কাম্প দে লা ইন্দাস্ত্রিয়া

ক্যাম্প দি লা ইন্দাস্ত্রিয়া (কাতালান উচ্চারণ: [ˈkam ɫə inˈdustɾiə]) ছিল একটি স্টেডিয়াম, যার অবস্থান স্পেনের কাতালোনিয়া রাজ্যের রাজধানী বার্সেলোনায়ফুটবল ক্লাব বার্সেলোনার প্রথম হোম স্টেডিয়াম হিসেবে এটি ব্যবহৃত হয়। ১৯২২ সালে তারা এই মাঠটি ছেড়ে দেয় এবং ক্যাম্প দি লেস কোর্তসকে নিজেদের হোম স্টেডিয়াম হিসেবে ব্যবহার করতে শুরু করে। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ছিল মাত্র ৬,০০০।

ক্যাম্প দি লা ইন্দাস্ত্রিয়া
L'Escopidora
মানচিত্র
পূর্ণ নামক্যাম্প দি লা ইন্দাস্ত্রিয়া
অবস্থানবার্সেলোনা, কাতালোনিয়া, স্পেন
ধারণক্ষমতা৬,০০০
চালুমার্চ ১৪, ১৯০৯
বন্ধ১৯২২
ভাড়াটে
ফুটবল ক্লাব বার্সেলোনা

বহিঃসংযোগ

সম্পাদনা