কানাডীয় বাংলাদেশী

কানাডীয় বাংলাদেশী হচ্ছেন ঐসমস্ত বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় নাগরিক বা বাংলাদেশে জন্মগ্রহণকারী বাসিন্দা যারা স্থায়ীভাবে কানাডায় বসবাস করছেন।

কানাডীয় বাংলাদেশী
মোট জনসংখ্যা
১,০০,০০০-১,১০,০০০
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
 কানাডা
 অন্টারিও~১,০০,০০০[] (কানাডীয় জনসংখ্যার .৭৪%) (২০১৬ অনুসারে)
 কুইবেক৭,২৭০
 অ্যালবার্টা২,৭৪০
ভাষা
কানাডীয় ইংরেজি • বাংলা • কুইবেক ফরাসি
ধর্ম
ইসলাম • হিন্দু • বৌদ্ধ • খ্রিস্ট
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
প্রবাসী বাংলাদেশী, ইন্দো-কানাডীয়, পাকিস্তানি কানাডীয় , এশীয় কানাডীয়

জনমিতি

সম্পাদনা

বাংলাদেশী বংশদ্ভোত কানাডীয় নাগরিকদের বর্তমান উপাত্ত পাওয়া না গেলেও কানাডার পরিসংখ্যান অনুযায়ী (২০১১ মোতাবেক) [] সেদেশে ৩৪,০০০ বাংলাদেশী বংশদ্ভোত কানাডীয় বসবাস করছে। যদিও কিছু সূত্রে কানাডায় বাংলাদেশী বংশদ্ভোতদের সংখ্যা আরো কম দেখানো হয়। ২০১৬ সালের অনুযায়ী একটি বেসরকারি হিসাব মতে ৫০,০০০- ১,০০,০০০ বাংলাদেশী কানাডীয় দেশটিতে রয়েছে।[] বাংলাদেশী বংশদ্ভোত অধিকাংশ নাগরিক বৃহতর টরোন্টো এলাকা এবং মন্ট্রিঅলকে কেন্দ্র করে বাস করে।

আগমন বছর মোট আগত
২০০৬ ৪০১২
২০০৭ ২৮৯৭
২০০৮ ২৯৩৯
২০০৯ ২১০৬
২০১০ ৪৭২১
২০১১ ২৬৯৪
২০১২ ২৬৩৪
২০১৩ ৩৭৯২
২০১৪ ২২৩১
২০১৫ ৩৩০১
২০০৬-১৫ ৩১৩২৭

২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩১,৩২৭জন বাংলাদেশী নাগরিক স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডায় পাড়ি দেয়।[]

উল্লেখযোগ্য বাংলাদেশী-কানাডীয়

সম্পাদনা
  • ড. অমিত চাকমা, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিও-র প্রেসিডেন্ট; (অস্ট্রেলিয়া)। দক্ষিণপূর্ব বাংলাদেশের চাকমা জাতিগোষ্ঠী থেকে আগত।,
  • ড. ওয়াহিদুল হক (প্রয়াত), অর্থনীতিবিদ, বাংলাদেশের প্রাক্তন অর্থ মন্ত্রি। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক।
  • লুতফর রহমান রিটন, প্রতিষ্ঠিত খ্যাতিমান ছড়াকার।
  • সাইফুল্লাহ মাহমুদ দুলাল, স্বনাম ধন্য কবি, গবেষক, লেখক, সাংবাদিক। দৈনিক ইত্তেফাকের কানাডাস্থ বিশেষ প্রতিনিধি।
  • ব্যারিষ্টার রেজাউর রহমান, খ্যাতিমান আইনজীবী, উপস্থাপক (আইন-আদালত), লেখক।
  • ডলি বেগম, এম পি পি, (এনডিপি), প্রভেনসিয়াল পার্লামেন্ট, অন্টারিও।
  • ড. মোজাম্মেল খান, প্রফেসর এবং সিনেট ডেপুটি স্পিকার, শেরিডান কলেজের স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
  • শহিদুল ইসলাম মিন্টু, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দ্য বেঙ্গলী টাইমস, সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদক। সিইও, এন আর বি টেলিভিশন।
  • মাহবুব ওসমানী, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব। সম্পাদক, CBN24
  • এইচ.এম.ইকবাল, প্রখ্যাত উদ্যোক্তা এবং ঔকভিলি অন্টারিওতে অবস্থিত সুপরিচিত মিষ্টান ব্র্যান্ড প্রিমিয়াম সুইটস এর প্রতিষ্ঠাতা
  • নজরুল মিন্টু, সাংবাদিক, গ্রন্থাকার এবং গণমাধ্যম ন্যক্তিত্ব; দেশে বিদেশে'র প্রধান সপমাদক এবং দেশে বিদেশে টিভির সিইও
  • মকসুদ মোহাম্মদ, রাঁধুনি, রন্ধন প্রতিযোগী, রন্ধন শিক্ষক, উদ্যোক্তা
  • রণ মুস্তফা, এমটিভি'র স্কিন অনুষ্ঠানের হলিউড টিভি অভিনেতা
  • শামিত শোম, সসার খেলোয়াড়
  • নক্ষত্র, নৃত্যশিল্পী

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. User, Super। "Bangladesh Diaspora in Canada"www.bdhcottawa.ca। ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. Canada, Government of Canada, Statistics। "2011 National Household Survey: Data tables – Ethnic Origin (264), Single and Multiple Ethnic Origin Responses (3), Generation Status (4), Age Groups (10) and Sex (3) for the Population in Private Households of Canada, Provinces, Territories, Census Metropolitan Areas and Census Agglomerations, 2011 National Household Survey"www12.statcan.gc.ca 
  3. "BC - Brown Canada"www.browncanada.com। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "Bangladeshi Immigrants to Canada - Statistics - Immigration Trends"canadaimmigrants.com