কালিদাস ভট্টাচার্য

বাঙালি দার্শনিক ও চিন্তাবিদ

কালিদাস ভট্টাচার্য(ইংরেজি: Kalidas Bhattacharya) ( ১৯১১ - ১৫ মার্চ, ১৯৮৪) ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও  প্রখ্যাত ভারতীয় বাঙালি দার্শনিক। কলকাতায় সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন ফিলজফির প্রতিষ্ঠাতা-পরিচালক ছিলেন।[]

কালিদাস ভট্টাচার্য
জন্ম১৯১১
মৃত্যু১৫ মার্চ ১৯৮৪
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯১১ - ১৯৪৭)
ভারতীয় ( ১৯৪৭ - ১৯৮৪)
নাগরিকত্বভারতীয়
পেশাঅধ্যাপনা
পরিচিতির কারণদার্শনিক
পিতা-মাতাকৃষ্ণচন্দ্র ভট্টাচার্য (পিতা)
পুরস্কারদেশিকোত্তম

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

কালিদাস ভট্টাচার্যের জন্ম অবিভক্ত বাংলার অধুনা পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে। তাঁদের আদি নিবাস ছিল বর্তমানে বাংলাদেশের বরিশালে। পিতা ছিলেন ভারতীয় দর্শনের অগ্রণী অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। কালিদাসের অগ্রজ গোপীনাথও ছিলেন বিখ্যাত দার্শনিক। অনন্য সাধারণ দর্শনের ছাত্র হিসাবে শিক্ষা শেষ করে অধ্যাপনা শুরু করেন কলকাতার বিদ্যাসাগর কলেজে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কৃত কলেজে যুক্ত থাকার পর দর্শন বিভাগের প্রধানরূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। প্রধানত তারই উদ্যোগে ১৯৬৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন ফিলজফি এবং তিনি এর ডিরেক্টর হন। ১৯৬৬ খ্রিস্টাব্দ হতে ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অবসর গ্রহণের পর দর্শনের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। তিনি আধুনিক ভারতীয় দর্শনকে বৈজ্ঞানিক চেতনায় এক নূতন চিন্তার আলোকে উদ্ভাসিত করেছেন। তার দর্শনবিদ্যা মূলত অদ্বৈত বেদান্ত ও শৈব উপাসনায় আধারিত ছিল। সেই দৃষ্টিতে তাঁকে বিশ শতকের ভারতীয় দার্শনিকদের মধ্যে অন্যতম  উপমাবিজ্ঞানী  হিসাবে আখ্যায়িত করা যায়।

প্রকাশিত গ্রন্থ

সম্পাদনা

দর্শনের উপর তার বাংলা ও ইংরাজীতে প্রায় কুড়িটির মতো গ্রন্থ রচনা করেছেন।[] উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো-

  • ভারতীয় সংস্কৃতি ও অনেকান্ত বেদান্ত
  • মাণ্ডূক্যোপনিষদের কথা
  • ফিলজফি, লজিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ
  • এ মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অফ অদ্বৈত বেদান্ত
  • দ্য ফান্ডামেন্টালস অফ কে সি ভট্টাচার্য'স ফিলজফি

তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের "দেশিকোত্তম" উপাধিতে ভূষিত হয়েছিলেন। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১৫ ই মার্চ তিনি প্রয়াত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১২৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. ইসলাম, মুহম্মদ সাইফুল (ফেব্রুয়ারি ২০০৭)। ফজলুল হক, আবুল কাসেম; ইসলাম, মুহম্মদ সাইফুল, সম্পাদকগণ। মানুষের স্বরূপ (১ সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৩৮২। আইএসবিএন 984-8524487