কাতারের প্রধানমন্ত্রীদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
কাতার রাষ্ট্রের প্রধানমন্ত্রী (আরবি: رئیس الوزراء القطري) হলেন কাতারের দ্বিতীয় শক্তিশালী কর্মকর্তা, যিনি কাতার সরকারেরও প্রধান।
কাতার রাষ্ট্রের প্রধানমন্ত্রী | |
---|---|
সম্বোধনরীতি | তার মহামান্যতা |
বাসভবন | সবুজ প্রাসাদ |
নিয়োগকর্তা | কাতারের আমির |
সর্বপ্রথম | খলিফা বিন হামাদ আল থানি |
গঠন | ২৯ মে ১৯৭০ |
খলিফা বিন হামাদ আল থানি, ২৯ মে ১৯৭০ সালে পদ প্রতিষ্ঠার পর থেকে এই পদের প্রথম ধারক ছিলেন, যিনি ২২ ফেব্রুয়ারি ১৯৭২ সালের অভ্যুত্থান থেকে কাতারের আমিরের দায়িত্ব পালন করেন। তিনি ২৭ জুন ১৯৯৫ সালের অভ্যুত্থান পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২৭ জুন ১৯৯৫ সালে তার ছেলে হামাদ বিন খলিফা আল থানি তাকে ক্ষমতাচ্যুত করেছিল।
২৮ জানুয়ারি ২০২০-এ, আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগ করায় খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি প্রধানমন্ত্রী হন।[১]
প্রধানমন্ত্রীদের তালিকা (১৯৭০-বর্তমান)
সম্পাদনানং | প্রতিকৃতি | নাম (জন্ম-মৃত্যু) |
কার্যালয়ের মেয়াদকাল | ||
---|---|---|---|---|---|
দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | কার্যালয়ে সময় | |||
১ | খলিফা বিন হামাদ আল থানি خليفة بن حمد آل ثاني (১৯৩০–২০১৬) |
২৯ মে ১৯৭০ | ২৭ জুন ১৯৯৫ (ক্ষমতাচ্যুত) |
২৫ বছর, ২৯ দিন | |
২ | হামাদ বিন খলিফা আল থানি حمد بن خليفة آل ثاني (জন্ম ১৯৫২) |
২৭ জুন ১৯৯৫ | ২৯ অক্টোবর ১৯৯৬ (পদত্যাগ) |
১ বছর, ১২৪ দিন | |
৩ | আব্দুল্লাহ বিন খলিফা আল থানি عبدالله بن خليفة آل ثاني (জন্ম ১৯৫৮) |
২৯ অক্টোবর ১৯৯৬ | ৩ এপ্রিল ২০০৭ (পদত্যাগ) |
১০ বছর, ১৫৬ দিন | |
৪ | হামাদ বিন জসিম বিন জাবের আল থানি حمد بن جاسم بن جبر آل ثاني (জন্ম ১৯৫৮) |
৩ এপ্রিল ২০০৭ | ২৬ জুন ২০১৩ (পদত্যাগ) |
৬ বছর, ৮৪ দিন | |
৫ | আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি عبد الله بن ناصر بن خليفة آل ثاني (জন্ম ১৯৬০) |
২৬ জুন ২০১৩ | ২৮ জানুয়ারি ২০২০ (পদত্যাগ) |
৬ বছর, ২১৬ দিন | |
৬ | খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানি خالد بن خليفة بن عبد العزيز آل ثاني (জন্ম ১৯৬৮) |
২৮ জানুয়ারি ২০২০ | শায়িত্ব | ৪ বছর, ৩৫৩ দিন |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Qatari Emir accepts the resignation of the Prime Minister and appoints successor"। Up News Info। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০।