েস (২০১৯)। উপাচার্য উপাখ্যান। বাংলাদেশ: পাঞ্জেরী পাবলিকেশন্স। পৃষ্ঠা ১২০। আইএসবিএন 9789846342284।
- ↑ "আলাউদ্দিন আহম্মদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |